১.১ প্রথমে পৃথিবীতে কী ছিল?
উত্তরঃ প্রথমে পৃথিবী ছিল জলে পূর্ণ।
১.২ মাথার ওপর কী ছিল?
উত্তরঃ মাথার ওপর সূর্য ছিল।
১.৩ সূর্য কেমন ছিল?
উত্তরঃ সূর্য ছিল আগুন রাঙা ও প্রচণ্ড তেজী।
১.৪ প্রাণের সাড়া প্রথম কোথায় পড়ল?
উত্তরঃ প্রাণের সাড়া পড়ল ওই জলের ধারার মধ্যেই।
১.৫ প্রথমে কিসের মধ্যে প্রাণসঞ্চার হল?
উত্তরঃ প্রথমে শ্যাওলার মধ্যে প্রাণের সঞ্চার হল।
১.৬ রূপকথা কী?
উত্তর: রূপকথা একপ্রকার কাল্পনিক কাহিনি।
১.৭ গাছের কথা পড়তে পড়তে কী হবে?
উত্তর: গাছের কথা পড়তে পড়তে গর্ব হবে।
১.৮ কেউ কী বলবে?
উত্তর: কেউ একশোটা নয়, অনেক অনেক গাছ বসাবার কথা বলবে।