অধ্যায় 8
সাবধানতা
অধ্যায়ভিত্তিক শব্দভাণ্ডার
সজাগ থাকো, ভুলে যেও না (১)
পথ চলার নিয়মগুলি মানা উচিত, চলন্ত গাড়ি থেকে নামা, মোবাইল কানে রাস্তা পেরোনো এরকম করা উচিত না।
অতি সংক্ষিপ্ত প্রশ্ন (Very Short Questions)
১। কুমকুম গাড়িগুলিকে মুখোমুখি রেখে কোন্ দিক দিয়ে। হাঁটে?
উত্তর: ডানদিক দিয়ে হাঁটে।
২। কুমকুম গাড়িগুলিকে মুখোমুখি রেখে হাঁটে কেন?
উত্তর: যাতে সামনের দিক থেকে আসা গাড়িগুলি খেয়াল করতে পারে।
৩। ফুটপাথ থাকলে কুমকুম কী করে?
উত্তর: তার ওপর দিয়েই হাঁটে।
৪। রাস্তা পেরোবার আগে কী করা উচিত?
উত্তরঃ দু-দিক দেখে নেওয়া উচিত, গাড়ি আসছে কিনা।
৫। শহরে রাস্তা কার ওপর দিয়ে পেরোতে হয়?
উত্তর: জেব্রা ক্রসিং-এর ওপর দিয়ে পেরোতে হয়।
৬। জেব্রা ক্রসিং কী? (গভ. গার্লস এইচ. এস. স্কুল, পুরুলিয়া)
উত্তর: রাস্তায় টানা যে সাদা দাগগুলির ওপর দিয়ে সিগন্যাল মেনে আমরা রাস্তা পার করি সেগুলিই জেব্রা ক্রসিং।
৭। রাস্তা পারাপারের সময় কী দেখে পেরোতে হয়?
উত্তর: মানুষের ছবি দেওয়া সবুজ সিগন্যাল দেখে পেরোতে হয়।
৮। মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া কি উচিত?
উত্তরঃ না, উচিত নয়।
৯। মোটরবাইকে চাপলে কী পরে নিতে হবে?
উত্তরঃ হেলমেট পরে নিতে হবে।
১০। ঝড় এলে গাছতলায় যাওয়া উচিত নয় কেন?
উত্তরঃ গাছের ডালপালা ভেঙে পড়তে পারে, তাই ঝড় এলে গাছতলায় যাওয়া উচিত নয়।
১১। ঝড় এলে কোথায় আশ্রয় নেওয়া উচিত?
উত্তর: কোনো বাড়ির বারান্দায় আশ্রয় নেওয়া উচিত।
১২। ঝড়ের সময় ফাঁকা মাঠ দিয়ে যাওয়ার সময় বাজ পড়া শুরু হলে কী করা উচিত?
উত্তর: মাটিতে হাত-পা জড়ো করে ও মাথা নীচু করে বসে পড়া উচিত।
১৩। ভিজে জামা পরলে কী হয়?
উত্তরঃ হাঁচি, গলা খুশখুশ, নাকে জল প্রভৃতি কষ্ট হয়।
নৈর্ব্যক্তিক
শূন্যস্থান সঠিক শব্দ বসাও :
১। খানিক পরে----------------------- পড়া বন্ধ হলো।
উত্তরঃ বাজ
২। শহরের রাস্তা পার হতে হয় --------------------- দিয়ে।
উত্তরঃ জেব্রা ক্রসিং
৩। ---------------------- বাইকে চাপলে হেলমেট পরে নেয়।
উত্তরঃ মোটর
8। ---------------------- থাকলে তার ওপর দিয়েই হাঁটে।
উত্তরঃ ফুটপাথ
৫। বন্ধুর জামা ওদের একটু ----------------হলো।
উত্তরঃ ঢিলে
সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
১। কুমকুম সব নিয়ম মেনে (পথে/বাগানে) চলে।
উত্তরঃ পথে
২। (শহরের/গ্রামের) রাস্তা পেরোেয় জেব্রা ক্রসিং দিয়ে।
উত্তরঃ শহরের
৩। চলন্ত গাড়ি থেকে (লাফিয়ে/ দৌড়ে) নামে না।
উত্তরঃ লাফিয়ে
৪। কুমকুম শুনেছে উঁচু গাছে (বাজ/বোম) পড়ে।
উত্তরঃ বাজ
৫। তবু ওরা তার (থেকে/কাছে) জামা নিয়ে পড়ল।
উত্তরঃ থেকে
অতি সংক্ষিপ্ত প্রশ্ন (Very Short Questions)
১। আনাজ কাটার আগে কী করা উচিত?
উত্তর: আনাজ ধুয়ে নেওয়া উচিত।
২। নখ কাটার আগে কী করা উচিত?
উত্তর: নখকে ভিজিয়ে নরম করে নেওয়া উচিত।
৩। কোদাল দিয়ে কী করা হয়?
উত্তর: বাগানের মাঠে মাটি কোপানো হয়।
৪। দরজার পাল্লার চাপে কার ল্যাজ কেটে যেতে পারে?
উত্তর: টিকটিকির ল্যাজ কেটে যেতে পারে।
৫। দরজা বন্ধ করার সময় কী খেয়াল রাখতে হবে?
উত্তর: যাতে দরজার চাপটা অন্য হাতে যেন না পড়ে-এই ব্যাপারে খেয়াল রাখতে হবে।।
নৈর্ব্যক্তিক
শূন্যস্থান সঠিক শব্দ বসাও :
১। ব্লেড দিয়ে-----------------কাটা হয়।
উত্তরঃ নখ
২। নখগুলিকে-----------------কাটা উচিত।
উত্তরঃ ভিজিয়ে
৩। আনাজ আগে ধুয়ে তবে ----------------------উচিত।
উত্তরঃ কাটা
৪। কোদাল দিয়ে বাগানে--------------------- কোপানো হয়।
উত্তরঃ মাটি
৫। একটা টিকটিকির------------------------ কেটে গেল। দরজার পাল্লার চাপে |
উত্তরঃ ল্যাজ।
সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:
১। বঁটির (ধারালো/কাঠের) দিকটা দেয়ালের দিকে করে রাখতে হয়। *
উত্তরঃ ধারালো
২। নখ (ভিজিয়ে/শুকনো) কাটা উচিত।
উত্তরঃ ভিজিয়ে
৩। নখ আর চামড়ার খানিকটা (ভেঙে/কেটে) গিয়েছিল।
উত্তরঃ কেটে
৪। টুকুনের একটি ছোট্ট (কোদাল/বাগান) আছে।
উত্তরঃ কোদাল
৫। দরজা-জানালা (বন্ধ করতে/খুলতে) সময় টুকুন খুব সাবধানী।
উত্তরঃ, বন্ধ করতে
ঠিক বাক্যের পাশে '' ও ভুল বাক্যের পাশে 'x' চিহ্ন দাও। প্রশ্নমান-১
১। আমরা নখ কাটি কোদাল দিয়ে। (x)
২। বঁটিতে সবজি কাটার কোনো ঝুঁকি নেই।(x)
৩। ব্লেডে চামড়া কেটে যেতে পারে।(x)
৪। কোদাল পায়ে পড়লে ক্ষতি হয় না।(√)
৫। দরজা-জানালা বন্ধ করতে সাবধানতা প্রয়োজন।(√)
অতি সংক্ষিপ্ত প্রশ্ন (Very Short Question answer)
১। ইলেকট্রিকের সুইচে হাত দেওয়ার আগে কী করা উচিত? |
উত্তর: সবসময় হাত মুছে নেওয়া উচিত।
২। হাতে জল থাকলে কী হতে পারে?
উত্তরঃ শক লাগতে পারে।
৩। কী করার পর ইস্ত্রি ছোঁয়া উচিত?
উত্তরঃ সুইচ অফ করার পর ইস্ত্রি ছোঁয়া উচিত।
৪। ইস্ত্রি খারাপ থাকলে কী লাগতে পারে?
উত্তরঃ শক লাগতে পারে।
৫। প্লাগ খারাপ হলে কী দিয়ে দেখা উচিত?
উত্তর: টেস্টার দিয়ে দেখা উচিত।
৬। মোমবাতি জ্বালানোর জন্য দেশলাইয়ের শিখাটা কোথায় ধরতে হবে?
উত্তরঃ মোমবাতির পলতের কাছে ধরতে হবে।
৭। মোমবাতির তলায় দেশলাই কাঠির শিখা ধরলে কী হবে?
উত্তরঃ মোম গলে, গরম মোেম হাতে পড়বে।
৮। গ্যাসের উনুনের নব কখন ঘোরানো উচিত?
উত্তরঃ দেশলাই কাঠি জ্বালিয়ে গ্যাসের উনুনের নব ঘোরানো উচিত।
৯। বাড়ির বাইরে গেলে পায়ে কী পরে যাওয়া উচিত?
উত্তরঃ চটি বা জুতো।
১০। কুমকুম একবার বাইরে খালি পায়ে বেরোনোর ফলে কী হয়েছিল?
উত্তরঃ পায়ে জং-ধরা পেরেক ফুটেছিল।
১১। বাইরে থেকে বাড়ি ফিরে কী করা উচিত?
উত্তরঃ ভালো করে হাত-পা ধুয়ে নেওয়া উচিত।
সংক্ষিপ্ত প্রশ্ন (Short Questions)
১। ইলেকট্রিকের সুইচে হাত দেওয়ার জন্য কী সাবধানতার দরকার?
উত্তর: ইলেকট্রিকের সুইচে হাত দেওয়ার আগে হাতকে ভালোভাবে মুছে নিতে হবে। যাতে কোনোভাবে জল লেগে না থাকে। জল থাকলে শক লাগতে পারে।
২। ইস্ত্রি কীভাবে ব্যবহার করা উচিত?
উত্তর: ইস্ত্রি ব্যবহারের সময় সুইচ অফ না করে ইস্ত্রিকে কোনোভাবে ছোঁয়া উচিত নয়। তা না হলে শক লাগতে পারে। ইস্ত্রি খারাপ থাকলেও শক লাগতে পারে। তাই ইস্ত্রি ঠিক করে ব্যবহার করা উচিত।
৩। প্লাগের গোলমাল কীভাবে বোঝার চেষ্টা করা উচিত?
উত্তরঃ প্লাগের গোলমাল টেস্টার দিয়ে বোঝার চেষ্টা করা উচিত।তা না হলে শক খাওয়ার সম্ভাবনা থেকে যায়।
৪। মোমবাতি কীভাবে জ্বালাতে হয়?
উত্তরঃ এক হাতে মোমবাতি ধরতে হয় আর অন্য হাতে জ্বলন্ত দেশলাইয়ের কাঠি। এরপর জ্বলন্ত দেশলাই কাঠিটাকে মোমবাতির পলতের কাছে ধরতে হবে। যদি মোমবাতি গায়ের নীচে ধরা হয় তবে মোম গলে গরম মোম হাতে পড়বে।
৫। খালি পায়ে বাড়ির বাইরে বেরোলে কী বিপদ হতে পারে?
উত্তরঃ পায়ে জং-ধরা পেরেক ফুটে যেতে পারে এবং তার ফলে স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে।
নৈর্ব্যক্তিক
শূন্যস্থান পূরণ করো :
১। থাকলে শক লাগতে পারে।
উত্তরঃ জল
২। একবার একটা কাজ করছিল না।
উত্তরঃ প্লাগ
৩। কাজ না করলে টেস্টার দিয়ে দেখা উচিত ।
উত্তরঃ প্লাগ
0 Comments