Lesson 8 

সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ

--------------------------

MCQs


1.1 ভারতে মন্ত্রী মিশন তৈরি হয়-


(a) ১৯৪৫ খ্রিস্টাব্দে


(b) ১৯৪৬ খ্রিস্টাব্দে


(c) ১৯৪৩ খ্রিস্টাব্দে


(d) ১৯৪৪ খ্রিস্টাব্দে


উত্তর: (b) ১৯৪৬ খ্রিস্টাব্দে।


1.2 শের-ই-বঙ্গাল নামে পরিচিত ছিলেন-


(a) ফজলুল হক


(b) আগা খান


(c) জিন্নাহ


(d) সৈয়দ সুরাবর্দি।


উত্তর: (a) ফজলুল হক।


1.3 'সারে জাঁহাসে আচ্ছা, হিন্দুস্থান হামারা' লিখেছেন-


(a) মহম্মদ ইকবাল


(b) চৌধুরী রহমত আলি


(c) সলিল চৌধুরী


(d) রশিদ আলি।


উত্তর: (a) মহম্মদ ইকবাল।


1.4 'পাকিস্তান' শব্দের উদ্ভাবক হলেন-


(a) ইকবাল


(b) জিন্নাহ


(c) ফজলুল হক


(d) চৌধুরী রহমত আলি


উত্তর: (d) চৌধুরী রহমত আলি।


1.5 অন্তর্বর্তী সরকার গঠিত হয়-


(a) ১৯৪৬ খ্রিস্টাব্দে


(b) ১৯৪৭ খ্রিস্টাব্দে


(c) ১৯৪৫ খ্রিস্টাব্দে


(d) ১৯৪৪ খ্রিস্টাব্দে


উত্তর: (a) ১৯৪৬ খ্রিস্টাব্দে


1.6 প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন-


(a) ফজলুল হক


(b) আগা খান


(c) জিন্নাহ


(d) লিয়াকত আলি


উত্তর: (c) জিন্নাহ


1.7 প্রত্যক্ষ সংগ্রামের সময় বাংলার প্রধানমন্ত্রী ছিলেন-


(a) ফজলুল হক


(b) সৈয়দ সুরাবর্দি


(c) আগা খান


(d) জিন্নাহ


উত্তর: (a) ফজলুল হক


1.8 র‍্যাডক্লিফ কমিশন এর কাজ ছিল-


(a) সীমানা নির্ধারণ করা


(b) নদীর জলের ভাগ স্থির করা


(c) ভাষা স্থির করা


(d) উদ্বাস্তু সমস্যার সমাধান করা


উত্তর: (a) সীমানা নির্ধারণ করা


1.9 ভারতের স্বাধীনতা আইন পাশ হয়-


(a) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৮ জুলাই


(b) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৮ জুলাই


(c) ১৯৪৫ খ্রিস্টাব্দের ১৮ জুলাই


(d) ১৯৫০ খ্রিস্টাব্দের ১৮ জুলাই


উত্তর: (a) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৮ জুলাই


1.10 ভারতের শেষ ভাইসরয় ছিলেন-


(a) লর্ড লিনলিথগো


(b) লর্ড মাউন্টব্যাটেন


(c) লর্ড ওয়াভেল


(d) লর্ড নর্থব্রুক


উত্তর: (b) লর্ড মাউন্টব্যাটেন



সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো:


(ক) ঔপনিবেশিক ভারতে সরকারি ভাষা হিসাবে ফারসির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়-(১৮৪৭/১৮৩৭/১৮৫০) খ্রিস্টাব্দে।


উত্তর: ১৮৩৭ খ্রিস্টাব্দে।


(খ) ভারতে মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন-(মহম্মদ আলি জিন্নাহ/মৌলানা আবুল কালাম আজাদ/স্যার সৈয়দ আহমদ খান)


উত্তর: স্যার সৈয়দ আহমদ খান।


(গ) কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন-(এ কে ফজলুল হক/মহম্মদ আলি জিন্না/জওহরলাল নেহরু)।


উত্তর: এ কে ফজলুল হক।


(ঘ) স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল-(১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট/১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট/১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি)।


উত্তর: ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট।


নীচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে না-


(ক) উনিশ শতকে হিন্দুদের তুলনায় মুসলমানেরা শিক্ষা চাকরি ইত্যাদি ক্ষেত্রে পিছিয়ে ছিল


উত্তর: ঠিক।


(খ) হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলন ভারতে হিন্দু-মুসলমান সম্পর্ককে প্রভাবিত করেছিল।


উত্তর: ঠিক।


(গ) মহাত্মা গান্ধি খিলাফৎ আন্দোলন সমর্থন করেনি।


উত্তর: ভুল।


(ঘ) পাকিস্তান প্রস্তাব তোলা হয়েছিল ১৯৪০ খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে।


উত্তর: ঠিক।



2. ঠিক না ভুল লেখো:


2.1 আলিগড় আন্দোলনে নেতৃত্বে ছিলেন স্যার সৈয়দ আহমেদ।


উত্তর: ঠিক।


2.2 বদরুদ্দিন তৈয়াবজি কংগ্রেস এর নেতা ছিলেন।


উত্তর: ঠিক।


2.3 মহম্মদ আলি জিন্নাহ প্রথম পাকিস্তান শব্দটি ব্যবহার করেন।


উত্তর: ভুল।


2.4. সি আর ফর্মুলা দেন চক্রবর্তী রাজা গোপালাচারী।


উত্তর: ঠিক।


2.5 র‍্যাডক্লিফ লাইন হল ভারত ও চিনের সীমানা। 


উত্তর: ভুল।


2.6 পাকিস্তানের জন্ম হয় ১৯৪৬ খ্রিস্টাব্দে। 


উত্তর: ভুল।


2.7 পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলি।


উত্তর: ঠিক।


2.8 স্বাধীন ভারতের উত্থান ঘটে ১৯৪৭ খ্রিস্টাব্দে।


উত্তর: ঠিক।


2.9 স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন।


উত্তর: ঠিক।


2.10 স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন মহাত্মা গান্ধি।


উত্তর: ভুল।


3. শূন্যস্থান পূরণ করো :


3.1 মুসলিম সমাজের রামমোহন বলা হয়            |


উত্তর: স্যার সৈয়দ আহমেদকে


3.2 আলিগড় কলেজ এর প্রথম অধ্যক্ষ ছিলেন          |


উত্তর: থিওডোর বেক


3.3 চৌদ্দোদফা দাবির প্রবক্তা হলেন        


উত্তর: জিন্নাহ


3.4 মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়             খ্রিস্টাব্দে।


উত্তর: 1906


3.5 পাকিস্তান শব্দের অর্থ হল          |


উত্তর: পবিত্র ভূমি


3.6 মুসলিম লিগের লাহোর অধিবেশন          খ্রিস্টাব্দে হয়।


উত্তর: ১৯৪০


3.7 ঢাকার নবাব ছিলেন           |


উত্তর: সালিম উল্লাহ


3.8 সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে পদযাত্রা করেন        


উত্তর: মহাত্মা গান্ধি




উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন



👉Paid Answer (For Membership User)

👉Download Books PDF

Editing By- Rita Moni Bora