অধ্যায়-৪ 

শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ

    👉Paid Answer (For Membership User)



বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর                


সঠিক উত্তরটি নির্বাচন করো।


প্রশ্নঃ 'দুনিয়ার শ্রমিক এক হও'- এটি কার আহ্বান?


(a) হেজ (b) কার্ল মার্কস

(c) সাঁ-সিমোঁ (d) বেয়ার্ড।

প্রশ্নঃ কত খ্রিস্টাব্দে 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' প্রকাশিত  হয়?


(a) ১৮৪৫ খ্রিস্টাব্দে (b) ১৮৪৮ খ্রিস্টাব্দে


(c) ১৮৫৫ খ্রিস্টাব্দে। (d) ১৮৪৬ খ্রিস্টাব্দে


প্রশ্নঃ উনিশ শতকে কোন দেশটি 'অন্ধকারাচ্ছন্ন মহাদেশ' নামে পরিচিত ছিল?


(a) আফ্রিকা  (b) আমেরিকা


(c) এশিয়া (d) কোনোটিই নয়।


প্রশ্নঃ কত খ্রিস্টাব্দে রাশিয়ায় রেলপথের সূচনা হয়?


(a) ১৮৩১ খ্রিস্টাব্দে (b) ১৮৩৫ খ্রিস্টাব্দে


(c) ১৮৩৩ খ্রিস্টাব্দে (d) ১৮৩৮ খ্রিস্টাব্দে।


প্রশ্নঃ কত খ্রিস্টাব্দে সুয়েজ খালের খননকার্য শুরু হয়?


(a) ১৮৫৫ খিস্টাব্দে (b) ১৮৫৯ খ্রিস্টাব্দে


(c) ১৮৫৭ খ্রিস্টাব্দে (d) ১৮৬৫ খ্রিস্টাব্দে।


প্রশ্নঃ প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়-


(a) ১৯০১ খ্রিস্টাব্দে (b) ১৯১৪ খ্রিস্টাব্দে


(c) ১৯১০ খ্রিস্টাব্দে (d) ১৯১৭ খ্রিস্টাব্দে।


প্রশ্নঃ কে প্রথম শিল্পবিপ্লব কথাটি ব্যবহার করেন?


(a) ফ্রেডারিক এঙ্গেল্স  (b) অগাস্ট ব্ল‍্যাঙ্কি


(c) ফিলিস ডিন  (d) কার্ল মার্কস।


প্রশ্নঃ 'উড়ন্ত মাকু'-র আবিষ্কারক-


(a) জন পল (b) জন কে 


(c) জন অস্টিন (d) জন হাস।


প্রশ্নঃ 'সেফ্টি ল্যাম্প' আবিষ্কার করেন-


(a) জেমস স্টিভ (b) জন হে


(c) জেম্স স্টুয়ার্ট (d) হামফ্রি ডেভি।


প্রশ্নঃ হবসনের 'সাম্রাজ্যবাদ: একটি সমীক্ষা' গ্রন্থটি প্রকাশিত হয়- 


(a) ১৯০০ খ্রিস্টাব্দে (b) ১৯০২ খ্রিস্টাব্দে

 

(c) ১৯১৫ খ্রিস্টাব্দে (d) ১৯২৫ খ্রিস্টাব্দে


প্রশ্নঃ প্রথম অহিফেন যুদ্ধে কোন রাষ্ট্র চিনের প্রতিপক্ষ ছিল?


(a) ফ্রান্স (b) পোর্তুগাল


(c) ইংল্যান্ড (d) স্পেন


প্রশ্ন:


স্তম্ভ মেলাও


                      বামস্তম্ভ

                          ডানস্তম্ভ

1 আর্করাইট

(a) ওয়াটার ফ্রেম

2 জন কে

(b) উড়ন্ত মাকু

3 জেম্স হারগ্রিভস

(c) ওয়াটার ফ্রেম

4 ক্রম্পটন

(d) স্পিনিং মিল


প্রশ্ন:


                          বামস্তন্ত

                            ডানস্তম্ভ

1 কার্ল মার্কস

(a) জার্মান দার্শনিক তথা সমাজতন্ত্রী

2 রবার্ট আওয়েন

(b) ব্রিটিশ দার্শনিক তথা কল্পনাবাদী সমাজতন্ত্রী

3 সের্গেই উইটি

(c) ফরাসি দার্শনিক তথা কল্পনাবাদী সমাজতন্ত্রী

4 শার্ল ফুরিয়ের

(d) রাশিয়ার অর্থমন্ত্রী


প্রশ্ন:


                      বামস্তম্ভ

                        ডানস্তম্ভ

1 ১৮৭৩ খ্রিস্টাব্দ

(a) তিন সম্রাটের চুক্তি

2 ১৮৯৪ খ্রিস্টাব্দ

(b) ত্রিশক্তি আঁতাত

3 ১৯০৭ খ্রিস্টাব্দ

(c) ফ্রাঙ্কো-রুশ চুক্তি

4 ১৯১৪ খ্রিস্টাব্দ

(d) প্রথম বিশ্বযুদ্ধের সূচনা


প্রশ্ন: কার দ্বারা চিনে 'মুক্তদ্বার' নীতি ঘোষিত হয়?

প্রশ্ন: প্রথম কোন দেশে শিল্পবিপ্লব হয়েছিল?

প্রশ্ন: কত খ্রিস্টাব্দে সুয়েজ খালের খননকার্য শুরু হয়?

প্রশ্ন: ত্রিশক্তি চুক্তি কবে, কাদের মধ্যে হয়েছিল?


প্রশ্ন: ১৯০৭ খ্রিস্টাব্দে 'ত্রিশক্তি আঁতাত' গঠনকারী দেশগুলির নাম উল্লেখ করো।

প্রশ্ন: জার্মানির দু'টি বিখ্যাত লৌহশিল্পকেন্দ্রের নাম লেখো।

প্রশ্ন: 'ফ্যাক্টরি' বলতে কী বোঝো?

প্রশ্ন: 'প্যারি কমিউন' কোথায় গঠন করা হয়?

প্রশ্ন: কত খ্রিস্টাব্দে, কাদের মধ্যে আফিং বা অহিফেন যুদ্ধ হয়েছিল?

প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কোনটি?

প্রশ্ন: 'দাস ক্যাপিটাল'-এর লেখক কে?

প্রশ্ন: "সাম্রাজ্যবাদ পুজিবাদী বিকাশের চরম পর্ব"- কার উক্তি?

প্রশ্ন: ফ্রান্সের দু'জন কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রীর নাম উল্লেখ করো।

প্রশ্ন: অ্যাডাম স্মিথ কে?


সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


প্রশ্ন:  'মুক্তদ্বার নীতি' কাকে বলে?

প্রশ্ন: 'রক্তাক্ত মে সপ্তাহ' কী?

প্রশ্ন: নানকিং সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

প্রশ্ন: দু'জন বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদীর নাম লেখো।

প্রশ্ন: লুই ব্লার পরিচয় দাও।

প্রশ্ন: কার্ল মার্কস-এর সমাজতন্ত্রী সহযোগী কে ছিলেন? তাঁদের রচিত বিখ্যাত পুস্তিকার নাম লেখো।

প্রশ্ন: হবসন-লেনিন তত্ত্বের মূল প্রতিপাদ্য কী?

প্রশ্ন: কীভাবে চিনে 'মুক্তদ্বার নীতি' ঘোষিত হয়?

প্রশ্ন: প্যারি কমিউন বলতে কী বোঝো?

প্রশ্ন: ভারতের 'অবশিল্পায়ন' কাকে বলে?

প্রশ্ন: 'শিল্পবিপ্লব' বলতে কী বোঝো? অথবা, 'শিল্পবিপ্লব' কী?

প্রশ্ন: ফ্রান্সে কেন দেরিতে শিল্পবিপ্লব হয়েছিল?

প্রশ্ন: নব্য সাম্রাজ্যবাদ বা নয়া উপনিবেশবাদ কাকে বলে?

প্রশ্ন: 'সম্পদের নির্গমন' বলতে কী বোঝো? অথবা, 'পলাশির লুণ্ঠন' কী?

প্রশ্ন: ইংল্যান্ডেই কেন প্রথম শিল্পবিপ্লব হয়েছিল?

প্রশ্ন: শিল্পবিপ্লবের পর কোথায় কোথায় উপনিবেশ গড়ে ওঠে?

প্রশ্ন: শিল্পবিপ্লবের তাৎপর্য আলোচনা করো।

প্রশ্ন: ইংল্যান্ড ও ইউরোপে শিল্পবিপ্লবের তুলনামূলক আলোচনা করো।

প্রশ্ন: শিল্পবিপ্লব রেলপথের বিস্তারে কী ভূমিকা নিয়েছিল?

প্রশ্ন: মার্কস এবং এঙ্গেল্সের সমাজতন্ত্র সম্পর্কে চিন্তাধারা আলোচনা করো।

প্রশ্ন: চিনকে কীভাবে ব্যবচ্ছিন্ন করা হয়?





উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন