অধ্য়ায় - ২৩

মিষ্টি

    👉Text Book PDF
    👉MCQ Online Exam
    👉MCQ Answer
    👉Paid Answer (For Membership User 


১। শূন্যস্থান পূরণ করো:

১.১ মোহনের স্বভাবটা ছিল ভারি

উত্তরঃ মোহনের স্বভাবটা ছিল ভারি লাজুক

১.২ স্কুলে একদিন এলেন 

উত্তর: স্কুলে একদিন এলেন ইনস্পেক্টর

১.৩ ইনস্পেক্টরের নাম ছিল 

উত্তরঃ ইনস্পেক্টরের নাম ছিল মিস্টার গাইল্স

১.৪ মোহন টি বানান লিখল

উত্তরঃ মোহন চারটি বানান লিখল

১.৫ মাস্টারমশায়ের উচিত ছিল বন্ধ করা

উত্তরঃ মাস্টারমশায়ের উচিত ছিল টোকাটুকি বন্ধ করা

১.৬ গান্ধিজি দক্ষিণ আফ্রিকার ফিনিক্স-এ একটি আশ্রম স্থাপন করেন

উত্তরঃ মাস্টারমশায়ের উচিত ছিল টোকাটুকি বন্ধ করা

১.৭ বাপুজির ভাইবোন ছিল কোটি

উত্তরঃ বাপুজির ভাইবোন ছিল চল্লিশ কোটি

১.৮ বুড়ি গান্ধিজিকে একটি দিল

উত্তরঃ বুড়ি গান্ধিজিকে একটি আধলা পয়সা দিল

১.৯ গান্ধিজি _-এর জন্য অর্থ সংগ্রহ করছিলেন

উত্তরঃ গান্ধিজি চরকা সংঘ-এর জন্য অর্থ সংগ্রহ করেছিলেন


১.১০ চরকা সংঘের হিসাব রাখতেন

উত্তর: চরকা সংঘের হিসাব রাখতেন শেঠ যমুনালাল বাজাজ

১.১১ আধলাটা -- এ জমা করতে চেয়েছিলেন যমুনালাল

উত্তর: আধলাটা তহবিল-এ জমা করতে চেয়েছিলেন যমুনালাল

১.১২ বাপুর পরিবার হল সারা

উত্তরঃ বাপুর পরিবার হল সারা দেশ

 

 


Paid Answer (For Membership User)

Editing By:- Lipi Medhi