অধ্যায়-২ 


বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ


    👉Paid Answer (For Membership User)



বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর              


প্রশ্নঃ ওয়াটারলুর যুদ্ধের পর নেপোলিয়ন নির্বাসিত হন-


(a) কর্সিকা দ্বীপে (b) সেন্ট মার্টিনে


(c) সেন্ট হেলেনায় (d) সেন্ট থোম-এ।


প্রশ্নঃ ট্রাফালগারের যুদ্ধে যে ইংরেজ সেনাপতি নেপোলিয়নকে পরাজিত করেন।


(a) নেলসন (b) ওয়েলিংটন


(c) বুচার (d) ওয়েলেসলি।


প্রশ্নঃ ট্রাফালগারের নৌযুদ্ধ হয়েছিল-


(a) ১৮০২ খ্রিস্টাব্দে (b) ১৮০৫ খ্রিস্টাব্দে


(c) ১৮০৭ খ্রিস্টাব্দে (d) ১৮০৮ খ্রিস্টাব্দে।


প্রশ্নঃ নেপোলিয়ন টিলসিটের সন্ধি স্বাক্ষর করেন-


(a) ১৮০৭ খ্রিস্টাব্দে (b) ১৮০৫ খ্রিস্টাব্দে


(c) ১৮০৬ খ্রিস্টাব্দে (d) ১৮১০ খ্রিস্টাব্দে।


প্রশ্নঃ নেপোলিয়ন কর্তৃক 'বার্লিন ডিক্রি' জারি হয়-


(a) ১৮০১ খ্রিস্টাব্দে (b) ১৮০৫ খ্রিস্টাব্দ


(c) ১৮০২ খ্রিস্টাব্দে (d) ১৮০৬ খ্রিস্টাব্দে।


প্রশ্নঃ "আমিই বিপ্লব" এবং "আমি বিপ্লবের ধ্বংসকারী" মন্তব্যটি করেছিলেন-


(a) পঞ্চদশ লুই (b) মেরি আঁতোয়ানেত


(c) দাঁতো (d) সম্রাট নেপোলিয়ন।


প্রশ্নঃ নীলনদের যুদ্ধে নেপোলিয়ন যাঁর কাছে পরাজিত হন-


(a) ওয়েলেসলি (b) নেলসন


(c) ওল্ডেনবার্গ (d) ডিউক অব ওয়েলিংটন


প্রশ্নঃ ফ্রান্সের প্রথম কনসাল পদে নেপোলিয়ন অধিষ্ঠিত হন-


(a) ১৭৯৬ খ্রিস্টাব্দে (b) ১৭৯৯ খ্রিস্টাব্দে


(c) ১৮০০ খ্রিস্টাব্দে। (d) ১৭৯৭ খ্রিস্টাব্দে


প্রশ্নঃ কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন রাশিয়া অভিযান করেছিলেন?


(a) ১৮০৯ খ্রিস্টাব্দে (b) ১৮১০ খ্রিস্টাব্দে


(c) ১৮১২ খ্রিস্টাব্দে (d) ১৮১৩ খ্রিস্টাব্দে।


প্রশ্নঃ উপদ্বীপীয় যুদ্ধের মূল কারণ ছিল-


(a) ইংল্যান্ডের হস্তক্ষেপ (b) ফ্রান্সের হস্তক্ষেপ


(c) প্রাশিয়ার হস্তক্ষেপ (d) রাশিয়ার হস্তক্ষেপ।


প্রশ্নঃ যে যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন-


(a) লাইপজিগের যুদ্ধ (b) ওয়াটারলুর যুদ্ধ


(c) ট্রাফালগারের যুদ্ধ (d) উলম-এর যুদ্ধ।


প্রশ্নঃ ইংল্যান্ডের সঙ্গে নেপোলিয়নের নীলনদের যুদ্ধ  হয়-


(a) ১৭৯৬ খ্রিস্টাব্দে (c) ১৭৯৭ খ্রিস্টাব্দে


(c) ১৭৯৮ খ্রিস্টাব্দে (d) ১৮০০ খ্রিস্টাব্দে।


প্রশ্নঃ 'কোড নেপোলিয়ন'-এ বিধির সংখ্যা হলো-


(a) ২২৮৫ (b) ২২৮৬


(c) ২২৮৭ (d) ২২৮৮।



অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর


প্রশ্নঃ কোন ইংরেজ সেনাপতি নেপোলিয়নকে চূড়ান্তভাবে পরাজিত করেন?


প্রশ্নঃ কোন দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়?


প্রশ্নঃ কত খ্রিস্টাব্দে মহাদেশীয় অবরোধ শুরু হয়েছিল?


প্রশ্নঃ কাদের মাধ্যে টিলসিটের সন্ধি হয়েছিল?


প্রশ্নঃ কে. কত খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রি জারি করেন?


প্রশ্নঃ কবে 'কনফেডারেশন অব রাইন' গঠিত হয়?

প্রশ্নঃ  জার্মানিতে 'কোড নেপোলিয়ন' কবে প্রবর্তিত হয়?


প্রশ্নঃ নীলনদের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?


প্রশ্নঃ নীলনদের যুদ্ধে নেপোলিয়নকে কে পরাজিত করেন?


প্রশ্নঃ নেপোলিয়ন কবে 'সিভিল কোড' চালু করেন?


প্রশ্নঃ কনকরডাট কী?


প্রশ্নঃ কত খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধ সংঘটিত হয়?


প্রশ্নঃ কোন দেশ নেপোলিয়নের বিরুদ্ধে 'পোড়ামাটির নীতি' গ্রহণ করেছিল?


প্রশ্নঃ লাইপজিগের যুদ্ধ কবে সংঘটিত হয়?


প্রশ্নঃ কত খ্রিস্টাব্দে ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল?


প্রশ্নঃ 'কোড নেপোলিয়ন'-এর উপযোগিতা কী ছিল?


প্রশ্নঃ অর্ডার্স-ইন-কাউন্সিল বলতে কী বোঝো?


প্রশ্নঃ বার্লিন ডিক্রি বলতে কী বোঝো?


প্রশ্নঃ মিলান ডিক্রিতে কী বলা হয়?

প্রশ্নঃ স্পেনের যুদ্ধে ফরাসিদের ব্যর্থতার ২টি কারণ লেখো।


প্রশ্নঃ 'শতদিবসের রাজত্ব' সম্পর্কে কী জানো?


প্রশ্নঃ 'স্পেনীয় ক্ষত' বলতে কী বোঝো?


প্রশ্নঃ নেপোলিয়ন কী কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন?


প্রশ্নঃ মহাদেশীয় অবরোধ প্রথা কী?


প্রশ্নঃ কোড নেপোলিয়ন বলতে কী বোঝো?


প্রশ্নঃ 'কোড নেপোলিয়ন'-এর উল্লেখযোগ্য কয়েকটি ধারার পরিচয় দাও।


প্রশ্নঃ 'কোড নেপোলিয়ন'-এর প্রধান কয়েকটি অসংগতি কী ছিল?


প্রশ্নঃনেপোলিয়ন কী উদ্দেশ্যে রাশিয়া অভিযান করেছিলেন?


প্রশ্নঃ  ফ্রান্সে কীভাবে নেপোলিয়ন ক্ষমতালাভ করেন?


প্রশ্নঃ ট্রাফালগারের যুদ্ধ কেন হয়েছিল?


প্রশ্নঃ নেপোলিয়নের অর্থনৈতিক সংস্কারগুলি উল্লেখ করো।


প্রশ্নঃ নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধ ব্যবস্থার কী ভূমিকা ছিল?


প্রশ্নঃ নেপোলিয়নকে 'বিপ্লবের সন্তান' বলা কি যুক্তিযুক্ত?


প্রশ্নঃ মহাদেশীয় অবরোধ কী? এর উদ্দেশ্য কী ছিল?


প্রশ্নঃ নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো।


প্রশ্নঃ নেপোলিয়নের সংস্কারগুলি আলোচনা করো।


প্রশ্নঃ নেপোলিয়ন ফরাসি বিপ্লবের কোন কোন ভাবধারা ধ্বংস করেন? অথবা, নেপোলিয়নকে 'বিপ্লবের ধ্বংসকারী' বলা যায় কি?





উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন


Paid Answer Link (Membership USer)


Type - Boby Bora