অধ্যায়-১ 

ফরাসি বিপ্লবের কয়েকটি দিক


    👉Paid Answer (For Membership User)


বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর                


সঠিক উত্তরটি নির্বাচন করো।


প্রশ্নঃ কার রাজত্বকালে ফরাসি বিপ্লব হয়েছিল?


(a) নেপোলিয়ন-এর (b) রানি আঁতোয়ানেত-এর


(c) পঞ্চদশ লুই-এর (d) ষোড়শ লুই-এর


প্রশ্নঃ 'দ্য ওয়েল্থ অব নেশন্স' গ্রন্থের রচয়িতা-


(a) কুইসনে (b) অ্যাডাম স্মিথ


(c) কাঁদিলাক (d) হলবাখ।


প্রশ্নঃ 'দ্য স্পিরিট অব লজ' গ্রন্থটির লেখক- মতেচ্ছু

 

(a) মন্তেস্কু (b) মতিয়ে 


(c) লেফেভর (d) অ্যাডাম স্মিথ।


প্রশ্নঃ কে 'দ্য পার্সিয়ান লেটার্স' গ্রন্থটি রচনা করেন?


(a) ডেভিড টমসন (b) মন্তেস্কু


(c) জোরেস (d) এলেমবার্ট।


প্রশ্নঃ টেইলি হলো-


(a) লবণকর (b) ধর্মকর


(c) ভূমিকর (d) বিবাহকর।


প্রশ্নঃ ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মুখপাত্র ছিল-


(a) বুর্জোয়ারা (b) সাঁকুলোৎত্রা


(c) অভিজাতরা (d) যাজকরা।


প্রশ্নঃ কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল?


(a) ১৭৮১ খ্রিস্টাব্দে (b) ১৭৮২ খ্রিস্টাব্দে


(c) ১৭৯০ খ্রিস্টাব্দে। (d) ১৭৮৯ খ্রিস্টাব্দে


প্রশ্নঃ 'সামাজিক চুক্তি' বা 'সোশ্যাল কনট্রাক্ট' গ্রন্থটি যাঁর রচনা তিনি হলেন


(a) বুশো (b) লা মেত্রি।


(c) টমসন (d) সেতোব্রিয়া


প্রশ্নঃ ফ্রান্সে কত খ্রিস্টাব্দে প্রথম লিখিত সংবিধান রচিত


(a) ১৭৯৯ খ্রিস্টাব্দে (b) ১৭৯১ খ্রিস্টাব্দে


(c) ১৭৯৪ খ্রিস্টাব্দে (d) ১৭৯৬ খ্রিস্টাব্দে।


প্রশ্নঃ ফ্রান্সে যে ধর্মকর আদায় করা হতো তার নাম-


(a) টাইদ (b) এইড


(c) করভি (d) টেইলি।



অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর


প্রশ্নঃ 'টাইদ' কী?


প্রশ্নঃ কোন রাজার রাজত্বকালে ফরাসি বিপ্লব হয়েছিল?


প্রশ্নঃ কয়েকজন বিশিষ্ট ফরাসি দার্শনিকের নাম লেখো।


প্রশ্নঃ ফরাসি বিপ্লবের তিনটি প্রধান আদর্শের উল্লেখ করো।


প্রশ্নঃ ফরাসি সমাজে তিনটি সম্প্রদায়ের নাম লেখো।


প্রশ্নঃ 'পার্সিয়ান লেটার্স' গ্রন্থটি কে রচনা করেন?


প্রশ্নঃ করভি কী?


প্রশ্নঃ প্রাকবিপ্লব ফ্রান্সের কয়েকটি প্রত্যক্ষ করের নাম উল্লেখ করো।


প্রশ্নঃ প্রাকবিপ্লব ফ্রান্সের কয়েকটি পরোক্ষ করের নাম লেখো।


প্রশ্নঃ 'কাঁদিদ' গ্রন্থটির রচয়িতা কে?


প্রশ্নঃ কে 'দ্য স্পিরিট অব লজ' গ্রন্থের রচয়িতা?


প্রশ্নঃ মেরি আঁতোয়ানেত কে?


প্রশ্নঃ ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের দু'জন নেতার নাম লেখো।


প্রশ্নঃ কত খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গের পতন হয়?


প্রশ্নঃ কবে ব্যক্তি ও নাগরিকদের অধিকার ঘোষণা করা হয়েছিল?


প্রশ্নঃ গিলোটিন কী ছিল?


প্রশ্নঃ কে নারীর অধিকারের ঘোষণাপত্র প্রকাশ করেন?


প্রশ্নঃ কত খ্রিস্টাব্দে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে?


প্রশ্নঃ "আমিই রাষ্ট্র"- কে এই উক্তিটি করেছিলেন?


প্রশ্নঃ "আমি যা ইচ্ছা করি তা-ই আইন"- এই উক্তিটি কার?


প্রশ্নঃ কে 'ক্ষমতা-বিভাজন' তত্ত্ব প্রবর্তন করেছিলেন?


প্রশ্নঃ নেকার কে ছিলেন?


প্রশ্নঃ কারা 'ফিজিওক্র্যাট' নামে পরিচিত?


প্রশ্নঃ 'টেনিস কোর্টের শপথ' কী?


প্রশ্নঃ রুশো কে ছিলেন? তাঁর বিখ্যাত গ্রন্থের নাম কী?


প্রশ্নঃ ভলতেয়ার কে ছিলেন? তাঁর রচিত গ্রন্থের নাম কী?


প্রশ্নঃ বাস্তিল দুর্গ সম্পর্কে কী জানো?


                    অথবা,


 ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ জুলাই কেন গুরুত্বপূর্ণ?


প্রশ্নঃ শ্বেত সন্ত্রাস কী?


প্রশ্নঃ 'লেত্র দ্য ক্যাশে' কী?


প্রশ্নঃ বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কী?


প্রশ্নঃ কারা, কবে ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে?


প্রশ্নঃ জ্যাকোবিন কারা? এই দলের কয়েকজন নেতার নাম লেখো।


প্রশ্নঃ "ইনটেনডেন্ট' কাদের বলা হতো?


প্রশ্নঃ ডাইরেক্টরি শাসন কী?


প্রশ্নঃ মন্তেস্কুর লেখা দু'টি গ্রন্থের নাম লেখো।


প্রশ্নঃ বাস্তিল দূর্গের পতন গুরুত্বপূর্ণ কেন?


প্রশ্নঃ টীকা: 'টেনিস কোর্টের শপথ'


প্রশ্নঃ ফরাসি বিপ্লবে নারীসমাজের কী ভূমিকা ছিল?


প্রশ্নঃ ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদানের পক্ষে যুক্তি দাও।


প্রশ্নঃ টীকা লেখো: সন্ত্রাসের রাজত্ব।


প্রশ্নঃ ফরাসি বিপ্লবে সাঁকুলোৎদের ভূমিকা কী ছিল?


প্রশ্নঃ ফ্রান্সকে কেন বলা হয় 'ভ্রান্ত অর্থনীতির জাদুঘর'?


প্রশ্নঃ বিপ্লবের আগে ফরাসি রাজকোষ শূন্য হওয়ার প্রধান কারণগুলি কী ছিল?


প্রশ্নঃ ফরাসি সমাজ ব্যবস্থায় তৃতীয় সম্প্রদায় বলতে কী বোঝো?


প্রশ্নঃ টাকা লেখো: ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা।


প্রশ্নঃ ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা কী ছিল?


প্রশ্নঃ ফরাসি বিপ্লবের জন্য সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি কতটা দায়ী?


প্রশ্নঃ বিপ্লবের কালে ফরাসি সংবিধান সভার ভূমিকা ব্যাখ্যা করো।






উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন