অধ্যায় - ১৭

 সাথি

    👉Paid  Answer (For Membership User)

    👉Download Books PDF


১। একটি বাক্যে উত্তর:

১.১ তালগাছ কোথায় একলা বাড়ল?


উত্তরঃ তালগাছ তেপান্তরের মাঠে একলা বাড়ল।


১.২ ঘন নীল ছায়ার মতো কাদের দেখা যায়?


উত্তরঃ মাঠ ঘেরা বন, লতাপাতার গলাগলি অবস্থান দূর থেকে ঘন নীল ছায়ার মতো দেখা যায়।


১.৩ মাঠের চেয়ে বড়ো কে?


উত্তরঃ মাঠের চেয়ে বড়ো আকাশ।


১.৪ হাওয়ার সঙ্গে কে আসে?


উত্তরঃ হাওয়ার সঙ্গে শরতের মেঘের সাথি হয়ে আসে বলাকার দল।


১.৫ ঝড়ের সঙ্গে কে কে আসে?


উত্তর: ঝড়ের সঙ্গে আসে আঁধি আর বৃষ্টি।


১.৬ শরতের মেঘের সাথি কে?


উত্তর: শরতের মেঘের সাথি হয়ে চলে বলাকার দল।


১.৭ তালগাছ কেন বৃথা আঁকুপাঁকু করে?


উত্তর: সঙ্গীহীন তাল গাছ বৃথা আঁকুপাঁকু করে। কারণ তার কোনো সাথি জোটে না। সবার সঙ্গে সে চলতে চায়, কিন্তু কেউ তার কাছে আসে না।


১.৮ তালগাছের কাছে কারা যাওয়া আসা করতে লাগল?


উত্তরঃ তালগাছের কাছে দুটো বাবুই পাখি যাওয়া আসা করতে লাগল।


১.৯ বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধল?


উত্তরঃ তালগাছের প্রাণ যেখানে ঝিলমিল করে সেইখানে বাবুইপাখিরা সুন্দর বাসা বাঁধল।


১.১০ তালগাছ চুপ করে ভাবে কেন?


উত্তর: শূন্য বাসা নিয়ে তালগাছ চুপ করে বসে বসে ভাবে আবার কবে সে সাথি পাবে।


২। উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও :


২.১ চারদিকে. (ধুধু/হুহু) করছে।


উত্তরঃ চারদিকে ধু ধু করছে।


২.২ সেখানে লতাপাতা সব গলাগলি) করে আছে। (দলাদলি/


উত্তরঃ সেখানে লতাপাতা সব গলাগলি করে আছে।


২.৩ সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি কিলবিল) করছে। (ঝিলমিল/


উত্তর: সেখানে তার সব ঘেঁষাঘেঁষি ঝিলমিল করছে।


২.৪ তারা দুটিতে মিছিমিছি কত কীবকাবকি) করে (হাঁকাহাঁকি/ (গিরিবালা সরকার বালিকা বিদ্যালয়)


উত্তর: তারা দুটিতে মিছিমিছি কত কী বকাবকি করে।


২.৫ মাঠের থেকে. বাসা বাঁধে। -(এঁটোকাঁটা/কুটোকাটা) নিয়ে (দমদম মতিঝিল গার্লস স্কুল)


উত্তর: মাঠের থেকে কুটোকাটা নিয়ে বাসা বাঁধে।