২৭। উঠো গো ভারতলক্ষ্মী

Very Short Question Answer

১. কবি কাকে আহ্বান করেছেন?

উত্তর: কবি ভারতলক্ষ্মীকে আহ্বান করেছেন।


২. ভারতমাতার চরণতলে কারা কাঁদছে?

উত্তর: ভারতমাতার চরণতলে ত্রিশ কোটি নরনারী কাঁদছে।


৩. যাত্রীরা শঙ্কিত কেন?

উত্তর: সাগরের কম্পন দেখে যাত্রীরা শঙ্কিত।


৪. কবি দ্বেষ-হিংসাকে কীভাবে চূর্ণ করার কথা বলেছেন?

উত্তর: কবি গান গেয়ে দ্বেষ-হিংসাকে চূর্ণ করার কথা বলেছেন।


৫. ভারত শ্মশানকে কবি কীভাবে পূর্ণ করার কথা বলেছেন?

উত্তর: কোকিলের কুহু ডাকে কবি ভারত শ্মশানকে পূর্ণ করার কথা বলেছেন।


    👉Paid Answer (90% Common)

Editing By- Lipi Medhi