অধ্যায় - ২৮
পানতা বুড়ি
👉Paid Answer (For Membership User)
👉Download Books PDF
১। এককথায় উত্তর দাও:
১.১ পানতাবুড়ির নাম অমন হল কেন?
উত্তরঃ সারাদিন
পানতা ভাত খেত বলে বুড়ির নাম হয়ে গেল পানতাবুড়ি।
১.২
পানতাবুড়ির দিন চলত কেমন করে?
উত্তরঃ পানতাবুড়ির
দিন চলত ভিক্ষা করে।
১.৩
পানতাবুড়ি কার জ্বালায় অস্থির?
উত্তরঃ পানতাবুড়ি
চোরের জ্বালায় অস্থির হয়ে উঠেছিল।
১.৪ অস্থির
হয়ে পানতাবুড়ি কী করতে চলল?
উত্তরঃ চোরের
অত্যাচারে অস্থির হয়ে পানতাবুড়ি রাজার কাছে নালিশ করতে চলল।
১.৫
রাস্তায় প্রথমে তার সঙ্গে কার দেখা হল?
উত্তর: পানতাবুড়ি
রাজার বাড়ি যাওয়ার পথে প্রথম দেখা পেল একটা বেলের।
১.৬ কিছুটা
দূরে গিয়ে পানতাবুড়ির সঙ্গে কার দেখা হল?
উত্তর: কিছুটা
অগ্রসর হতে পানতাবুড়ির সঙ্গে দেখা হল একটা শিঙি মাছের।
১.৭ সূচ
বুড়িকে কী বলেছিল?
উত্তর: সূচ
পান্তাবুড়িকে বলেছিল বাড়ি ফেরার পথে বুড়ি যেন তাকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে যায়।
১.৮ ক্রমে
বুড়ির মাথা গরম হয়ে উঠল কেন?
উত্তরঃ অনেকটা
পথ হাঁটতে হাঁটতে আর ক্রমাগত নানাজনের কাছে কোথায় যাচ্ছি বলতে বলতে ক্রমে
পানতাবুড়ির মাথা গরম হয়ে উঠল।
১.৯ বিরক্ত
হয়ে বুড়ি কাকে কী বলেছিল?
উত্তরঃ বিরক্ত
হয়ে পানতাবুড়ি ছুরিটাকে বলেছিল,
সে যেখানেই। থাক না কেন, তাতে তার (ছুরির) কী।
১.১০
রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি কী দেখল?
উত্তরঃ রাজবাড়ির
কাছে গিয়ে বুড়ি দেখল পথের ধারে একটা কুমির পড়ে আছে।
১.১১ বুড়ি
রাজবাড়িতে কখন পৌঁছোল?
উত্তর: বুড়ি
রাজবাড়িতে গিয়ে যখন পৌঁছোল তখন বেলা প্রায় শেষ হয়ে গিয়েছিল।
১.১২ বুড়ির
আর নালিশ করা হল না কেন?
উত্তরঃ বুড়ি
রাজবাড়িতে পৌঁছে শুনল রাজা সেদিন গেছেন শিকারে। রাজবাড়িতে অনুপস্থিত রাজা। তাই
রাজা না থাকায় বুড়ির আর নালিশ করা হল না।
১.১৩
ফিরবার পথে সে কী কী নিয়ে এল?
উত্তরঃ রাজবাড়ি
থেকে ফেরবার পথে বুড়ি পথে দেখা কুমির, ছুরি, সূচ, শিঙি মাছ ও বেল নিয়ে এল।
১.১৪ শিঙি
মাছ কী বলল?
উত্তরঃ শিঙি মাছ
বুড়িকে বলল যে তাকে পানতার হাঁড়িতে রাখতে।
১.১৫ পানতা
শব্দটির অর্থ লেখো।
উত্তরঃ পানতা
শব্দের অর্থ, জল দেওয়া
ভাত।
১.১৬ বেল
কী বলল?
উত্তরঃ বেল
বুড়িকে তাকে আগুনের ভিতরে রাখার কথা বলল।
১.১৭ সূচকে
কোথায় রাখা হল?
উত্তরঃ সূচকে
দেয়ালে পুঁতে রাখা হল।
১.১৮ ছুরি
কোথায় গোঁজা ছিল?
উত্তর: ছুরি
উঠোনের ঘাসে গোঁজা ছিল।
১.১৯ কুমির
কোথায় ছিল?
উত্তরঃ কুমিরকে
পুকুরের ঘাটে বেঁধে রাখা হল।
১.২০ কাকে
বেঁধে রাজার কাছে হাজির করানো হল?
উত্তরঃ চোরকে
বেঁধে রাজার কাছে হাজির করা হল।
২। ঠিক
শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো:
২.১. একবার
গায়ে এক এসে হাজির হল। (চোর/ডাকাত/সন্ন্যাসী)
উত্তরঃ একবার
গাঁয়ে এক চোর এসে হাজির হল।
২.২ বুড়ি
বলল চোর তার পিঠে) খেয়েছে। (পানতা/পায়েস/
উত্তরঃ বুড়ি বলল
চোর তার পানতা খেয়েছে।
২.৩ কিছু
দূর গিয়ে বুড়ি দেখল, একটা
মাছ/বুই মাছ/কাতলা মাছ)। (শিঙি
উত্তরঃ কিছুদূর
গিয়ে বুড়ি দেখল, একটা
শিঙি মাছ।
২.৪ সেদিন
রাজা গিয়েছিল বেড়াতে/যুদ্ধে)। (শিকারে/
উত্তরঃ সেদিন
রাজা গিয়েছিল শিকারে।
২.৫
(কুমির/সূচ/শিঙি মাছ) চিৎকার করে বলল, ও বুড়ি তোর চোর ধরেছি।
উত্তর: কুমির
চিৎকার করে বলল, ও বুড়ি
তোর চোর ধরেছি।
Paid Answer (For Membership User)
Editing By- Lipi Medhi