(b) বাণিজ্যিক সংস্থা
(c) আর্থিক সংস্থা
(d) রাজনৈতিক সংস্থা
1.2 মাদ্রাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘাঁটি নির্মাণ করে-
(b) 1600 খ্রিস্টাব্দে
(c) 1739 খ্রিস্টাব্দে
(d) 1707 খ্রিস্টাব্দে
উত্তর: (a) 1639 খ্রিস্টাব্দে
(b) মাদ্রাজ
(c) মুসুলিপটনম
(d) সুরাট
উত্তর: (b) মাদ্রাজ
(b) মাদ্রাজ
(c) ব্যাঙ্গালোর
(d) সুরাট
উত্তর: (a) ওটকামুন্দ
(b) ফোর্ট উইলিয়াম
(c) ফোর্ট জর্জ
(d) ফোর্ট সেন্ট পলস
উত্তর: (b) ফোর্ট উইলিয়াম
(b) রবার্ট ক্লাইভ
(c) লর্ড কর্নওয়ালিস
(d) ভ্যান্সিটার্ট
উত্তর: (a) ওয়ারেন হেস্টিংস
(b) স্যার এলিজা ইম্পে
(c) চার্লস গ্রান্ট
(d) স্যার উইলিয়াম কোলভিল
উত্তর: (b) স্যার এলিজা ইম্পে
(b) 1800 খ্রিস্টাব্দে
(c) 1802 খ্রিস্টাব্দে
(d) 1817 খ্রিস্টাব্দে
উত্তর: (b) 1800 খ্রিস্টাব্দে
(b) স্কটিশ চার্চ কলেজ
(c) হিন্দু কলেজ
(d) প্রেসিডেন্সি কলেজ
উত্তর: (a) বিদ্যাসাগর কলেজ
(b) এলিজা ইম্পে
(c) উইলিয়াম জেমস
(d) জেমস রেনেল
উত্তর: (d) জেমস রেনেল
(b) কলকাতা মাদ্রাসা
(c) সংস্কৃত কলেজ
(d) হিন্দু কলেজ
উত্তর: (a) এশিয়াটিক সোসাইটি
(b) উইলিয়াম জোনস
(c) স্যার জন শোর
(d) ড্রিঙ্ক ওয়াটার বেথুন
উত্তর: (b) উইলিয়াম জোনস
(b) দারোগা ব্যবস্থা
(c) ফৌজদারি ব্যবস্থা
(d) সিভিল সার্ভিস
উত্তর: (b) দারোগা ব্যবস্থা
1.14 চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল- (পর্ষদ নমুনা প্রশ্ন)
(b) 1793 খ্রিস্টাব্দে
(c) 1770 খ্রিস্টাব্দে
(d) 1772 খ্রিস্টাব্দে
উত্তর: (b) 1793 খ্রিস্টাব্দে
(b) লর্ড কর্নওয়ালিস
(c) লর্ড ওয়েলেসলি
(d) লর্ড বেন্টিঙ্ক
উত্তর: (b) লর্ড কর্নওয়ালিস
(b) লর্ড কর্নওয়ালিস
(c) লর্ড ওয়েলেসলি
(d) লর্ড বেন্টিঙ্ক
উত্তর: (a) ওয়ারেন হেস্টিংস
(b) আলেকজান্ডার ডাফ
(c) লর্ড কর্নওয়ালিস
(d) রবার্ট ক্লাইভ
উত্তর: (c) লর্ড কর্নওয়ালিস
(a) ওয়ারেন হেস্টিংস
(b) আলেকজান্ডার ডাফ
(c) লর্ড কর্নওয়ালিস
(d) রবার্ট ক্লাইভ
উত্তর: (a) ওয়ারেন হেস্টিংস
1. বেমানান শব্দটি খুঁজে বার করো।
(ক) বোম্বাই, মাদ্রাজ, কলকাতা, বাংলা
উত্তর: বাংলা (কলকাতা বাদে বাকি তিনটি ছিল ব্রিটিশ আমলের প্রেসিডেন্সি)।
(খ) ক্লাইভ, হেস্টিংস, দুপ্লে, কর্নওয়ালিস
উত্তর: দুপ্নে (দুপ্নে ফরাসি প্রতিনিধি, বাকিরা ইংরেজ গভর্নর)
(গ) বাংলা, বিহার, সিন্ধুপ্রদেশ, উড়িষ্যা
উত্তর: সিন্ধুপ্রদেশ (সিন্ধুপ্রদেশ ছাড়া বাকিগুলি বাংলা প্রেসিডেন্সির অংশ)
(ঘ) ডেভিড হেয়ার, উইলিয়াম কেরি, জোনাথন ডানকান, উইলিয়াম পিট
উত্তর: উইলিয়াম পিট (অন্যরা ছিলেন সমাজ সংস্কারক। পিট হলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।
2. নীচের বিবৃতিগুলির কোন্ট্রি ঠিক কোন্টি ভুল বেছে নাও।
(ক) বাংলা প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা | হত।
উত্তর: ভুল।
(খ) বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন জোনাথন ডানকান।
উত্তর: ঠিক।
(গ) উইলিয়াম কেরি ছিলেন শ্রীরামপুরের মিশনারি সোসাইটির সদস্য।
উত্তর: ঠিক।
(ঘ) দশ বছরের ভূমি রাজস্ব ব্যবস্থার জন্য কোম্পানি ইজারাদারি ব্যবস্থা চালু করেছিল।
উত্তর: ভুল।
3. অতিসংক্ষেপে উত্তর দাও (30-40টি শব্দে)
(ক) ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে?
উত্তর: বাণিজ্যিক কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রায় সর্বত্র বাণিজ্যকুঠি নির্মাণ করলেও কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ ছিল এগুলির মধ্যে প্রধান। কলকাতা, বোম্বাই ও মাদ্রাজের নিয়ন্ত্রণে আনা হয় আঞ্চলিক বাণিজ্য কেন্দ্রগুলিকে। এই তিনটিকে প্রেসিডেন্সি বলা হত। ব্রিটিশ কোম্পানির প্রেসিডেন্সি কেন্দ্রিক এই ব্যবস্থাই প্রেসিডেন্সি ব্যবস্থা নামে পরিচিত।
(খ) কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস কী ভূমিকা নিয়েছিলেন?
উত্তর: ভারতে প্রচলিত আইনগুলির অভিন্ন ব্যাখ্যা দেওয়ার প্রচেষ্টা শুরু করেন ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস তাকে পূর্ণতা দেন। কর্নওয়ালিস- (ⅰ) দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের আলাদা ব্যাবস্থা করেন। (ii) জেলা থেকে সদর পর্যন্ত আদালত ব্যবস্থাকে ঢেলে সাজান। (iii) নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার অধিকার দেন। (iv) সব আদালতের প্রধান বিচারপতি হতেন ইউরোপীয়।
(গ) কোম্পানির সিপাহি বাহিনী বলতে কী বোঝো।
উত্তর: ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সেনা নিয়োগ পদ্ধতি অনুসরণ করে এক স্থায়ী সেনাবাহিনী গঠনের উদ্যোগ নেয়। উত্তর ভারতের কৃষকদের কোম্পানির সেনাবাহিনীতে নিয়োগ করা হত। এমনকি তাদের সাধারণ মানুষের থেকে আলাদা করে রাখা হত। সেনা নিয়োগের ক্ষেত্রে কোম্পানি পূর্ব প্রচলিত জাতভিত্তিক ধারণাগুলির বিরোধিতা করেনি। এইসব প্রথা মেনেই গড়ে ওঠে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিপাহি বাহিনী।
(ঘ) কোম্পানির শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেল এর ভূমিকা কী ছিল?
উত্তর: জেমস রেনেল ছিলেন ব্রিটিশ ভারতের জরিপ ও মানচিত্র নির্মাণের জনক ও সার্ভেয়ার জেনারেল। 1764 খ্রিস্টাব্দে তিনি বাংলার নদী পথগুলির জরিপ করার দায়িত্ব পান।
1767 খ্রিস্টাব্দে কোম্পানি রেনেলকে ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসাবে নিয়োগ করে।
নদীপথ জরিপ: বাংলার নদীপথগুলি জরিপ করে রেনেল মোট 16টি মানচিত্র নির্মাণ করেছিলেন। এগুলি ছিল বাংলার নদীপথের প্রথম মানচিত্র।
জমি জরিপ : তাঁর মাধ্যমেই কোম্পানির তরফে জমি জরিপ করা ও তার ভিত্তিতে রাজস্ব নির্ণয় করা বিশেষ গুরুত্ব পায়।
2 ঠিক না ভুল লেখো:
2.1 বাংলা প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হত।
উত্তর: ভুল।
2.2 স্যার এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন।
উত্তর: ঠিক।
2.3 উইলিয়াম কেরি সেন্ট উইলিয়াম কলেজে পড়াতেন।
উত্তর: ঠিক।
2.4 ইংরেজি ভাষা প্রশাসনের ভাষা হিসেবে স্বীকৃত হয় 1835 খ্রিস্টাব্দে।
উত্তর: ভুল।
2.5 উইলিয়াম কেরি ছিলেন শ্রীরামপুর মিশনারির অন্যতম সদস্য।
উত্তর: ঠিক।
2.6 সিন্ধুপ্রদেশ বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল।
উত্তর: ঠিক।
2.7 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়।
উত্তর: ঠিক।
2.8 সুপ্রিমকোর্ট কেবলমাত্র কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল।
উত্তর: ভুল।
2.9 নারীশিক্ষায় উদ্যোগী হয়েছিলেন- বেথুন।
উত্তর: ঠিক।
2.10 মেকলের প্রতিবেদন পেশ হয় 1858 খ্রিস্টাব্দে।
উত্তর: ভুল।
2.11 চার্লস উড ছিলেন বোর্ড অব কন্ট্রোলের সভাপতি।
উত্তর: ঠিক।
2.12 উইলিয়াম পিট ছিলেন গভর্নর জেনারেল।
উত্তর: ভুল।
2.13 বাংলার প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ।
উত্তর: ঠিক।
2.14 প্রথমদিকে কোম্পানির আমলারা দুর্নীতিপরায়ণ ছিল।
উত্তর: ঠিক।
2.15 কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস।
উত্তর: ঠিক।
2.16 আলেকজান্ডার ডাফ ছিলেন শ্রীরামপুর মিশনের সদস্য।
উত্তর: ভুল।
2.17 চার্লস উডের নির্দেশনামা জারি হয় 1854 খ্রিস্টাব্দে।
উত্তর: ঠিক।
2.18 সুপ্রিমকোর্ট স্থাপিত হয় রেগুলেটিং আইন দ্বারা।
উত্তর: ভুল।
2.19 মেকলে মিনিট প্রকাশিত হয় 1835 খ্রিস্টাব্দে।
উত্তর: ঠিক।
2.20 লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।
উত্তর: ঠিক।
3. শূন্যস্থান পূরণ করো :
3.1 (হেস্টিংস/ ক্লাইভ/ কর্নওয়ালিস) পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন।
উত্তর: হেস্টিংস
3.2 (হিন্দু/ বেনারস/ প্রেসিডেন্সি) কলেজ কলকাতায় 1817 খ্রিস্টাব্দে স্থাপিত হয়।
উত্তর: হিন্দু
3.3 ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় (1771/1773/1800) খ্রিস্টাব্দে।
উত্তর: 1800
3.4 তিনটি প্রেসিডেন্সিতে তিনটি আলাদা (পরিষদ/ প্রধানমন্ত্রী/ রাজা) থাকত।
উত্তর: পরিষদ
3.5 দ্বৈতশাসন ব্যাবস্থা তুলে দেওয়া হয় (1772/ 1773/ 1817) খ্রিস্টাব্দে।
উত্তর: 1772
3.6 ভারতে নতুন বিচারব্যাবস্থা চালু হয় (1772/ 1773/ 1765) খ্রিস্টাব্দে।
উত্তর: 1772
3.7 কোম্পানির আমলে ভারতে দেওয়ানি আদালতগুলির প্রধান ছিলেন (ইউরোপীয়/ভারতীয়/আর্মেনীয়) গণ।
উত্তর: ইউরোপীয়গণ
3.৪ অসামরিক শাসনব্যবস্থার প্রধান স্তম্ভ ছিল (আমলাতন্ত্র/ পরিষদ/বিচারবিভাগ)
উত্তর: আমলাতন্ত্র।
3.9 কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন (উইলিয়াম জোন্স/জোনাথন ডানকান/উইলিয়াম কেরি)।
উত্তর: উইলিয়াম জোন্স
3.10 বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ বই (জোনাথান ডানকান/রামমোহন রায়/ডেভিড হেয়ার)-এর অনুবাদ করা আইনের বই।
উত্তর: জোনাথান ডানকান
4 বেমানান শব্দটি খুঁজে বের করো :
4.1 লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিঙ্ক, ওয়ারেন হেস্টিংস, উইলিয়াম পিট, (পর্ষদ নমুনা প্রশ্ন)
উত্তর: উইলিয়াম পিট।
4.2 উইলিয়াম কেরি, আলেকজান্ডার ডাফ, মার্শম্যান, এলিজা ইম্পে। (হুগলি গভঃ হাইস্কল)
উত্তর: এলিজা ইম্পে।
4.3 হিন্দু কলেজ, বেথুন স্কুল, কলকাতা মাদ্রাসা, এশিয়াটিক সোসাইটি। (বাওয়ালী হাইস্কুল)
উত্তর: এশিয়াটিক সোসাইটি।
4.4 বোম্বাই, মাদ্রাজ, বিহার, কলকাতা। (কৃষ্ণনাথ কলেজ স্কুল)
উত্তর: বিহার।
4.5 ডেভিড হেয়ার, উইলিয়াম কেরি, জোনাথান ডানকান, উইলিয়াম পিট। (বারুইপুর হাইস্কুল)
উত্তর: উইলিয়াম পিট।
4.6 কলকাতা, বোম্বাই, মাদ্রাজ, মসুলিপটনম।
উত্তর: কলকাতা।
4.7 জোনাথান ডানকান, উইলিয়াম কেরি, মেকলে, উইলিয়াম জোনস।
উত্তর: মেকলে
4.8 দারোগা, চৌকিদার, ম্যাজিস্ট্রেট, সিপাহি।
উত্তর: ম্যাজিস্ট্রেট।
4.9 আলেকজান্ডার ডাফ, উইলিয়াম কেরি, ডেভিড হেয়ার, মেকলে। (আড়িয়াপাড়া হাইস্কুল)
উত্তর: মেকলে।
4.10 একশালা বন্দোবস্ত, পাঁচশালা বন্দোবস্ত, সাতশালা বন্দোবস্ত, দশশালা বন্দোবস্ত।
উত্তর: সাতশালা বন্দোবস্ত।
7 সম্পূর্ণ বাক্যে উত্তর দাও :
7.1 চরিত্রগত দিক থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীরূপ সংস্থা ছিল?
উত্তর: চরিত্রগত দিক থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বাণিজ্যিক সংস্থা।
7.2 কোন্ প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হত? (বাঁকুড়া খ্রিস্টান কলেজয়েট স্কুল)
উত্তর: মাদ্রাজ প্রেসিডেন্সিকে বলা হত সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি।
7.3 বাংলা প্রেসিডেন্সির রাজধানী কোথায় ছিল?
উত্তর: বাংলা প্রেসিডেন্সির রাজধানী ছিল কলকাতা।
7.4 মাদ্রাজ প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হয় কেন? (দেউলি আদর্শ বিদ্যাপীঠ)
উত্তর: সেন্ট জর্জ ও মাদ্রাজকে কেন্দ্র করেই তৈরি হয় বলে এই দুর্গকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হয়।
7.5 পিটের ভারত শাসন আইন কবে পাশ হয়? (সোদপুর হাইস্কুল)
উত্তর: 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল।
7.6 কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে? (টাকী গর্ভঃ হাইস্কুল)
উত্তর: 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের অবসান ঘটে।
7.7 বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? (পর্ষদ নমুনা)
উত্তর: ওয়ারেন হেস্টিংস বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন।
7.8 কার উদ্যোগে এগারো জন হিন্দু পণ্ডিত হিন্দু আইনগুলির সারসংকলন করেন?
উত্তর: ওয়ারেন হেস্টিংস-এর উদ্যোগে এগারোজন হিন্দু পণ্ডিত সারসংকলন করেন।
7.9 লাহোরের চুক্তি কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: রণজিৎ সিংহ ও ইংরেজদের মধ্যে লাহোরের চুক্তি হয়েছিল।
7.10 কোন্ আইনের ফলে কলকাতায় সুপ্রিমকোর্ট স্থাপিত হয়? (হোলি চাইল্ড ইনস্টিটিউট)
উত্তর: 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইনের ফলে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়।
7.11 ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? (আড়িয়াপাড়া হাইস্কুল)
উত্তর: স্যার এলিজা ইম্পে ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি।
7.12 বাংলায় বর্গি আক্রমণ কার আমলে হয়েছিল? (বাঁকুড়া জেলা স্কুল)
উত্তর: নবাব আলিবর্দি খানের আমলে বাংলায় বর্গি আন্দোলন হয়েছিল।
7.13 প্রথম কোথায় সুপ্রিমকোর্ট তৈরি করা হয়েছিল? (শিলিগুড়ি গার্লস হাইস্কুল)
উত্তর: প্রথম কলকাতায় সুপ্রিমকোর্ট তৈরি করা হয়েছিল।
7.14 পুলিশ থানা ব্যবস্থা কে চালু করেন? (ডায়মন্ডহারবার গার্লস হাইস্কুল)
উত্তর: পুলিশ থানা ব্যবস্থা চালু করেন কর্নওয়ালিশ।
7.15 বেন্টিঙ্ক কার মাধ্যমে ঠগি দস্যুদের দমন করেছিলেন? (পুরুলিয়া গভঃ গার্লস স্কুল)
উত্তর: কর্নেল শ্লিম্যানের মাধ্যমে বেন্টিঙ্ক ঠগিদের দমন করেন।
7.16 মুঘল পুলিশি ব্যবস্থায় কাদের ক্ষমতা বেশি ছিল? (বিদ্যাসাগর বিদ্যাপীঠ, পশ্চিম মেদিনীপুর)
উত্তর: মুঘল পুলিশি ব্যবস্থায় ফৌজদার, চৌকিদার ও কোতোয়ালদের ক্ষমতা অনেক বেশি ছিল।
7.17 ফোর্ট উইলিয়াম কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়? (বড়িশা হাইস্কুল)
উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজ কলকাতায় প্রতিষ্ঠিত হয়।
7.18 আমলাতন্ত্র কাকে বলে? (বারুইপুর হাইস্কুল)
উত্তর: অসামরিক প্রশাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশাসনকে এক কথায় আমলাতন্ত্র বলা হয়।
7.19 এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
7.20 বেনারস সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন? (বাওয়ালী হাইস্কুল)
উত্তর: জোনাথন ডানকান বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন।
7.21 কত খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? (বাঁকুড়া খ্রিশ্চান কলেজিয়েট স্কুল)
উত্তর: 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়।
7.22 1880-র দশকে ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনীর জন্য কত শতাংশ রাজস্ব ব্যয় করা হয়?
উত্তর: 1880-র দশকে ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনীর জন্য
40 শতাংশ রাজস্ব ব্যয় করা হয়।
7.23 ভারতে ইংরেজি শিক্ষা প্রসারে কোন্ ইংরেজ ব্যক্তিত্বের ভূমিকা প্রধান ছিল? (বেহালা হাইস্কুল)
উত্তর: ভারতে ইংরেজি শিক্ষা প্রসারে টমাস ব্যারিংটন মেকলের ভূমিকা ছিল সবচেয়ে বেশি।
7.24 পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উত্তর: ওয়ারেন হেস্টিংস পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন।
7.25 উডের ডেসপ্যাচ কবে প্রচলিত হয়?
উত্তর: 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়।
7.26 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি কে জরিপ করেছিলেন?
উত্তর: 1764 খ্রিস্টাব্দে জেমস রেনেল বাংলার নদী পথগুলির জরিপ করেছিলেন।
7.27 বোর্ড অব রেভেনিউ কত খ্রিস্টাব্দে গঠিত হয়? (বাঁকুড়া খ্রিশ্চান কলেজিয়েট স্কুল)
উত্তর: 1786 খ্রিস্টাব্দে বোর্ড অব রেভেনিউ গঠিত হয়েছিল।
7.28 দশশালা বন্দোবস্ত কে চালু করেন? (রায়গঞ্জ করোনেশন হাইস্কুল)
উত্তর: লর্ড কর্নওয়ালিস দশশালা বন্দোবস্ত চালু করেন।
7.29 উইলিয়াম পিট কে ছিলেন?
উত্তর: উইলিয়াম পিট ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী।
7.30 কোন্ আইন অনুযায়ী বোর্ড অব কন্ট্রোল স্থাপিত হয়? (আড়িয়াপাড়া হাইস্কুল)
উত্তর: পিটের ভারত শাসন আইন অনুযায়ী বোর্ড অব কন্ট্রোল স্থাপিত হয়।
7.31 কোম্পানির সিপাহিদের কী কাজ ছিল?
উত্তর: কোম্পানির সিপাহিদের কাজ ছিল পার্শ্ববর্তী ভারতীয় রাজ্যগুলি দখল করা ও বিদ্রোহের মোকাবিলা করা।
7.32 বেনারসে কে হিন্দু কলেজ স্থাপন করেন? (মিত্র ইনস্টিটিউশন (মেন))
উত্তর: জোনাথন ডানকান বেনারসে হিন্দু কলেজ স্থাপন করেন।
7.33 উইলিয়াম কেরি কে ছিলেন? (কুম্ভচক পল্লিশ্রী বিদ্যাভবন)
উত্তর: উইলিয়াম কেরি ছিলেন শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ একজন মিশনারি।
7.34 টমাস ব্যারিংটন মেকলে কে ছিলেন?
উত্তর: টমাস ব্যারিংটন মেকলে ছিলেন শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ।
7.35 চার্লস উড কে ছিলেন?
উত্তর: চার্লস উড ছিলেন বোর্ড অব কন্ট্রোলের সভাপতি। তাঁর নির্দেশে ভারতের শিক্ষাক্ষেত্রে বছরে এক লক্ষ টাকা ব্যয়ের ঘোষণা হয়।
7.36 বেথুন স্কুলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ড্রিংক ওয়াটার বেথুন ছিলেন বেথুন স্কুলের প্রতিষ্ঠাতা।
7.37 বাংলা প্রেসিডেন্সির অপর নাম কী ছিল?
উত্তর: বাংলা প্রেসিডেন্সির অপর নামছিল ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি।
7.38 কার আমলে সরকারি চাকুরিতে ইংরেজি জ্ঞানকে আবশ্যিক করা হয়?
উত্তর: লর্ড হার্ডিঞ্জ এর আমলে সরকারি চাকুরিতে ইংরেজি জ্ঞানকে আবশ্যিক করা হয়।
7.39 ওয়ারেন হেস্টিংস-এর হিন্দু আইন সংকলনের অনুবাদ করেন কে? (বাওয়ালী হাইস্কুল)
উত্তর: নাথালিয়েল ব্রাসি হালেদ হওয়া হিন্দু আইন সংকলনের অনুবাদ করেন।
7.40 বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ বই কোন্টি?
উত্তর: জোনাথন ডানকান এর অনূদিত আইনের বইটি বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ বই।
7.41 আলেকজান্ডার ডাফ কে ছিলেন? (শিক্ষা সংঘ)
উত্তর: আলেকজান্ডার ডাফ ছিলেন ভারতে আগত একজন স্কটিশ মিশনারি।
7.42 কলকাতার কোন্ ধনী ব্যক্তি হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন? (কুম্ভচক পল্লিশ্রী বিদ্যাভবন)
উত্তর: রাজা রাধাকান্ত দেব হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন।
7.43 কার উদ্যোগে সংস্কৃত কলেজে পঠনপাঠন শুরু হয়?
উত্তর: হোরাস হেম্যান উইলসনের উদ্যোগে সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয়।
7.44 চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন?
উত্তর: লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ীবন্দোবস্ত চালু করেন?
7.45 ভারতীয় সেনারা ব্রিটিশ বাহিনীতে কি নামে পরিচিত ছিল? (ডায়মন্ড হারবার হাইস্কুল)
উত্তর: ভারতীয় সেনারা ব্রিটিশ বাহিনীতে সিপাহি নামে পরিচিত ছিল।
7.46 কর্নওয়ালিস কোড কত খ্রিস্টাব্দে চালু হয়?
উত্তর: 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোড চালু হয়।
7.47 এলাহাবাদ অঞ্চলে কী ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা চালু ছিল?
উত্তর: মহলওয়ারি বন্দোবস্ত চালু করা হয়েছিল।
7.48 24 পরগনার জমি জরিপের কাজ কে শেষ করেন?
উত্তর: হজ ক্যামেরন 24 পরগনার জমি জরিপের কাজ শেষ করেন।
7.49 কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
উত্তর: 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
7.50 জেনারেল কমিটি অব পাবলিক ইন্সট্রাকশন এর সভাপতি কে ছিলেন? (মিত্র ইনস্টিটিউশন)
উত্তর: টমাস ব্যারিংটন মেকলে ছিলেন সভাপতি।
৪ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর (2-3টি বাক্যে উত্তর দাও):
8.1 কমিটি অফ রেভেনিউ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? (পর্ষদ নমুনা প্রশ্ন)
উত্তর: নববিজিত ভারতে তথা বাংলায় কি পদ্ধতিতে এবং কি পরিমাণ রাজস্ব আদায় করা হবে তা নির্ধারণের জন্য কমিটি অফ রেভেনিউ প্রতিষ্ঠা করা হয়েছিল।
8.2 ভারতে ব্রিটিশ প্রেসিডেন্সি কীভাবে গড়ে উঠেছিল? (পর্ষদ নমুনা প্রশ্ন)
উত্তর: এদেশে বাণিজ্যের প্রয়োজনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেশ কয়েকটি বাণিজ্যিক ঘাঁটি নির্মাণ করে। এগুলির মধ্যে প্রধান হল বোম্বাই, মাদ্রাজ ও কলকাতা। কালক্রমে ব্রিটিশ অধিকার প্রতিষ্ঠিত হলে এই তিনটি কেন্দ্রকে কেন্দ্র করে ব্রিটিশ রেসিডেন্সি বা প্রশাসনিক অঞ্চল গড়ে ওঠে।
8.3 ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কী? (গোপালপুর গার্লস হাইস্কুল)
উত্তর: ব্রিটিশ বণিক সংস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপ-মহাদেশে সুষ্ঠুভাবে বাণিজ্য পরিচালনার জন্য ভারতের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু বাণিজ্যিক ঘাঁটি নির্মাণ করে। যে গুলির অন্যতম ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা, পরবর্তীকালে এই তিনটি বাণিজ্য ঘাঁটিকে নিয়ে গড়ে ওঠে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা।
8.4 বাংলা প্রেসিডেন্সি কোন্ কোন্ অঞ্চল নিয়ে গড়ে ওঠে? (সংস্কৃত কলেজিয়েট স্কুল)
উত্তর: বাংলা প্রেসিডেন্সি আকারে ছিল সর্ববৃহৎ। এটি গড়ে ওঠে বাংলা, বিহার, ওড়িশা, আসাম, ত্রিপুরা, উত্তর ও মধ্য ভারত, পাঞ্জাব এবং গঙ্গা, ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চল নিয়ে।
8.5 পিটের ভারত শাসন আইনের লক্ষ্য কী ছিল? (পুরুলিয়া জেলা স্কুল)
উত্তর: পিটের ভারত শাসন আইনের লক্ষ্য ছিল- (i) রেগুলেটিং আইনের ত্রুটিগুলি দূর করা এবং (ii) ভারতে কোম্পানির কার্যকলাপের উপর কঠোর দৃষ্টি আরোপ করা। তাছাড়া তাদের উপর পার্লামেন্টের নিয়ন্ত্রণ চাপানোর চেষ্টা হয়েছিল এই আইন দ্বারা।
8.6 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের দুটি শর্ত লেখো। (পুরুলিয়া জেলা স্কুল)
উত্তর: 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের দুটি শর্ত হল- (i) ব্রিটিশ সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে কোম্পানিকে ভারতে শাসনের অধিকার প্রদান করা। (ii) কোম্পানির সনদের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি মিশনারিদের ধর্ম প্রচারের অধিকার দান করা।
8.7 কর্নওয়ালিস কোড কী? (চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়, পুরুলিয়া)
উত্তর: ভারতে গভর্নর জেনারেল রূপে লর্ড কর্নওয়ালিস আইনের ক্ষেত্রে যে সকল প্রশাসনিক ও বিচার বিভাগীয় সংস্কারগুলি করেছিলেন সেগুলির বিধিবদ্ধরূপ হল কর্নওয়ালিস কোড।
৪.৪ আইনের শাসন বলতে কী বোঝো। (আড়িয়াপাড়া হাইস্কুল)
উত্তর: আইনের শাসন কথার আক্ষরিক অর্থ হল আইনের চোখে সকলেই সমান। গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস ভারতে প্রচলিত ব্রাহ্মণ বা মৌলবিদের বিশেষ অধিকার বাতিল করে আইনের অনুশাসন চালু করেন। এখন থেকে একই অপরাধে সকলেই সমান শাস্তি পাবে ঠিক হয়, যা আইনের শাসন নামে পরিচিত।
8.9 আইনের চোখে সমতা বলতে কী বোঝো। (কুম্ভচক পল্লিশ্রী বিদ্যাভবন)
উত্তর: আইনের চোখে সমতা বলতে বোঝায় জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রীপুরুষ নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিক সমান। আইন যেমন প্রত্যেককেই নিরাপত্তা দেবে, তেমনি সম অপরাধে সমান শাস্তি সবাইকেই প্রদান করবে।
8.10 শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? (উচ্চ বালিকা বিদ্যাপীঠ বড়িশা)
উত্তর: শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের তিনজন প্রতিষ্ঠাতা ও ধর্মযাজক উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ডকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। এদেশে পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি বাংলা ভাষার উন্নয়নে এদের অবদান ছিল অনস্বীকার্য।
8.11 শ্রীরামপুর মিশনারিদের অবদান কী ছিল? (বড়িশা হাইস্কুল)
উত্তর: শ্রীরামপুর মিশনারিরা খ্রিস্টধর্ম প্রচারের জন্য এদেশে এলেও তাঁরা-(i) বাংলায় মুদ্রণ যন্ত্র বসিয়ে বাংলা ভাষার বিভিন্ন বই ছাপানোর ব্যবস্থা করেছিলেন। (ii) ভারতীয় মহাকাব্যের ইংরেজি অনুবাদ করেন। (iii) বাংলা ব্যাকরণ প্রকাশ করেন। (iv) বেশ কিছু ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন। (v) পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটান।
8.12 লর্ড মেকলে ভারতীয়দের সম্পর্কে কেমন ধারণা পোষণ করতেন? (আড়িয়াপাড়া হাইস্কুল)
উত্তর: লর্ড মেকলে ভারতীয়দের সম্পর্কে যথেষ্ঠ অবজ্ঞা সূচক দৃষ্টিভঙ্গি পোষণ করতেন। তাঁর মতে ভারতীয়রা হল অসৎ, নীতিহীন এবং অসভ্য। ভারতীয় জ্ঞান বিজ্ঞানকেও তিনি হেয় করতেন। এজন্যে এদেশে পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে শিক্ষাদানের সুপারিশ করেছিলেন।
8.13 ফোর্ট উইলিয়াম কলেজ কবে কী উদ্দেশ্যে তৈরি হয়? (সংস্কৃত কলেজিয়েট স্কুল)
উত্তর: 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ভারতে আগত ইউরোপীয় সিভিলিয়ানদের ভারতীয় ভাষা, রীতিনীতি এবং আইন সম্পর্কে অবহিত করার জন্য লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন।
8.14 হিন্দু কলেজের একজন প্রতিষ্ঠাতার নাম লেখো। এই কলেজের বর্তমান নাম কী?
উত্তর: হিন্দু কলেজের একজন প্রতিষ্ঠাতা হলেন ডেভিড হেয়ার। হিন্দু কলেজ-এর বর্তমান নাম হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।
8.15 এশিয়াটিক সোসাইটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? (টাকী গভঃ হাইস্কুল)
উত্তর: এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোনস। 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
8.16 মেকলে মিনিট কী? (পঞ্চসায়র হাইস্কুল)
উত্তর: লর্ড বেন্টিঙ্ক এর শিক্ষা সচিব লর্ড মেকলে 1835 খ্রিস্টাব্দের ২রা ফেব্রুয়ারি এদেশের শিক্ষা সংক্রান্ত একটি সুপারিশ সম্বলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করেন। যা মেকলে মিনিট নামে পরিচিত।
8.17 জেমস রেনেল বিখ্যাত কেন? (বারুইপুর হাইস্কুল)
উত্তর: জেমস রেনেল ছিলেন একজন সার্ভেয়ার। তিনিই প্রথম বাংলার নদীপথগুলি জরিপ করে 16টি মানচিত্র নির্মাণ করেন। 1767 খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ কোম্পানির সার্ভেয়ার জেনারেল রূপে নিযুক্ত হয়েছিলেন।
8.18 এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? (পর্ষদ নমুনা প্রশ্ন)
উত্তর: এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হল-(i) প্রাচ্যবিদ্যা চর্চা অর্থাৎ গবেষণা করা। (ii) প্রাচ্যের বিভিন্ন দুর্লভ সামগ্রীগুলির সংরক্ষণ করা এবং (iii) প্রাচ্য ভাষায় বিভিন্ন গ্রন্থ প্রকাশ করা।
8.19 পিটের ভারত শাসন আইনের গুরুত্ব কী? (বেহালা হাইস্কুল)
উত্তর: পিটের ভারত শাসন আইন অনুযায়ী ইংল্যান্ডে বোর্ড অব কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়। এই বোর্ড অব কন্ট্রোল ভারতে কোম্পানির সামরিক ও অসামরিক শাসন এবং রাজস্ব ব্যবস্থাকে পুরোপুরি পরিচালনা করবে। পরে অবশ্য গভর্নর জেনারেল-এর হাতে সমস্ত ক্ষমতা তুলে দেওয়া হয়।
8.20 পিটের ভারত শাসন আইনে কী বলা হয়? (বাঁকুড়া জেলা স্কুল)
উত্তর: পিটের ভারত শাসন আইনে বলা হয় যে- (i) কোম্পানির শাসনসংক্রান্ত ক্ষমতার উপর ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। (ii) বোর্ড অব কন্ট্রোল তৈরি করা হবে। (iii) এই আইনে গভর্নর জেনারেল এর ক্ষমতাকে নিরঙ্কুশ বলে ঘোষণা করা হয়।
8.21 বোর্ড অব কন্ট্রোলের গঠন কীভাবে হয়েছিল? (কুম্ভচক পল্লিশ্রী বিদ্যাভবন)
উত্তর: বোর্ড অব কন্ট্রোলের গঠন প্রক্রিয়া তিনটি ভাগে বিভক্ত ছিল। যেমন- (i) 24 সদস্যের ডাইরেক্টরি সভার গঠন। (ii) 6 সদস্যের বোর্ড অব কন্ট্রোল গঠন এবং (iii) 3 সদস্যের সিক্রেট কমিটি গঠন।
8.22 সুপ্রিম কোর্টের গঠন বর্ণনা করা। (কুম্ভচক পল্লিশ্রী বিদ্যাভবন)
উত্তর: 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন অনুযায়ী- (i) একজন প্রধান বিচারপতি ও তিনজন সহকারী বিচারপতিকে। নিয়ে সুপ্রিমকোর্ট গঠিত হয়। (ii) বিচারপতিদের উপযুক্ত বেতন দেওয়ার ব্যবস্থা করা হয়। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হন স্যার এলিজা ইম্পে।
8.23 কে, কেন ভারতীয়দের প্রশাসনিক পদে নিয়োগ করেন?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ভারতীয়দের প্রশাসনিক পদে নিয়োগ করেন।
কারণ: লর্ড ওয়েলেসলি মূলত দুটি কারণে এই পদক্ষেপ নিয়েছিলেন- (i) হিতবাদ দ্বারা প্রভাবিত বেন্টিঙ্ক উদারবাদী ছিলেন। তিনি চাকুরি ক্ষেত্রে বৈষম্য দূর করতে চেয়েছিলেন। (ii) ইউরোপীয়দের তুলনায় ভারতীয়দের বেতন কম ছিল বলে কোম্পানির ব্যয়সংকোচ সম্ভব হত।
8.24 1820 খ্রিস্টাব্দের পর ব্রিটিশ সেনাবাহিনীর গঠন কাঠামোয় কী পরিবর্তন আনা হয়েছিল?
উত্তর: 1820 খ্রিস্টাব্দের পর ব্রিটিশ সেনাবাহিনীর গঠন কাঠামোয় বেশ কিছু পরিবর্তন এসেছিল। যেমন- (ⅰ) মহারাষ্ট্র ও মহীশূরের পাহাড়ি উপজাতি এবং নেপালি গোর্খাদের মধ্য থেকে সিপাহি নেওয়া শুরু হয়। (ii) উচ্চবর্ণের ব্রাহ্মণ ও রাজপুতদের সেনাবাহিনীতে নিয়োগের সংখ্যা কমতে থাকে।
(iii) নিয়োগ বিধি সংক্রান্ত নানাবিধ পরিবর্তন আনা হয়েছিল।
8.25 ঔপনিবেশিক শাসনব্যবস্থায় সামরিক জাতি বলতে কাদের বোঝানো হত? (শিক্ষা সংঘ)
উত্তর: 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ভারতকে সামরিক ও অসামরিক জাতির ভিত্তিতে ভাগ করে। যে সমস্ত অঞ্চলের সিপাহিরা বিদ্রোহ দমনে সাহায্য করেছিল তাদের সামরিক জাতি আখ্যায় ভূষিত করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গোর্খা, শিখ, পাঠান ও রাজপুতরা সামরিক জাতি হিসাবে পরিচিত হয়।
8.26 কোন্ আইন অনুযায়ী কবে সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠিত হয়? (মিত্র ইনস্টিটিউশন (মেন))
উত্তর: 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন অনুযায়ী সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠিত হয়। এই রেগুলেটিং আইনের সুপারিশ অনুযায়ী 1774 খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠিত হয়।
8.27 দেশীয় শিক্ষা বলতে কী বোঝো?
উত্তর: ব্রিটিশ শাসনের পূর্ব পর্যন্ত ভারতে যে শিক্ষাব্যবস্থা চালু ছিল তা দেশীয় শিক্ষা নামে পরিচিত ছিল। দেশীয় শিক্ষা ছিল- (i) সংস্কৃত ভাষাভিত্তিক পাঠশালা, চতুষ্পাঠী ও টোল কেন্দ্রিক, ব্যাকরণ, ধর্ম ও ধর্মীয় বিধান। সম্পর্কিত। (ii) মক্তব ও মাদ্রাসায় আরবি ও ফারসি ভাষায় ধর্মীয় আখ্যান ও বিধিবিধান সম্পর্কিত বিষয় পড়ানো হত।
8.28 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা কি ছিল? (মালদা জেলা স্কুল)
উত্তর: ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যেমন- (i) শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনের মাধ্যমে 26টি আঞ্চলিক ভাষায় বই ছাপানোর ব্যাবস্থা করা হয়েছিল। (ii) এসময় আলেকজান্ডার ডাফ বেশ কয়েকটি বিদ্যালয় স্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল-কলকাতা জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন। ডেভিড হেয়ার, বেথুন প্রভৃতিরাও এসময় শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।
8.29 প্রাচ্যবাদী কাদের বলা হয়?
উত্তর: 1813 খ্রিস্টাব্দের সনদ আইন অনুযায়ী বছরে একলক্ষ টাকা শিক্ষা ক্ষেত্রে ব্যয় করার কথা বলা হয়। যে সমস্ত শিক্ষাবিদ এই অর্থ ভারতীয় ভাষায় শিক্ষাদানের জন্য ব্যয় করার কথা বলেন, তাঁদের প্রাচ্যবাদী বলা হয়।
8.30 পাশ্চাত্যবাদী কাদের বলা হয়? (বড়িশা হাইস্কুল)
উত্তর: ভারতে শিক্ষাদানের মাধ্যম হওয়া উচিত পাশ্চাত্য তথা ইংরেজি ভাষা। এই মতবাদে যে সমস্ত শিক্ষাবিদ বিশ্বাসী ছিলেন, তাদের পাশ্চাত্যবাদী বলা হয়।
8.31 প্রাচ্যপাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো?
উত্তর: ভারতের শিক্ষার মাধ্যম এদেশীয় না পাশ্চাত্য তথা ইংরেজি হওয়া উচিত, সে সম্পর্কে 1836 খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষাবিদদের মধ্যে বিরোধের সূচনা হয়। এইচ টি প্রিন্সেপ, কোলব্রুক প্রভৃতিরা প্রাচ্য ভাষায় শিক্ষাদানের সমর্থক ছিলেন। অপরদিকে আলেকজান্ডার ডাফ, মেকলে, স্যান্ডার্স ছিলেন পাশ্চাত্য ভাষার সমর্থক। এই বির্তক প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দু নামে পরিচিত।
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন
👉Paid Answer (For Membership User)
Editing By:- Lipi Medhi
1. উত্তরহীন প্রশ্ন ও উত্তর সেখানে দেখা যাবে
2 বিনামূল্যে উত্তর পান থেকে এটি প্রয়োগ করুন