Lesson 7
ভারতের জাতীয় আন্দোলনের
আদর্শ ও বিবর্তন
--------------------------------
MCQs
1.1 জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল-
(a) 1931 খ্রিস্টাব্দে
(b) 1919 খ্রিস্টাব্দে
(c) 1922 খ্রিস্টাব্দে
(d) 1916 খ্রিস্টাব্দে।
উত্তর: (d) 1916 খ্রিস্টাব্দে।
1.2 এডুইন মন্টেগু ছিলেন-
(a) ভারতের বড়োলাট
(b) ভারত সচিব
(c) আইনসচিব
(d) ইংল্যান্ডের প্রধানমন্ত্রী
উত্তর: (b) ভারত সচিব।
1.3 ব্রিটিশ সরকার গান্ধিজিকে উপাধি দেন-
(a) মহাত্মা
(b) জাতির জনক
(c) কাইজার-ই-হিন্দ
(d) রায় বাহাদুর
উত্তর: (c) কাইজার-ই-হিন্দ।
1.4 খুদা-ই-খিদমদগার কথাটির অর্থ-
(a) ঈশ্বরের দূত
(b) ঈশ্বরের কর্মচারী
(c) ঈশ্বরের সেবক
(d) আল্লার দূত
উত্তর: (c) ঈশ্বরের সেবক।
1.5 আইন অমান্য আন্দোলনের একজন নেত্রী হলেন-
(a) কল্পনা দত্ত
(b) বীণা দাস
(c) মাতঙ্গিনী হাজরা
(d) সরোজিনী নাইডু
উত্তর: (d) সরোজিনী নাইডু।
1.6 সুভাষচন্দ্র বসু সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন যাকে পরাজিত করে তিনি হলেন-
(a) পট্টভি সীতারামাইয়া
(b) চক্রবর্তী রাজাগোপালাচারী
(c) রাজেন্দ্র প্রসাদ
(d) জওহরলাল নেহরু
উত্তর: (a) পট্টভি সীতারামাইয়া।
1.7 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন-
(a) বিনয় বসু
(b) সূর্য সেন
(c) ক্ষুদিরাম বসু
(d) বাঘাযতীন
উত্তর: (b) সূর্য সেন।
1.8 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণকারী মহিলা বিপ্লবী হলেন-
(a) কল্পনা দত্ত
(b) শান্তি চৌধুরি
(c) বীণা দাস
(d) প্রীতিলতা ওয়াদ্দেদার
উত্তর: (d) প্রীতিলতা ওয়াদ্দেদার।
1.9 বি. আর. আম্বেদকর ছিলেন যে সম্প্রদায়ের নেতা-
(a) তফশিলি সম্প্রদায়
(b) বর্ণ-হিন্দু-সম্প্রদায়
(c) মুসলমান সম্প্রদায়
(d) নমঃশূদ্র সম্প্রদায়
উত্তর: (a) তফশিলি সম্প্রদায়।
1.10 নেতাজি সুভাষচন্দ্র আন্দামান দ্বীপপুঞ্জের নামকরণ করেন-
(a) শহিদ দ্বীপ
(b) স্বরাজ দ্বীপ
(c) সবুজ দ্বীপ
(d) স্বাধীন দ্বীপ
উত্তর: (a) শহিদ দ্বীপ।
1.11 সুভাষচন্দ্র বসু রচিত গ্রন্থটির নাম হল-
(a) পরিব্রাজক
(b) অভিনব ভারত
(c) তরুণের স্বপ্ন
(d) দি ইন্ডিয়ান স্ট্রাগল
উত্তর: (d) দি ইন্ডিয়ান স্ট্রাগল।
1.12 রানি ঝাঁসী বাহিনীতে নারী সদস্যের সংখ্যা ছিল-
(a) 1800 জন
(b) 1600 জন
(c) 1000 জন
(d) 2000 জন
উত্তর: (b) 1600 জন।
1.13 আজাদ হিন্দ ফৌজ অধিকৃত দুটি ভারতীয় অঞ্চল হল-
(a) ঢাকা ও রাজশাহী
(b) ডিমাপুর ও কোহিমা
(c) রংপুর ও পাবনা
(d) কালিম্পং ও দার্জিলিং
উত্তর: (b) ডিমাপুর ও কোহিমা।
1.14 করেঙ্গে ইয়ে মরেঙ্গে ডাক দিয়েছিলেন-
(a) গান্ধিজি
(b) মহম্মদ আলি জিন্নাহ
(c) নেতাজি সুভাষচন্দ্র বসু
(d) বল্লভ ভাই প্যাটেল
উত্তর: (a) গান্ধিজি।
1.15 কুখ্যাত কলকাতার দাঙ্গা সংঘটিত হয় 1946 খ্রিস্টাব্দের-
(a) 13ই আগস্ট
(b) 14ই আগস্ট
(c) 15ই আগস্ট
(d) 16ই আগস্ট
উত্তর: (d) 16ই আগস্ট।
2. ঠিক না ভুল লেখো:
2.1 কোম্পানি আমলে বার্মা প্রদেশের রাজধানী ছিল রেঙ্গুন।
উত্তর: ঠিক।
2.2 খুদা-ই-খিদমদগারের আর এক নাম লালকুর্তা বাহিনী।
উত্তর: ঠিক।
2.3 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন ভগৎ সিং।
উত্তর: ভুল।
2.4 মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন।
উত্তর: ঠিক।
2.5 স্বরাজ্যদলের সচিব ছিলেন সুভাষচন্দ্র বসু।
উত্তর: ঠিক।
2.6 তোজো ছিলেন জাপানের প্রধানমন্ত্রী।
উত্তর: ঠিক।
2.7 সূর্য সেনকে সীমান্ত গান্ধি বলা হতো।
উত্তর: ভুল।
2.8 1946 খ্রিস্টাব্দে নৌ-বিদ্রোহের সূচনা হয়।
উত্তর: ঠিক।
2.9 বিনয়-বাদল-দীনেশ এক সাথে বিবাদী নামে পরিচিত।
উত্তর: ঠিক।
2.10 সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ এর সূচনা করেন রাসবিহারী বসু।
উত্তর: ঠিক।
3. শূন্যস্থান পূরণ করো :
3.1 গান্ধিজির পুরো নাম হল |
উত্তর: মোহন দাস করম চাঁদ গান্ধি
3.2 হোমরুল কথাটির অর্থ হল |
উত্তর: স্বায়ত্তশাসন
3.3 খলিফা শব্দের অর্থ |
উত্তর: ধর্মীয় নেতা বা ধর্মগুরু
3.4 সীমান্ত গান্ধির অনুচরদের বলা হত।
উত্তর: লাল কুর্তা
3.5 সুভাষচন্দ্র বসু নামে পরিচিত ছিলেন।
উত্তর: নেতাজি
3.6 জাতির জনক বলা হত কে।
উত্তর: মহাত্মা গান্ধিকে
3.7 জালালাবাদ যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।
উত্তর: মাস্টারদা সূর্য সেন
3.৪ অলিন্দ যুদ্ধের একজন বিপ্লবী হলেন |
উত্তর: বিনয় বসু
3.9 সুভাষচন্দ্র বসু ছদ্মনাম নিয়েছিলেন।
উত্তর: মহম্মদ জিয়াউদ্দিন
3.10 হিন্দুস্তান সোস্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন করেন।
উত্তর: ভগৎ সিং
👉Paid Answer (For Membership User)