Lesson 9
ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো
ও জনগণের অধিকার
------------------------------
MCQs
1.1 স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার
(a) জওহরলাল নেহরু
(b) রাজেন্দ্রপ্রসাদ
(c) বি আর আম্বেদকর
(d) মহাত্মা গান্ধি
উত্তর: (c) বি আর আম্বেদকর।
1.2 গণপরিষদ গঠিত হয়-
(b) 1947 খ্রিস্টাব্দে
(a) 1946 খ্রিস্টাব্দে
(d) 1944 খ্রিস্টাব্দে।
(c) 1945 খ্রিস্টাব্দে
উত্তর: (a) 1946 খ্রিস্টাব্দে।
1.3 প্রস্তাবনার মূল পৃষ্ঠাটির অলংকরণ করেন-(বেহালা হাইস্কুল)
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) অবনীন্দ্রনাথ ঠাকুর
(c) সত্যেন্দ্রনাথ বসু
(d) নন্দলাল বসু
উত্তর: (d) নন্দলাল বসু।
1.4 ভারতের রাষ্ট্রপ্রধান হলেন- (আড়িয়াপাড়া হাইস্কুল)
(a) প্রধানমন্ত্রী
(b) রাষ্ট্রপতি
(c) রাজ্যপাল
(d) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি
উত্তর: (b) রাষ্ট্রপতি
1.5 রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন- (পর্ষদ নমুনা প্রশ্ন)
(a) 12 জন সদস্যকে
(b) 10 জন সদস্যকে
(c) 2 জন সদস্যকে
(d) ৪ জন সদস্যকে
উত্তর: (a) 12 জন সদস্যকে।
1.6 লোকসভায় সভাপতিত্ব করেন-
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) স্পীকার
(d) উপরাষ্ট্রপতি
উত্তর: (c) স্পীকার।
1.7 রাজ্যসভায় সভাপতিত্ব করেন-
(a) রাষ্ট্রপতি
(b) উপরাষ্ট্রপতি
(c) প্রধানমন্ত্রী
(d) স্পীকার
উত্তর: (b) উপরাষ্ট্রপতি।
1.8 পশ্চিমবঙ্গে বিধান পরিষদ লুপ্ত হয়- (মালদা জেলা স্কুল)
(a) 1747 খ্রিস্টাব্দে
(b) 1967 খ্রিস্টাব্দে
(c) 1972 খ্রিস্টাব্দে
(d) 1970 খ্রিস্টাব্দে
উত্তর: (b) 1967 খ্রিস্টাব্দে।
1.9 রাজ্যমন্ত্রীসভার প্রধান হলেন-
(a) প্রধানমন্ত্রী
(b) মুখ্যমন্ত্রী
(c) রাষ্ট্রপতি
(d) রাজ্যপাল
উত্তর: (b) মুখ্যমন্ত্রী।
1.10 পশ্চিমবঙ্গে পৌরবিল তৈরি হয়েছিল- (বড়িশা হাইস্কুল)
(a) 1993 খ্রিস্টাব্দে
(b) 1973 খ্রিস্টাব্দে
(c) 1983 খ্রিস্টাব্দে
(d) 1919 খ্রিস্টাব্দে
উত্তর: (a) 1993 খ্রিস্টাব্দে।
1.11 তেভাগা আন্দোলনের কেন্দ্র ছিল- (বারাসাত হাইস্কুল)
(a) ময়মনসিংহ
(b) দার্জিলিং
(c) বারাসাত
(d) পুরুলিয়া
উত্তর: (a) ময়মনসিংহ।
1.12 তেলেঙ্গানার ভূস্বামীদের বলা হত- (কাওয়ালী হাইস্কুল)
(a) জোতদার
(b) পাতিদার
(c) দোরা
(d) ঘোড়াদার
উত্তর: (c) দোরা।
1.13 সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল-
(a) পূর্ব ভারতে
(b) দক্ষিণ ভারতে
(c) পশ্চিম ভারতে
(d) উত্তর ভারতে
উত্তর: (b) দক্ষিণ ভারতে।
1.14 সিঙ্গুর আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন-
(a) মমতা ব্যানার্জি
(b) মেধা পাটেকর
(c) বুদ্ধদেব ভট্টাচার্য
(d) বুদ্ধদেব বসু
উত্তর: (a) মমতা ব্যানার্জি।
নীচের বিবৃতিগুলির কোন্টি ঠিক কোন্টি ভুল বেছে নাও
(ক) সংবিধান হল বিচার বিভাগের আইন সংকলন।
উত্তর: ভুল।
(খ) ভারতীয় সংবিধানের প্রধান রূপকার বি আর আম্বেদকর।
উত্তর: ঠিক।
(গ) ভারতের রাষ্ট্রপতিই প্রকৃত শাসক।
উত্তর: ভুল।
(ঘ) রাজ্যসভায় সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী।
উত্তর: ভুল।
(ঙ) পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আছে।
উত্তর: ঠিক।
2. শূন্যস্থান পূরণ করো :
2.1 ভারতীয় সংবিধানের সময় কমিটির সভাপতি ছিলেন |
উত্তর: বি আর আম্বেদকর
2.2 ভারতে আইন রচনা ও সংবিধান সংশোধন করে |
উত্তর: আইনসভা
2.3 ভারত রাষ্ট্রের প্রকৃত পরিচালক হলেন |
উত্তর: প্রধানমন্ত্রী
2.4 পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হলেন |
উত্তর: প্রফুল্লচন্দ্র ঘোষ
2.5 পঞ্চায়েত সদস্যরা বছরের জন্য নির্বাচিত হন।
উত্তর: 5
2.6 রাজ্যপালকে নিয়োগ করেন ।
উত্তর: রাষ্ট্রপতি
2.7 তেলেঙ্গানার চাষিরা গ্রামের গুলিতে সংগঠিত হয়।
উত্তর: সংগম
2.8 নর্মদা বাঁধ প্রকল্পের ফলে লক্ষ মানুষ জীবন ও জীবিকা হারাতে বসেছিল।
উত্তর: 21
2.9 সিঙ্গুরের মূল ফসল হলো |
উত্তর: ধান
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন
👉Paid Answer (For Membership User)