Chapter 16

 গাঁয়ের বধূ

---------------


১। নীচের প্রশ্নগুলির এককথায় উত্তর দাও :


১.১। 'গাঁয়ের বধূ' গানে গীতিকার কার গান শোনাতে চেয়েছেন?

উত্তর : গীতিকার সলিল চৌধুরী কোনো এক গ্রামের বধূর কথা শোনাতে চেয়েছেন।


১.২। 'রূপকথা নয় সে নয়'-কোন্ বিষয়কে রূপকথা বলা হয়নি?

উত্তর : কোনো এক গাঁয়ের বধূর যে কথা সলিল চৌধুরী শুনিয়েছেন তা রূপকথা নয়; বাস্তব জীবনের কথা।


১.৩। দিনের শেষে কে ফিরে আসত?

উত্তর : দিনের শেষে কিষাণ অর্থাৎ কৃষক ঘরে ফিরে আসত।

১.৪। কৃষক বাড়িতে ফিরে কীসের পিঁড়িতে বসত?

উত্তর : কৃষক বাড়িতে ফিরে এসে আম-কাঁঠালের তৈরি পিঁড়িতে বসত।


১.৫। গাঁয়ের বধূর শঙ্খধ্বনিতে কে আসতেন?

উত্তর: গাঁয়ের বধূর শঙ্খধ্বনিতে স্বয়ং লক্ষ্মীদেবী আসতেন।

১.৬। অনাহারের বেশ ধরে সেই গ্রামে কে এসেছিল?

উত্তর: অনাহারের বেশ ধরে সেই গ্রামে এসেছিল শমন বা মৃত্যুর দেবতা, যম।


২। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :


২.১। 'কাহিনি শোনাই শোনো'- কোন্ কাহিনি?

উত্তর: সলিল চৌধুরীর 'গাঁয়ের বধূ' গানে এক গাঁয়ের গৃহবধূর কথা শুনিয়েছেন গীতিকার। সেকথা কোনো রূপকথা নয়। জীবনের মধুমাসের কুসুম-ছিঁড়ে মালা গাঁথার কথা তিনি শুনিয়েছেন। সে কাহিনি ছিল শিশির ভেজা কোনো এক দিনের কাহিনি।


২.২। 'সেই কাহিনি শোনাই শোনো'- এখানে যে কাহিনির কথা গীতিকার শুনিয়েছেন তা নিজের ভাষায় লেখো।

উত্তর: গীতিকার সলিল চৌধুরী তার লেখা 'গাঁয়ের বধূ' গানে এক কৃষক বধূর জীবনের স্বপ্ন-আশা-আকাঙ্ক্ষার দিনগুলি কীভাবে অতিবাহিত হয়েছিল তার অপূর্ব ব্যাখ্যা দিয়েছেন। সেই কৃষক বধূর মধুমাস কেটেছিল কত স্বপ্নের মালা গেঁথে। সেই দিনগুলি কোনো রূপকথার গল্পের মতো নয়। বরং তাদের সেই ভালোবাসার দিনগুলিতে দেখা যেত চারিদিকে সুখের শিহরণ। দিনের শেষে কিষাণ বাড়ি ফিরে আসত। সন্ধ্যাবেলা আদর করে তাকে পিঁড়িতে বসাত এবং কত গল্প শোনাতো কিষাণি। সেই জীবনের স্মৃতিমধুর দিনগুলির কথা এখানে বলা হয়েছে।


২.৩। 'হায়রে কখন এল শমন'- 'শমন' শব্দটির অর্থ লেখো। কীভাবে সেই শমন এসেছিল তা নিজের ভাষায় লেখো।

উত্তর: উত্তরের প্রথমাংশ: গীতিকার ও সুরকার সলিল চৌধুরীর 'গাঁয়ের বধূ' গানে 'শমন' কথাটির অর্থ হল 'মৃত্যুদূত'। অনেক সময় মৃত্যুর রাজা যমকে চিহ্নিত করা হয় 'শমন' শব্দে।

উত্তরের দ্বিতীয়াংশ : এখানে সলিল চৌধুরী দেখিয়েছেন দুর্ভিক্ষ, মন্বন্তর, মহামারি, দেশভাগ ইত্যাদি বিষয় গ্রামবাংলার বুকে শমন-এর মতো হাজির হল। ফলে সবুজের সমারোহে ভরা প্রাণবন্ত গ্রামগুলি নিস্তব্ধ নিস্তেল আঁধারে রূপান্তরিত হয়েছিল।



👉Online MCQs Test

👉Download Books PDF

👉Paid Answer (For Membership User)

উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন




Editing By:- Lipi Medhi