বনভোজন


Very Short Question Answer


১. তাঁর দুটি কবিতার বইয়ের নাম লেখো।

উ: তাঁর লেখা দুটি কবিতার বই হল- হাস্নাহেনা, সাহারা

 

২. কবিতাটিতে কারা খেলতে এসেছিল?

উ: কবিতাটিতে নুরু, পুষি, আয়েষা, শফি এরা খেলতে এসেছিল


৩. 'বাগিচা' শব্দের অর্থ কী?

উ: 'বাগিচা' বলতে বাগান বোঝায়


৪. রান্নার জন্য তারা কী কী সঙ্গে এনেছিল?

উ: রান্নার জন্য তারা আমের গুটি, নারকেল মালার হাঁড়ি, রঙিন খুরি, ছোটো বঁটি এবং ছুরির মতো জিনিস এনেছিল


৫. কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজে ছিল?

উ: কবিতায় নূরু নামের মেয়েটি মিছিমিছি গিন্নি সেজেছিল

 

৬. মিছিমিছি কী কী খাবার রাঁধা হয়েছিল?

উঃ ধুলোবালির কোর্মা, পোলাও, কাদার পিঠে, ভাত প্রভৃতি জিনিস মিছিমিছি রাঁধা হয়েছিল


৭. কবিতায় ওদের খেলার মাঝে কে এসে পড়েছিল?

উ: কবিতায় ওদের খেলার মাঝে কথক এসে পড়েছিলেন

 

Fill in The Blanks

 

১. —--------মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম

উ: বোশেখ


২. নারিকেলের মালার —----------কেউ এনেছে দুটি

উ: হাঁড়ি


৩. কেউ এনেছে ছোটো, বঁটি, কেউ এনেছে—------------

উ: ছুরি


৪. বসে গেছে সবাই আজি —---------- আয়োজনে

উ: বিপুল


৫. এমন সময় হঠাৎ —---------- পড়েছি যেই এসে

উ: আমি

 

Long Question Answer

 

১. বৈশাখ মাসের দুপুরে নূরু, পুষি, আয়েষা, শফিরা মিছিমিছি রান্নাবাটি খেলা খেলছিল। তুমি গরমের ছুটিতে দুপুরবেলাগুলো কেমন করে কাটাও সে বিষয়ে লেখো। 

উ: বৈশাখ মাসে আমাদের সাধারণত মর্নিং স্কুল হয়। স্কুল থেকে ফিরে আসার পর খাওয়া দাওয়া সেরে আমি ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে ওঠার পর আমি 'ঠাকুমার ঝুলি' নিয়ে বসি। কখনও কখনও রং তুলি নিয়ে বসি আঁকার চেষ্টা করি প্রকৃতির নানা দৃশ্য

 

২. বন্ধুদের সঙ্গে কখনও বনভোজনে গিয়ে থাকলে সেই অভিজ্ঞতার কথা কয়েকটি বাক্যে লেখো

উ: গতবছর শীতে স্কুল থেকে আমরা বনভোজনে গিয়েছিলাম। বাসে যেতে যেতে বেশ মজা করছিলাম। পথে কিনেছিলাম একটা বাঁশি। সেটা সবসময় বাজাচ্ছিলাম। আমাদের বাস গিয়ে থামল দামোদরের চরে। হই হই করে সবাই নেমে পড়লাম। তারপর রান্না শুরু হল। রান্নার গন্ধ শুঁকতে শুঁকতে আমরা ফুটবল খেলছিলাম। অনেকক্ষণ খেলার পর দুপুরে সবাই খেতে বসলাম। ভাত, ডাল, আলুভাজা, মাংস, চাটনি- খুব তৃপ্তি করে খেলাম। এক প্রস্থ ঘোরাঘুরির পর আমরা সকলে বাসে চেপে ঘুরে এলাম। সেদিনের মজা আমার সারা জীবন মনে থাকবে

 

    👉Paid Answer (90% Common)

Editing By- Lipi Medhi