অধ্যায়  ১৩


আজি দখিন-দুয়ার খোলা


সংযোজিত প্রশ্ন

    👉Paid Answer (For Membership User)

    👉Download Books PDF


একটি বাক্যে উত্তর দাও:


১. আজ কী খোলা আছে?


উত্তর: আজ দখিন-দুয়ার খোলা আছে।


২. কাকে আসতে বলা হচ্ছে?


উত্তর: বসন্তকে আসতে বলা হচ্ছে।


৩. কেমন রথে বসন্ত আসবে?


উত্তর: নতুন শ্যামল শোভন রথে বসন্ত আসবে।


৪. কোন্ পথে বসন্ত আসবে?


উত্তর: বকুল বিছানো পথে বসন্ত আসবে।


৫. বসন্ত কী মেখে আসবে?


উত্তর: বসন্ত পিয়াল ফুলের রেণু মেখে আসবে।


৬. কোন্ দেশে বসন্তকে আসতে বলা হয়েছে?


উত্তর: পাগল হাওয়ার দেশে বসন্তকে আসতে বলা হয়েছে।


সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:


১. দিব হৃদয়দোলায় দোলা”-এ কথা বলার কারণ কী?


উত্তর:  কবি রবীন্দ্রনাথ ঠাকুর 'আজি দখিন দুয়ার খোলা' নামাঙ্কিত গানে বসন্তকে দেখেছেন যৌবনের প্রতীক হিসেবে। বসন্ত হৃদয়ে দোলা দেয়। ভালোলাগার অনুভূতি জাগায়। বসন্তের কাজ হল হৃদয়ে ভালোবাসার স্পন্দন জাগানো তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বসন্তআসে হৃদয় রূপ দোলায় দোলা দিয়ে।


২. "এসো বাজায়ে ব্যাকুল বেণু'-উক্তিটির তাৎপর্য লেখো।


উত্তর:  বসন্ত প্রাণের বার্তা নিয়ে হাজির হয়। যখন দখিনা বাতাস প্রবাহিত হয়, তখন বোঝা যায় বসন্ত সগর্বে উপস্থিত হতে চলেছে। শ্যামল-শোভন রথে চড়ে বকুল-বিছানো পথ ধরে বসন্ত আসে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বসন্তকে আসতে বলেছেন ব্যাকুল বাঁশি বাজিয়ে।


৩. কবি বসন্তকে কীভাবে আহ্বান করেছেন?


উত্তর:  বসন্ত হল ঋতুরাজ। তাঁর আগমনে প্রকৃতির বুকে দেখা যায় নানা পরিবর্তন। কবি দক্ষিণের দরজা খুলে বসন্তকে আহ্বান করেছেন। তিনি বলেছেন বকুল বিছানো পথ ধরে বসন্ত আসুক। বাঁশির সুরে পেয়াল ফুলের রেণু মেখে মৃদু-মন্দ বাতাসের সঙ্গে আবির্ভাব ঘটুক বসন্তের। তিনি বসন্তকে দেখতে চেয়েছেন ঘনপল্লব পুঞ্জে, বনমল্লিকা কুঞ্জে। পাগলা হাওয়ার দেখে বসন্ত তার উতলা উত্তরীয় আকাশে উড়িয়ে দিক-কবি এমনটাই প্রার্থনা করেছেন। তাই তিনি লিখেছেন, 'তোমার উতলা উত্তরীয় তুমি আকাশে উড়ায়ে দিয়ো।'


৪. "আজি দখিনদুয়ার খোলা" গানটিতে কবি বসন্তকে কেন আহ্বান করেছেন?


উত্তর: রবীন্দ্রনাথের অনেকগুলি গান ঋতু পর্যায়ের। তার মধ্যে বর্ষা ও বসন্তের গান বেশি। বসন্ত প্রাণের ঋতু। যৌবনের ঋতু। বসন্তের আগমনে কবির হৃদয় দোলায়িত হয়। চারিদিকে প্রস্ফুটিত হয় বকুল, পিয়াল, বনমল্লিকা। ফুলের গন্ধে বাতাস আকুল হয়। প্রকৃতির বুকে দেখা যায় অদ্ভুত প্রাণের খেলা। কবি প্রার্থনা করেছেন-


এসো বাজায়ে ব্যাকুল বেণু মেখে পিয়ালফুলের রেণু।


এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো।।


বসন্তকে এভাবে আপন করে, আকুল স্বরে আর কোনো কবি আহ্বান করেননি।





Paid Answer ( For Membership User)


Editing By:- Lipi Medhi


উপরের প্রশ্নগুলোর উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন।