Lesson 6
জাতীয়তাবাদের
প্রাথমিক বিকাশ
--------------------------------
1. ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো :
(ক) জাতীয় কংগ্রেস এর প্রথম সভা বসেছিল-(বোম্বাইতে/ গোয়ায় / মাদ্রাজে)
উত্তর: বোম্বাইতে
(খ) নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স করতে হবে-(২১/২৩/২০) বছর।
উত্তর: ২৩
(গ) বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন- (ডাফরিন/ কার্জন/মিন্টো)।
উত্তর: কার্জন
(ঘ) বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল-(যুগান্তর/ হিন্দু প্যাট্রিয়ট/সোমপ্রকাশ)।
উত্তর: যুগান্তর
2. নীচের বিবৃতিগুলির কোল্টিন্ট ঠিক, কোল্টিন্ট ভুল বেছে নাও :
উত্তর: ঠিক।
(খ) নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 'তিনদিনের তামাশা' বলতেন।
উত্তর: ভুল।
উত্তর: ভুল।
(ঘ) ক্ষুদিরাম বসু ও প্রফুল্লচাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন।
উত্তর: ঠিক।
1. সঠিক উত্তরটি বেছে লেখো (MCQ):
(a) বোম্বাইতে
(b) গোয়ায়
(c) মাদ্রাজে
(d) লাহোরে
উত্তর: (a) বোম্বাইতে।
1.2 কংগ্রেস-এর প্রথম অধিবেশনে বেশির ভাগ প্রতিনিধি যোগ দিয়েছিলেন-
(a) বাংলা থেকে
(b) মাদ্রাজ থেকে
(c) বোম্বাই থেকে
(d) দিল্লি থেকে
উত্তর: (c) বোম্বাই থেকে।
1.3 চরমপন্থার প্রবক্তা ছিলেন না-
(a) অরবিন্দ ঘোষ
(b) বিপিনচন্দ্র পাল
(c) গোপালকৃয় গোখলে
(d) ব্রহ্মবান্ধব উপাধ্যায়
উত্তর: (c) গোপালকৃষ্ণ গোখলে।
1.4 স্বরাজ আমার জন্মগত অধিকার বলেছেন-
(a) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
(b) রমেশচন্দ্র দত্ত
(c) দাদাভাই নৌরজী
(d) বালগঙ্গাধর তিলক
উত্তর: (d) বালগঙ্গাধর তিলক।
1.5 Poverty and Un-British Rule in India গ্রন্থটি রচন করেন-
(a) গোপাল কৃষ্ণ গোখলে
(b) দাদাভাই নৌরজি
(c) জওহরলাল নেহরু
(d) বিপিনচন্দ্র পাল
উত্তর: (b) দাদাভাই নৌরজি।
1.6 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করা হয়
(a) 16 অক্টোবর
(b) 19 জুলাই
(c) 30 ডিসেম্বর
(d) 30 এপ্রিল
উত্তর: (a) 16 অক্টোবর।
1.7 জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়-(কুম্ভচক পল্লিশ্রী বিদ্যাভ
(a) 1880 খ্রিস্টাব্দে
(b) 1905 খ্রিস্টাব্দে
(c) 1906 খ্রিস্টাব্দে
(d) 1911 খ্রিস্টাব্দে
উত্তর: (c) 1906 খ্রিস্টাব্দে।
1.8 জাতীয় শিক্ষা প্রসারের সঙ্গে যুক্ত ছিল-
(b) অনুশীলন সমিতি
(c) থিওসোফিক্যাল সোসাইটি
(d) পুনা সার্বজনিক সই
1.9 ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়-
(a) 1905 খ্রিস্টাব্দে
(b) 1906 খ্রিস্টাব্দে
(c) 1910 খ্রিস্টাব্দে
(d) 1911 খ্রিস্টাব্দে
(b) লালা লাজপত রায়
(c) বাল গঙ্গাধর তিলক
(d) গোপালকৃষ্ণ গোখলে
(a) লর্ড বেন্টিঙ্ক
(b) লর্ড রিপন
(c) লর্ড ক্যানিং
(d) লর্ড লিটন
1.12 অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিল-
(b) বিপিনচন্দ্র পাল
(c) সতীশচন্দ্র মুখার্জী
(d) অরবিন্দ ঘোষ
(a) বন্দনা করা
(b) বিশ্বাসঘাতক
(c) বিপ্লব
(d) দেশপ্রেম
(a) ভারত সভা
(b) জাতীয় কংগ্রেস
(c) সন্তান দল
(d) যুগান্তর দল
(b) অজিত সিংহ
(c) অশ্বিনীকুমার দত্ত
(d) ভূপেন্দ্রনাথ দত্ত
উত্তর: ভুল।
উত্তর: ঠিক।
উত্তর: ঠিক।
উত্তর: ভুল।
উত্তর: ঠিক।
উত্তর: ভুল।
উত্তর: ঠিক।
উত্তর: ঠিক।
উত্তর: ঠিক।
উত্তর: ঠিক।
3.1 জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন |
উত্তর: উমেশেচন্দ্র ব্যানার্জী
উত্তর : ঢাকা অনুশীলন সমিতি
উত্তর: 1907
উত্তর: রাসবিহারী বসু
উত্তর: আশুতোষ মুখার্জী
উত্তর: রামতনু লাহিড়ি
উত্তর: 1906
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: নবগোপাল মিত্র
উত্তর: ওয়েডারবার্ন
👉Paid Answer (For Membership User)