২১। খর বায়ু বয় বেগে


১. কীভাবে বাতাস বয়?

উত্তর: ঘোব় তথা প্রবল বেগে বায়ু বয়।


২. কী আর সহ্য হয় না? 

উত্তব়: দুর্বার বন্ধন আর সহ্য হয় না।


৩. 'ঝড়ে হয় লুণ্ঠিত'-ঝড়ে কী লুণ্ঠিত হয়?

উত্তর: ঝড়ে মহাদেবের জটাজাল লুণ্ঠিত হয়।


৪. 'পারাবার' শব্দের অর্থ কী?

উত্তর: পারাবার শব্দের অর্থ হল সমুদ্র।


৫. তরণী মানে কী?

উত্তর: তরণী মানে নৌকো।



    👉Paid Answer (90% Common)

Editing By- Lipi Medhi