Chapter 5
মাতৃভাষা
১. 'লাল আকাশে' বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর: কবি কেদারনাথ সিং 'লাল আকাশে' বলতে দিনের শেষে অস্তগামী সূর্যের প্রভাবে আকাশ রক্তিম হয়ে ওঠাকে বুঝিয়েছেন।
২. 'কাঠে ফেরে' কথাটির অর্থ কী?
উত্তর: কবি কেদারনাথ সিং 'মাতৃভাষা' কবিতায় বলেছেন, কাঠঠোকরা পাখি গাছের গায়ে গর্ত তৈরি করে থাকার ব্যবস্থা করে। সারাদিন ধরে সে খাদ্য সংগ্রহ করে। তারপর দিনের শেষে বাসায় ফিরে আসে। এখানে বাসায় ফেরা বোঝাতে কবি 'কাঠে ফেরা' বলেছেন।
৩. 'আমি তোমারই ভিতরে ফিরি'-এই কথার মধ্যে কবি ঠিক কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: আলোচ্য এই অংশে কবি কেদারনাথ সিং মাতৃভাষার কথা উল্লেখ করেছেন, মাতৃভাষায় কথা বলার যে আনন্দ তার সঙ্গে আর কারও তুলনা চলে না। বিভিন্ন ভাষায় ভাব বিনিময় চলে ঠিকই কিন্তু মনের আনন্দ পাওয়া যায় না। বরং, নিজের কথাগুলি গুছিয়ে বলতে না পারার যন্ত্রণা থেকেই যায়। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে কবি মাতৃভাষার কাছে ফিরে আসেন।
৪. 'আমার আত্মা দুঃখ হয়ে ওঠে'-একথা বলার অর্থ কী ?
উত্তর: কবি কেদারনাথ সিং 'মাতৃভাষা' কবিতায় মাতৃভাষার প্রতি তাঁর গভীর শ্রদ্ধা উচ্চারণ করেছেন। কবি জানিয়েছেন, মাতৃভাষায় কথা বলতে না পারলে তাঁর মন ব্যথিত হয়, তাঁর আত্মা ভারাক্রান্ত হয়ে ওঠে।
৫. 'মাতৃভাষা' কবিতায় কবি মাতৃভাষার কাছে ফিরে আসাকে কোন্ কোন্ বিষয়ের সাহায্যে চিহ্নিত করেছেন?
উত্তর : 'মাতৃভাষা' কবিতায় কেদারনাথ সিং মাতৃভাষার কাছে ফিরে আসাকে নিম্নলিখিতভাবে স্পষ্ট করেছেন-
১. পিঁপড়ের তার গর্তে ফিরে আসা।
২. কাঠঠোকরা পাখির বাসায় ফিরে আসা।
৩. বায়ুযানের বিমান বন্দরে প্রত্যাবর্তন করা।এইসব ঘটনার সাহায্যে কবি মাতৃভাষার কাছে তাঁর ফিরে আসার ঘটনারে উপস্থাপন করেছেন।
২. রেখাঙ্কিত পদগুলির কারক-বিভক্তি নির্ণয় করো।
১. পিঁপড়ে যেভাবে ফেরে নিজের গর্তে।
উত্তর: অধিকরণ কারকে 'এ' বিভক্তি।
২. বায়ুযান একে একে ফিরে আসে।
উত্তর: কর্তৃকারকে 'শূন্য' বিভক্তি।
৩. নীল আকাশে ডানা মেলে।
উত্তর: কর্মকারকে 'শূন্য' বিভক্তি।
৪. ও আমার ভাষা।
উত্তর: অকারক সম্বোধন পদে 'শূন্য' বিভক্তি।
Paid Answer (For Membership User)
উপরের প্রশ্নগুলোর উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন।
Editing By:- Lipi Medhi
1. উত্তরহীন প্রশ্ন ও উত্তর সেখানে দেখা যাবে
2 বিনামূল্যে উত্তর পান থেকে এটি প্রয়োগ করুন