Chapter 9 

গ্রন্থি ও বয়ঃসন্ধি

----------------------------


MCQ

  

1. হরমোনের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটি সত্যসেটি হল-

(a) খুব দ্রুত কাজ করেপ্রভাব দীঘস্থায়ীকাজ শেষে নষ্ট হয়

(b) প্রভাব দীর্ঘস্থায়ীকাজ শেষে নষ্ট হয়খুব ধীরে ধীরে ক্রিয়াশীল

(c) কাজের শেষে নষ্ট হয়প্রভাব তাৎক্ষণিকখুব ধীরে ক্রিয়াশীল

(d) ওপরের সবকটি সত্য

উত্তরঃ (b) প্রভাব দীর্ঘস্থায়ীকাজ শেষে নষ্ট হয়খুব ধীরে ধীরে ক্রিয়াশীল

 

2. রাসায়নিক বার্তাবাহক হল-

(a) রক্ত

(b) হরমোন

(c) মস্তিষ্ক

(d) স্নায়ু

উত্তরঃ (b) হরমোন

 

3. কাজ শেষ হয়ে গেলে হরমোন-

(a) উৎপত্তিস্থলে ফিরে যায়

(b) নষ্ট হয়ে যায়

(c) রক্তকোশে জমা থাকে

(d) অধিক সক্রিয় হয়ে ওঠে

উত্তর: (b) নষ্ট হয়ে যায়

 

4. বহিঃক্ষরা গ্রন্থির-

(a) নালিকা থাকে

(b) নালিকা থাকে না

(c) ক্ষরণ পদার্থই হরমোন

(d) ক্ষরণ পদার্থ রক্তের দ্বারা বাহিত হ 

উত্তর: (a) নালিকা থাকে

 

5. অন্তঃক্ষরা গ্রন্থির-

(a) নালিকা থাকে

(b) নালিকা থাকে না

(c) নালিকাগুলি শাখা-প্রশাখা যুক্ত

(d) নালিকা রক্তনালিতে যুক্ত

উত্তরঃ (b) নালিকা থাকে না

 

6. বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ হল-

(a) লালাগ্রন্থি

(b) থাইরয়েড গ্রন্থি

(c) পিটুইটারি গ্রন্থি

(d) অ্যাড্রিন্যাল গ্রন্থি

উত্তর: (d) অ্যাড্রিন্যাল গ্রন্থি

 

7. অন্তঃক্ষরা গ্রন্থি হল-

(a) যকৃৎগ্রন্থি

(b) অ্যাড্রিনাল গ্রন্থি

(c) লালাগ্রন্থি

(d) পাকস্থলি গ্রন্থি

উত্তর: (d) পাকস্থলি গ্রন্থি

 

৪. 'মিশ্রগ্রন্থিবলা হয়-

(a) পিটুইটারি গ্রন্থিকে

(c) অগ্ন্যাশয় গ্রন্থিকে

(b) থাইরয়েড গ্রন্থিকে

(d) পাকস্থলীর গ্রন্থিকে

উত্তর: (c) অগ্ন্যাশয় গ্রন্থিকে

 

9. মিশ্রগ্রন্থির নালিকাবিহীন কোশ থেকে-

(a) উৎসেচক বের হয় 

(b) হরমোন বের হয়

(c) উৎসেচক ও হরমোন বের হয়

(d) অগ্ন্যাশয় রস বের হয়

উত্তরঃ (b) হরমোন বের হয়

 

10. পিটুইটারি গ্রন্থি-

(a) গলদেশে অবস্থিত

(b) মস্তিষ্কে অবস্থিত

(c) বৃক্কশীর্ষে অবস্থিত

(d) জনন অঙ্গে অবস্থিত

উত্তরঃ (b) মস্তিষ্কে অবস্থিত

 

11. থাইরক্সিন হরমোন বেশি ক্ষরিত হলে-

(a) পিটুইটারি গ্রন্থি ফুলে যায়

(b) গলা ফুলে যায়

(c) থাইরয়েড গ্রন্থি ফুলে যায়

(d) মূত্রের পরিমাণ কমে যায়

উত্তর: (c) থাইরয়েড গ্রন্থি ফুলে যায়

 

12. জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়-

(a) অ্যান্টিডায়াবেটিক হরমোনকে

(b) গ্লুকাগনকে

(c) থাইরক্সিনকে

(d) অ্যাড্রিনালিনকে

উত্তর: (d) অ্যাড্রিনালিনকে

 

13. নীচের কোন্টি হরমোন নয়?

(a) থাইরক্সিন

(b) ইনসুলিন

(c) গ্লুকাগন

(d) গ্লুকোজ

উত্তর: (d) গ্লুকোজ

 

14. কোন্ হরমোনের কম ক্ষরণে শরীরের চামড়া ফোলা ফোলা ও খসখসে হয়?

(a) ইস্ট্রোজেন

(b) অ্যাড্রিনালিন

(c) গ্লুকাগন

(d) থাইরক্সিন

উত্তর: (d) থাইরক্সিন

 

15. বৃদ্ধিপোষক হরমোন হল-

(a) সোমাটোট্রফিক হরমোন

(b) থাইরয়েড স্টিমুলেটিং হরমোন

(c) গোনাডোট্রফিক হরমোন

(d) গ্লুকাগন হরমোন

উত্তর: (a) সোমাটোট্রফিক হরমোন

 

16. দৌড়ানোর সময় বাড়তি শক্তি জোগাতে সাহায্য করে কোন্ হরমোন?

(a) ইনসুলিন

(b) থাইরক্সিন

(c) অ্যাড্রিনালিন

(d) গ্লুকাগন

উত্তর: (c) অ্যাড্রিনালিন

 

17. রক্তের সাহায্যে গ্লুকোজকে কোশে ঢুকতে সাহায্য করে-

(a) গ্লুকাগন

(b) ইনসুলিন

(c) অ্যাড্রিনালিন

(d) থাইরক্সিন

উত্তর: (b) ইনসুলিন

 

18. আমাদের শরীরে শ্বাসকার্যের হারকে বাড়ায়-

(a) অ্যাড্রিনালিন

(b) ইনসুলিন

(c) থাইরক্সিন

(d) গ্লুকাগন

উত্তর: (a) অ্যাড্রিনালিন

 

19. আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে-

(a) থাইরক্সিন

(b) ইনসুলিন

(c) অ্যাড্রিনালিন

(d) প্রজেস্টেরন

উত্তর: (c) অ্যাড্রিনালিন

 

20. হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ক্ষমতা বাড়ায়-

(a) টেস্টোস্টেরন

(b) থাইরক্সিন

(c) ইনসুলিন

(d) অ্যাড্রিনালিন

উত্তর: (d) অ্যাড্রিনালিন

 

21. কোন্ হরমোনের অধিক ক্ষরণে মহিলাদের মুখমণ্ডলে লোমের আধিক্য দেখা যায়?

(a) থাইরক্সিন

(b) অ্যাড্রিনালিন

(c) ইস্ট্রোজেন

(d) টেস্টোস্টেরন

উত্তর: (b) অ্যাড্রিনালিন

 

22. ইনসুলিন কম ক্ষরিত হলে রক্তে গ্লুকোজের-

(a) পরিমাণের হেরফের হয় না

(b) পরিমাণ কমে যায়

(c) পরিমাণ বেড়ে যায়

(d) কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়

উত্তর: (c) পরিমাণ বেড়ে যায়

 

23. ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়- 

(a) টেস্টোটেরন

(b) ইস্ট্রোজেন

(c) গ্লাইকোজেন

(d) ইনসুলিন

উত্তর: (b) ইস্ট্রোজেন

 

24. বয়ঃসন্ধিকালে ছেলেদের গোঁফদাড়ি বের হয়-

(a) থাইরক্সিনের প্রভাবে

(b) অ্যাড্রিনালিনের প্রভাবে

(c) টেস্টোস্টেরনের প্রভাবে

(d) ইস্ট্রোজেনের প্রভাবে

উত্তর: (c) টেস্টোস্টেরনের প্রভাবে

 

25. বয়ঃসন্ধিকালের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল-

(a) অকারণে ঝগড়া করা

(c) আবেগ নিয়ন্ত্রণ করা

(b) ঝুঁকিপূর্ণ আচরণ করা

(d) ভাবনা-চিন্তা না করে সিদ্ধান্ত নেওয়া

উত্তর: (c) আবেগ নিয়ন্ত্রণ করা

 

26. নীচের কোন্টি তেরো-চোদ্দ বছর বয়সের আচরণের অন্তর্গত নয়?

(a) একটুতে রেগে যাওয়া

(b) অকারণে কেঁদে ফেলা

(c) চিন্তা ভাবনা করে কাজ করা 

(d) কথায় কথায় তর্ক করা

উত্তর: (c) চিন্তা ভাবনা করে কাজ করা

 

27. বয়ঃসন্ধিতে একটি ঝুঁকিপূর্ণ আচরণের উদাহরণ হল-

(a) সময়ে স্কুলে যাওয়া

(b) বন্ধুদের সঙ্গে সদ্ভাব বজায় রাখা

(c) হঠাৎ বিড়ি টানতে শুরু করা

(d) খেলা-ধুলো করা

উত্তর: (c) হঠাৎ বিড়ি টানতে শুরু করা

 

28. সৃজনশীল চিন্তার অন্তর্গত নয়-

(a) গান

(c) খেলাধূলা

(b) সাঁতার

(d) ধৈর্য ধরে অন্যের কথা শোনা

উত্তর: (d) ধৈর্য ধরে অন্যের কথা শোনা

 

29. অনুভূতিগুলোকে বুঝে নিতে আবেগের যথার্থ প্রকাশের জন্য দরকার-

(a) অভিমান

(b) নিয়ন্ত্রিত আচরণ

(c) জীবনকুশলতা চর্চা

(d) উপলব্ধি

উত্তর: (c) জীবনকুশলতা চর্চা

 

30. কোন্ হরমোনের বেশি ক্ষরণ হলে অল্পবয়সে দেহের উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়ে যায়?

(a) থাইরক্সিন হরমোন

(b) সোমাটোট্রফিক হরমোন

(c) ইনসুলিন হরমোন

(d) অ্যাড্রিনালিন হরমোন

উত্তরঃ (b) সোমাটোট্রফিক হরমোন

 

31. ভ্যাসোপ্রেসিন হরমোনের ক্ষরণ হয়-

(a) পিটুইটারি গ্রন্থি থেকে

(b) থাইরয়েড গ্রন্থি থেকে

(c) অগ্ন্যাশয় গ্রন্থি থেকে

(d) অ্যাড্রিনালিনগ্রন্থি থেকে

উত্তর: (a) পিটুইটারি গ্রন্থি থেকে

 

32. হরমোনকে উৎপত্তিস্থল থেকে ক্রিয়াস্থলে নিয়ে যায়-

(a) গ্রন্থির নালি

(b) খাদ্য

(c) রক্ত

(d) উৎসেচক

উত্তর: (c) রক্ত

 

33. অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুধরনের গ্রন্থিকোশ দেখা যায়-

(a) অগ্ন্যাশয়ে

(b) পিটুইটারিতে

(c) থাইরয়েডে

(d) অ্যাড্রিনালে

উত্তর: (a) অগ্ন্যাশয়ে

 

34. গ্লুকোজকে যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখতে সাহায্য করে-

(a) গ্লুকাগন

(b) ইনসুলিন

(c) থাইরক্সিন

(d) অ্যাড্রিনালিন

উত্তর: (b) ইনসুলিন

 

35. থাইরক্সিন কম ক্ষরিত হলে-

(a) শিশুদের মুখ থেকে লালা গড়ায়

(b) চোখ দুটো ঠেলে বাইরে বেরিয়ে আসে

(c) থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে

(d) গলা ফুলে ওঠে

উত্তর: (a) শিশুদের মুখ থেকে লালা গড়ায়

 

36. ইনসুলিনের কম ক্ষরণে-

(a) হৃৎপিণ্ডের কার্যক্ষমতা কমে যায়

(b) বৃক্কের কার্যক্ষমতা কমে যায়

(c) হৃৎপিণ্ড ও বৃক্কের কার্য ক্ষমতা কমে যায়

(d) হৃৎপিণ্ডবৃক্ক ও চোখের কার্যক্ষমতা কমে যায়

উত্তর: (d) হৃৎপিণ্ডবৃক্ক ও চোখের কার্যক্ষমতা কমে যায়

 

37. আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে-

(a) ইনসুলিন

(b) থাইরক্সিন

(c) অ্যাড্রিনালিন

(d) গ্লুকাগন

উত্তর: (c) অ্যাড্রিনালিন

 

38. কোন্ হরমোন প্রোটিনের উৎপাদন বাড়ায় আর প্রোটিনের ক্ষয় কমায়?

(a) ইরয়েড স্টিমুলেটিং হরমোন

(b) গোনাডোট্রফিক হরমোন

(c) ভ্যাসোপ্রেসিন হরমোন

(d) সোমাটোট্রফিক হরমোন

উত্তর: (d) সোমাটোট্রফিক হরমোন

 

39. রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়-

(a) মূত্রের সঙ্গে গ্লুকোজ কম পরিমাণে বেরোনোর কারণে

(b) বিভিন্ন কোশ থেকে গ্লুকোজ বেরিয়ে এসে রক্তে মিশ্রিত হওয়ার কারণে

(c) ইনসুলিন হরমোনের কম ক্ষরণের কারণে

(d) বারে বারে খিদে পাওয়ার কারণে

উত্তর: (c) ইনসুলিন হরমোনের কম ক্ষরণের কারণে

 

40. গ্লুকোজের ভাঙন ঘটিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে-

(a) ইনসুলিন হরমোন

(b) গ্লুকাগন হরমোন

(c) থাইরক্সিন হরমোন

(d) অ্যাড্রিনালিন হরমোন

উত্তর: (a) ইনসুলিন হরমোন

 

41. আমাদের ভয়দ্বন্দ্ব ও পালানোর মনোবৃত্তিকে নিয়ন্ত্রণ করে-

(a) সোমাটোট্রফিক হরমোন

(b) থাইরয়েড স্টিমুলেটিং হরমোন

(c) অ্যাড্রিনালিন হরমোন

(d) প্রজেস্টেরন হরমোন

উত্তর: (c) অ্যাড্রিনালিন হরমোন

 

42. টেস্টোস্টেরন ক্ষরিত হয়-

(a) জননগ্রন্থি থেকে

(b) শুক্রাশয় থেকে

(c) ডিম্বাশয় থেকে

(d) বৃক্ক থেকে

উত্তর: (b) শুক্রাশয় থেকে

 

43. অগ্ন্যাশয় মিশ্রগ্রন্থিকারণ এই গ্রন্থি-

(a) ইনসুলিন ও গ্লুকাগন ক্ষরণ করে

(b) নালিকাবিহীন ও নালিকাযুক্ত কোশ নিয়ে গঠিত

(c) পালাক্রমে হরমোন ও উৎসেচক তৈরি করে

(d) থেকে ক্ষরিত পদার্থ হরমোন ও উৎসেচক হিসেবে কাজ করে

উত্তর: (b) নালিকাবিহীন ও নালিকাযুক্ত কোশ নিয়ে গঠিত

 

44. WHO নির্ধারিত বয়ঃসন্ধিকাল-এর সময়সীমা হল-

(a) 10-14 বছর

(b) 10-16 বছর

(c) 10-18 বছর

(d) 10-19 বছর

উত্তর: (d) 10-19 বছর

 

45. বয়সন্ধিকালে যে অঙ্গ ও তন্ত্রের বৃদ্ধি ও পরিণতি ঘটেতা হল

(a) স্নায়ুতন্ত্র

(b) পৌষ্টিক তন্ত্র

(c) রেচন তন্ত্র

(d) জনন তন্ত্র

উত্তর: (d) জনন তন্ত্র

 

46. সৃজনশীল নয়এমন একটি ঘটনা হল

(a) আবৃত্তি করা

(b) ছবি আঁকা

(c) গান করা

(d) এলোমেলো চিন্তা ভাবনা করা

উত্তর: (d) এলোমেলো চিন্তা ভাবনা করা

 

47. রাগ ও দুঃখের একটি কারণ -

(a) নিন্দা শুনলে

(b) প্রশংসা শুনলে

(c) অন্যের কষ্ট দেখলে

(d) সবকটি

উত্তর: (a) নিন্দা শুনলে

 

48. যৌনাঙ্গের পরিণতির সঙ্গে জড়িত হরমোন হল

(a) ইনসুলিন ও থাইরক্সিন

(b) থাইরক্সিন ও অ্যাড্রিনালিন

(c) টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন

(d) সোমাটোট্রফিক হরমোন ও ভ্যাসোপ্রেসিন

উত্তর: (c) টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন

 

49. বয়ঃসন্ধির শুরুতে মেয়েদের বৃদ্ধি ছেলেদের তুলনায়

(a) দ্রুত ঘটে

(b) ধীরে ঘটে

(c) নগণ্য

(d) খুব অল্প ঘটে

উত্তর: (a) দ্রুত ঘটে

 

50. বয়ঃসন্ধির একটি আচরণগত সমস্যা হল

(a) সৃজনশীলতা

(b) ঝুঁকিপূর্ণ আচরণ

(c) আবেগ নিয়ন্ত্রণ

(d) সহানুভূতি

উত্তর: (b) ঝুঁকিপূর্ণ আচরণ

 

Ture And False

 

1. হরমোন হল আমাদের শরীরে রক্তবাহিত কয়েক ধরনের রাসায়নিক পদার্থ। 

 

2. লালাগ্রন্থি বহিঃক্ষরা গ্রন্থির অন্তর্গত। 

 

3. পাকস্থলী থেকে পাচকরস বের হয়। 

 

4. নালিকাযুক্ত গ্রন্থিকে অন্তঃক্ষরাগ্রন্থি বলা হয়। 'x'

 

সঠিক উত্তর: নালিকাযুক্ত গ্রন্থিকে বহিঃক্ষরা গ্রন্থি বলা হয়

 

5. থাইরয়েড এক ধরনের অন্তঃক্ষরাগ্রন্থি। 

 

6. পিটুইটারি গ্রন্থি থেকে ইনসুলিন ক্ষরিত হয়। 'x'

  

7. থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। 

 

৪. জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য দেহকে প্রস্তুত করে গ্লুকাগন হরমোন। 'x'

9. টেস্টোস্টেরন কেবলমাত্র পুরুষের দেহে পাওয়া যায়। 'x'

10. শুক্রাশয় স্ত্রী ও পুরুষ উভয়ের দেহে পাওয়া যায়। 'x'

  

11. আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে থাইরক্সিন। 'x'

  

12. ইনসুলিনের বেশি ক্ষরণের ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। 'x'

 

13. অগ্ন্যাশয় থেকে কেবলমাত্র ইনসুলিন হরমোন ক্ষরিত হয়। 'x'

  

14. মনের পরিবর্তন চোখে দেখা যায়। 'x'

  

15. WHO বয়ঃসন্ধিকাল হিসেবে 10 থেকে 19 বছর পর্যন্ত বয়সকে নির্ধারিত করেছে। 

 

16. আবেগের ওপর নিয়ন্ত্রণ রেখে চলা খুবই জরুরি। 

 

17. সব অনুভূতিগুলোকে মনের ভেতর জমিয়ে রাখা বিপজ্জনক। 

 

18. আবেগের যথার্থ প্রকাশের জন্য দরকার জীবনকুশলতা চর্চা। 

 

19. ইনসুলিন হরমোন কম ক্ষরণের কারণে বারে বারে খিদে পায়। 

 

20. হরমোন খুব তাড়াতাড়ি কাজ শুরু করে। 'x'

  

21. খাটো ও লম্বা হওয়া হরমোন দ্বারা প্রভাবিত। 

 

22. গোঁফদাড়ি কখন দেখা দেবে তা হরমোন ঠিক করে দেয়। 

 

23. পাকস্থলী নিঃসৃত পাকরস হল এক ধরনের হরমোন। 'x'

 

সঠিক উত্তর: পাকস্থলী নিঃসৃত পাকরস হল উসেচক

 

24. পিটুইটারির দুখন্ডকের মধ্যে একটি খন্ডক থেকে হরমোন ক্ষরিত হয়। 'x'

 

সঠিক উত্তর: পিটুইটারির উভয় খণ্ডক থেকে হরমোন ক্ষরিত হয়

 

25. পরিণত মানুষের স্বাভাবিক অবস্থায় উচ্চতা মাত্র তিন ফুটের মতো হয়।  'x'

  

26. ভালোলাগা বা মন্দলাগাকে নিয়ন্ত্রণ করে হরমোন। 

 

27. পায়ে মশা বসলে মস্তিষ্ক ঠিক খবর পায়। 

 

28. পিটুইটারি নিঃসৃত হরমোন শরীরের পেশি ও হাড়গুলির দৈর্ঘ্য বাড়ায়। 

 

29. রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক থাকলে ডায়াবেটিক রোগের সম্ভাবনা ক্রম। 

 

30. ডান অ্যাড্রিনাল গ্রন্থিটি আকারে বড়ো।  'x'

  

31. প্রয়োজনে শরীরে বাড়তি শক্তি জোগাতে সাহায্য করে অ্যাড্রিনালিন। 

 

32. টেস্টোস্টেরনের প্রভাবে গলার স্বর ভারী হয়। 

 

33. প্রতিটি হরমোনের নির্দিষ্ট লক্ষ্য অঙ্গ থাকে না।  'x'

  

34. হরমোন ক্ষরিত হয় অন্তঃক্ষরা বা নালিবিহীন গ্রন্থি থেকে। 


35. আমাদের শরীরে প্রোটিনের ক্ষয় কমায় সোমাটোট্রফিক হরমোন। 

 

36. পিট্যুইটারি গ্রন্থি উত্তেজিত করে দেহের অন্যান্য হরমোন ক্ষরণকারী গ্রন্থিকে। 

 

37. গলায় শ্বাসনালীর দুপাশে থাকে অ্যাড্রিনাল গ্রন্থি।  'x'

  

38. থাইরক্সিন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রিত হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের প্রভাবে। 

 

39. থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুর বৃদ্ধি ব্যাহত হয়। 

 

40. প্রোটিনফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দেয় গ্লুকাগন।  'x'

  

41. দেহের অস্বাভাবিক বৃদ্ধি হয় সোমাটোট্রফিক হরমোন অধিক ক্ষরণে। 

 

42. বয়ঃসন্ধির একটি স্বাভাবিক ঘটনা হল ব্রণ হওয়া। 

 

43. মারপিট করাতর্ক করামিথ্যা কথা বলা বয়ঃসন্ধির আচরণগত সমস্যা। 

 

44. বাজি ফাটাতে গিয়ে অলির হাত পুড়ে যাওয়া একটি ঝুঁকিপূর্ণ আচরণ। 

 

45. বয়ঃসন্ধিকালে আবেগ খুব বেশি থাকে। 

 

46. আবেগের ওপর আমাদের নিয়ন্ত্রণ না থাকলে শরীর ও মনের ক্ষতি হয়। 

 

47. আত্ম-সচেতনতা জীবনকুশলতা চর্চার একটি অন্যতম দিক। 

 

48. সমস্যাকে চিনে তার কার্যকর সমাধান করা হল জীবনকুশলতা শিক্ষা। 

 

49. আবেগ এবং অনুভূতির সঠিক প্রকাশ ঘটা প্রয়োজন। 

 

50. ঠিকমতো না বলতে পারলে নানারকম বিপদ হতে পারে। 

 

51. বয়ঃসন্ধিকালে পুরুষের গলার স্বর মোটা ও ভারী হয়ে যায়। 


 

Fill In The Blanks 


1.                             গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয়

উত্তর: অ্যাড্রিনাল

 

2. অন্তঃক্ষরা গ্রন্থি                        |

উত্তর: নালিকাবিহীন

 

3. শরীর ও মনের পরিবর্তনের অন্যতম নিয়ন্ত্রক হল                          |

উত্তর: হরমোন

 

4. অল্প বয়সে                       হরমোন বেশি ক্ষরিত হলে দেহের উচ্চতা 7-8 ফুট হয়ে যায়

উত্তর: সোমাটোট্রফিক

 

5.                        হৃৎপিণ্ডের স্পন্দন হারকে বাড়াতে সাহায্য করে

উত্তর: থাইরক্সিন

 

6.                      হরমোন দেহের নানান জরুরি অবস্থায় ক্ষরিত হয়

উত্তর: অ্যাড্রিনালিন

 

7.                        হরমোনের অধিক ক্ষরণে মুন ফেস সৃষ্টি হয়। 

উত্তর: অ্যাড্রিনালিন

 

৪. শুক্রাশয় থেকে ক্ষরিত হয়                      হরমোন

উত্তর: টেস্টোস্টেরন

 

9.                         হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে ছেলেদের গলার স্বর ভারী হয়

উত্তর: টেস্টোস্টেরন

 

10. বিড়ি খেলে                      অকেজো হয়ে যায়

উত্তর: ফুসফুস

 

11. অঙ্গভঙ্গি করে কিছু কিছু                      প্রকাশ করা যায়

উত্তর: অনুভূতি

 

12.                       হরমোন স্ত্রীদেহে পুরুষদের তুলনায় কম পাওয়া যায়

উত্তরটেস্টোস্টেরন

 

13. অ্যাড্রিনালিন হরমোনের অধিক ক্ষরণে মহিলাদের মুখমণ্ডলে                   আধিক্য দেখা যায়

উত্তর: লোমের

 

14. ইনসুলিনের অভাবে রক্তে                     পরিমাণ বেড়ে যায়

উত্তরগ্লুকোজের

 

15. থাইরক্সিনের অভাবে বড়োদের শরীরের চামড়া ফোলা ফোলা ও                     হয়

উত্তর: খসখসে

 

16. অগ্ন্যাশয়ের নালিকাযুক্ত কোশ থেকে বেরোয়                        |

উত্তর: উৎসেচক

 

17.                        হরমোন আমাদের শরীরে প্রোটিনের উৎপাদন বাড়ায়

উত্তর: সোমাটোট্রফিক

 

18. হরমোনকে রাসায়নিক                      বলা হয়

উত্তর: বার্তাবাহক

 

19. থাইরয়েড স্টিমুলেটিং হরমোন                        গ্রন্থি ক্ষরণ করে

উত্তর: পিটুইটারি

 

20. মিশ্রগ্রন্থির নালিকাবিহীন কোশ থেকে                     বেরোয়

উত্তরহরমোন

 

21 গ্রন্থি গোটা শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজকে নিয়ন্ত্রণ করে

উত্তরপিটুইটারি

 

22. হরমোন তৈরি হওয়ার পর যে লক্ষ্যে যায় তার নাম                      

উত্তর: গ্রাহক

 

23. হরমোনের কাজের                    থাকে অনেকক্ষণ

উত্তরপ্রভাব

 

24. আমাদের শরীরের কোশগুলিতে অক্সিজেনের ব্যবহারকে বাড়িয়ে দেয়                     |

উত্তর: থাইরক্সিন

 

25. থাইরক্সিনের বেশি ক্ষরণে রক্তচাপের                       হয়

উত্তর: তারতম্য

 

26. ইস্ট্রোজেন                   জাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে শরীরে বদল আনে

উত্তর: ফ্যাটজাতীয়

 

27. ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন ছেলে ও মেয়েদের দেহে একটা নির্দিষ্ট                      পর সক্রিয় হয়

উত্তর: বয়সের

 

28. ভয়দ্বন্দু ও পালানোর মনোবৃত্তিকে                     গ্রন্থির ক্ষরণ পদার্থ নিয়ন্ত্রণ করে। 

উত্তর: অ্যাড্রিনাল

 

29. উৎসেচক খাবারকে                     সাহায্য করে

উত্তর: ভাঙতে

 

30. কান্নাহাসি                  দ্বারা প্রভাবিত হয়

উত্তর: হরমোন

 

31.                       শরীর ও মনের দ্রুত পরিবর্তন হয়

উত্তর: বয়ঃসন্ধিকালে

 

32.                      হরমোন রক্তের গ্লুকোজকে কোশে ঢুকতে সাহায্য করে

উত্তরইনসুলিন

 

33. ক্যালোরিজেনিক হরমোন হল                      

উত্তরথাইরক্সিন

 

34.                      হরমোনের অভাবে দেহের কোনো অংশ কেটে গেলে শুকোতে দেরি হয়

উত্তরইনসুলিন

 

35. মূত্র উৎপাদনকে নিয়ন্ত্রণ করে                        হরমোন

উত্তর: অ্যাড্রিনালিন

 

36. ছেলেদের পেশিবহুল চেহারার কারণ হল                      এর ক্ষরণ। 

উত্তর: টেস্টোস্টেরন হরমোন

 

37. মেয়েদের শরীরে মেদ জমে কোমল চেহারার কারণ হল                        হরমোন

উত্তরইস্ট্রোজেন

 

38. লোমকূপে                    জমলে ব্রণ হওয়ার সম্ভাবনা থাকে

উত্তর: সিবাম

 

39. বয়:সন্ধিকালে                     আবেগের প্রতি প্রবণতা জন্মায়। 

উত্তর: রাগ

 

40. আমাদের                   এর ওপর সবসময় নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন

উত্তর: আবেগ

 

41. অন্যের সমস্যার সঙ্গে নিজেকে সামিল করা হল                        

উত্তর: সহানুভূতি

 

Very Short Question Answer 


1. হরমোন কী?

উত্তর: হরমোন জীবদেহে ক্ষরিত একধরনের রাসায়নিক পদার্থ

 

2. হরমোন কোথা থেকে ক্ষরিত হয়?

উত্তর: নালিবিহীন গ্রন্থি বা অন্তঃক্ষরাগ্রন্থি থেকে ক্ষরিত হয়

 

3. একটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ দাও

উত্তরথাইরয়েড গ্রন্থি

 

4. বহিঃক্ষরা গ্রন্থির ক্ষরণ কোন্ পথে নির্গত হয়?

উত্তরনালিপথে

 

5. একটি সনাল গ্রন্থির নাম লেখো

উত্তর: লালাগ্রন্থি

 

6. উৎসেচকের কাজ কী?

উত্তর: খাদ্যকে ভাঙতে সাহায্য করা

 

7. কী ধরনের গ্রন্থি থেকে উৎসেচক নির্গত হয়?

উত্তর: বহিঃক্ষরা গ্রন্থি থেকে

 

৪. হরমোনকে নির্দিষ্ট ক্রিয়াস্থলে কে পৌঁছে দেয়

উত্তর: রক্ত

 

9. একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও

উত্তর: অগ্ন্যাশয়

 

10. একটি নিউরো হরমোনের নাম লেখো

উত্তর: অক্সিটোসিন

 

11. কাজ হয়ে যাওয়ার পরে হরমোনের কী পরিণতি ঘটে?

উত্তর: নষ্ট হয়ে যায়।'

 

12. পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে?

উত্তর: মস্তিষ্কের মূলদেশে

 

13. পিটুইটারি গ্রন্থির অগ্র-খণ্ডককে কী বলা হয়?

উত্তর: অ্যাডিনোহাইপোফাইসিস/ অগ্রপিটুইটারি

 

14. পিটুইটারি গ্রন্থি নিঃসৃত একটি হরমোনের নাম লেখো

উত্তর: সোমাটোট্রফিক হরমোন

 

15. কোন্ গ্রন্থি থেকে গোনাডোট্রফিক হরমোন ক্ষরিত হয়?

উত্তর: পিটুইটারি গ্রন্থি থেকে

 

16. কোন্ হরমোনকে বৃদ্ধিপোষক হরমোন বলা হয়?

উত্তরসোমাটোট্রফিক হরমোনকে

 

17. কোন্ হরমোনের অধিক ক্ষরণে অল্প বয়সে হাড় বেড়ে যায়?

উত্তর: সোমাটোট্রফিক হরমোনের অধিক ক্ষরণে

 

18. কোন্ হরমোনের অভাবে প্রাপ্ত বয়স্ক মানুষকে শিশুর মতো দেখায়?

উত্তরসোমাটোট্রফিক হরমোনের অভাবে

 

19. থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন্ হরমোন?

উত্তর: থাইরয়েড স্টিমুলেটিং হরমোন

 

20. থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন ক্ষরণে উদ্দীপনা যোগায় কে?

উত্তরথাইরয়েড স্টিমুলেটিং হরমোন

 

21. থাইরয়েড গ্রন্থির ফুলে যাওয়ার কারণ কী?

উত্তর: থাইরক্সিনের অধিক ক্ষরণ

 

22. থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে ক্ষরিত হয়?

উত্তর: পিটুইটারি গ্রন্থি থেকে

 

23. থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায়?

উত্তরমস্তিষ্কের মূল দেশে

 

24. কোন্ হরমোনের অভাবে শিশুর জিভ বেরিয়ে থাকে?

উত্তরথাইরক্সিন হরমোনের অভাবে

 

25. কোন্ হরমোনের অধিক ক্ষরণ রক্তচাপের তারতাম্য ঘটায়?

উত্তর: থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণ

 

26. গ্লুকাগন হরমোন কোন্ গ্রন্থির ক্ষরণ?

উত্তর: অগ্ন্যাশয় গ্রন্থির

 

27. অগ্ন্যাশয় থেকে হরমোন ছাড়া আর কী উৎপন্ন হয়?

উত্তর: উৎসেচক

 

28. কোন্ হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়?

উত্তর: ইনসুলিন হরমোনের অভাবে

 

29. কোন্ হরমোনকে অ্যান্টিবায়োটিক হরমোন বলা হয়?

উত্তর: ইনসুলিনকে

 

30. আমাদের শ্বাসকার্যের হারকে বাড়ায় কোন্ হরমোন?

উত্তর: অ্যাড্রিনালিন হরমোন

 

31. মুন ফেস-এর জন্য দায়ী কোন্ হরমোন?

উত্তর: অ্যাড্রিনালিন হরমোন

 

32. ডিম্বাশয় থেকে ক্ষরিত হয় এমন একটি হরমোনের নাম লেখো

উত্তর: ইস্ট্রোজেন

 

33. টেস্টোস্টেরন কোথা থেকে ক্ষরিত হয়?

উত্তর: শুক্রাশয় থেকে

 

34. কোন্ হরমোনের প্রভাবে গোঁফদাড়ি বের হয়?

উত্তর: টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে

 

35. প্রজেস্টেরন কোন্ গ্রন্থির ক্ষরণ?

উত্তর: ডিম্বাশয়ের

 

36. বয়ঃসন্ধিকালে প্রভাব বিস্তার করে এমন দুটি হরমোনের নাম লেখো

উত্তর: ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন

 

37. মনের পরিবর্তন কীসের দ্বারা প্রভাবিত হয়?

উত্তর: হরমোনের দ্বারা

 

38. ভয়ে বুক ধড়ফড় করলে তাকে নিয়ন্ত্রণে আনে কোন্ হরমোন?

উত্তর: অ্যাড্রিনালিন হরমোন

 

39. আবেগ-এর একটি উদাহরণ দাও

উত্তর: কান্না

 

40. অনুভূতির একটি উদাহরণ দাও

উত্তর: তৃপ্তি

 

41. আবেগ ও অনুভূতি উভয়ের প্রকাশ পায় কোন্ ক্রিয়ার মাধ্যমে?

উত্তর: রাগ-এর মাধ্যমে

 

42. সৃজনশীল চিন্তার একটি উদাহরণ দাও

উত্তরঃ খেলাধূলা

 

43. অগ্ন্যাশয়ের কোন অংশ থেকে হরমোন ক্ষরিত হয়?

উত্তরঅগ্ন্যাশয়ের ল্যাঙ্গারহ্যানস-এর দ্বীপপুঞ্জের কোশ থেকে হরমোন ক্ষরিত হয়

 

44. ইনসুলিন অগ্ন্যাশয়ের কোন অংশ থেকে ক্ষরিত হয়

উত্তর: ইনসুলিন অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস-এর ẞ (বিটা) কোশ থেকে ক্ষরিত হয়

 

45. যকৃত ও পেশিকোশে ইনসুলিনের প্রভাবে গ্লুকোজ কীরূপে সঞ্চিত থাকে?

উত্তর: যকৃত ও পেশি কোশে ইনসুলিনের প্রভাবে গ্লুকোজ গ্লাইকোজেনরূপে সঞ্চিত থাকে

 

46. একটি লোকাল হরমোনের নাম লেখো

উত্তর: গ্যাসট্রিন

 

47. অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন্ হরমোন?

উত্তর: অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে অ্যাড্রিনোকর্টিকোট্রফির হরমোন। (ACTH)

 

48. জননগ্রন্থির বিকাশ শুরু হয় কোন হরমোনের প্রভাবে?

উত্তরজননগ্রন্থির বিকাশ শুরু হয় গোনাডোট্রফিক হরমোনের প্রভাবে

 

49. যথার্থ ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য স্ত্রী দরকার?

উত্তর: যথার্থ ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য জীবন কুশলতার শিক্ষার দরকার

 

50. কৈশোর বা বয়ঃসন্ধি কাকে বলে?

উত্তর: শৈশব থেকে যৌবনের সময়কালকে কৈশোর বা বয়ঃসন্ধি বলে

 

 Short Question Answer


1. বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলেউদাহরণ দাও

উত্তরযে গ্রন্থির নিঃসৃত রস নালিকার মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্যস্থানে যায় তাকে বহিঃক্ষরা গ্রন্থি বলে। যথা-লালা গ্রন্থি

 

2. অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে?

উত্তর: যে গ্রন্থির নালিকা নেই এবং গ্রন্থির নিঃসৃত রস সরাসরি রক্তে মেশে তাকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। যথা-পিটুইটারি গ্রন্থি

 

3. হরমোন কী এবং কোথা থেকে ক্ষরিত হয়

উত্তর: হরমোন হল কয়েক ধরনের রাসায়নিক পদার্থ। হরমোন অন্তঃ ক্ষরাগ্রন্থি থেকে ক্ষরিত হয়

 

4. মিশ্র গ্রন্থি কাকে বলেউদাহরণ দাও

উত্তর: যে গ্রন্থিতে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা দু'ধরনের গ্রন্থিকোশ থাকে তাকে মিশ্রগ্রন্থি বলে। যথা-অগ্ন্যাশয়

 

5. মিশ্রগ্রন্থির কোন্ অংশ থেকে কী বের হয়?

উত্তরমিশ্রগ্রন্থির নালিকাবিহীন কোশ থেকে হরমোন বের হয় এবং নালিকাযুক্ত কোশ থেকে উৎসেচক বের হয়

 

6. চারটি অন্তঃক্ষরা গ্রন্থির নাম লেখো

উত্তর: পিটুইটারি গ্রন্থিথাইরয়েড গ্রন্থিঅ্যাড্রিনাল গ্রন্থি এবং শুক্রাশয় গ্রন্থি

 

7. আমাদের দেহে পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়?

উত্তর: আমাদের দেহে মস্তিষ্কের মূলদেশে দুটি খণ্ডবিশিষ্ট পিটুইটারি গ্রন্থির অবস্থান

 

৪. অগ্র পিটুইটারি ও পশ্চাৎ পিটুইটারি কাকে বলে?

উত্তর: পিটুইটারিগ্রন্থির দুটি খন্ডকের মধ্যে ওপরের খন্ডকে বলে অগ্রপিটুইটারি এবং নীচের খন্ডকে বলে পশ্চাৎ পিটুইটারি

 

9. পিটুইটারি গ্রন্থি নিঃসৃত চারিটি হরমোনের নাম লেখো

উত্তর: পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলি হল- (i) সোমাটোট্রফিক হরমোন, (ii) থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, (iii) গোনাডোট্রফিক হরমোন এবং (iv) ভ্যাসোপ্রোসিন

 

10. কোন্ হরমোনকে বৃদ্ধি পোষক হরমোন বলা হয়কোন গ্রন্থি এই হরমোন ক্ষরণ করে?

উত্তর: সোমাটোট্রফিক হরমোনকে বৃদ্ধিপোষক হরমোন বলে। পিটুইটারি গ্রন্থি এই হরমোন ক্ষরণ করে

 

11. সোমাটোট্রফিক হরমোনের দুটি কাজ উল্লেখ করো

উত্তরসোমাটোট্রফিক হরমোনের কাজ হল- (i) শরীরের বিভিন্ন পেশি ও হাড়গুলির দৈর্ঘ্য বাড়ানো। (ii) প্রোটিনের উৎপাদন বাড়ানো ও ক্ষয় কমানো

 

12. অল্প বয়সে সোমাটোট্রফিক হরমোনের বেশি ক্ষরণ হলে কী সমস্যা দেখা দেয়?

উত্তরঅল্প বয়সে সোমাটোট্রফিক হরমোনের বেশি ক্ষরণ হলে-(1) হাড় বেড়ে যায় এবং (ii) শরীরের উচ্চতা 7-8 ফুট হয়ে যায়

 

13. সোমাটোট্রফিক হরমোনের কম ক্ষরণে কী সমস্যা দেখা দেয়?

উত্তরসোমাটোট্রফিক হরমোনের কম ক্ষরণে পরিণত মানুষের উচ্চতা মাত্র তিন ফুটের মতো হয়। অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষকে শিশুর মতো দেখায়

 

14. থাইরক্সিন কী?

উত্তরথাইরক্সিন হল থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন। এটি অ্যামাইনধর্মী হরমোন। এই হরমোন দৈহিক ও মানসিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

 

15. থাইরক্সিনের অধিক ক্ষরণে কী সমস্যা দেখা দেয়?

উত্তর: থাইরক্সিনের অধিক ক্ষরণে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। এর ফলে গলাও ফুলে যায়

 

16. থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে কেন

উত্তর: থাইরক্সিন হরমোন আমাদের শরীরের কোশগুলিতে অক্সিজেনের ব্যবহার বাড়িয়ে দিয়ে তাপ উৎপাদনে সাহায্য করে। তাই একে ক্যালোরিজেনিক হরমোন বলে

 

17. থাইরয়েড গ্রন্থির কয়টি খণ্ড রয়েছেএই গ্রন্থির হরমোন ক্ষরণে কে উদ্দীপনা জোগায়?

উত্তর: থাইরয়েড গ্রন্থির দুটি খণ্ড রয়েছে। এই গ্রন্থির হরমোন ক্ষরণে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন উদ্দীপনা যোগায়। 

 

18. থাইরক্সিনের দুটি কাজ লেখো। 

উত্তর: থাইরক্সিন: (i) তৃৎপিন্ডের স্পন্দন হারকে বাড়াতে সাহায্য করে

(ii) শরীরে শক্তি উৎপাদনকে প্রভাবিত করে

 

19. থাইরক্সিন বেশি ক্ষরিত হলে কী কী লক্ষণ দেখা দেয়?

উত্তরথাইরক্সিনের বেশি ক্ষরণে: (i) চোখ দুটো যেন ঠেলে বাইরে চলে আসছে মনে হয়

(ii) থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে

 

20. থাইরক্সিনের অভাবে শিশুর যে সমস্যা দেখা দেয় তার যেকোনো দুটির উল্লেখ করো

উত্তরথাইরক্সিনের অভাবে:

(i) শিশুর বৃদ্ধি কমে যায়

(ii) জিভ বেরিয়ে থাকে

 

21. থাইরক্সিনের অভাবে বড়োদের শরীরে কী সমস্যা দেখা দেয়?

উত্তর: থাইরক্সিনের অভাবে বড়োদের শরীরের চামড়া ফোলা ফোলা ও খসখসে হয়

 

22. অগ্ন্যাশয় গ্রন্থি থেকে কোন্ কোন্ হরমোন ক্ষরিত হয়?

উত্তরইনসুলিন ও গ্লুকাগন হরমোন অগ্ন্যাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হয়

 

23. ইনসুলিন হরমোনের দুটি কাজ লেখো

উত্তরইনসুলিন: (i) রক্তের সাহায্যে গ্লুকোজকে কোশে ঢুকতে সাহায্য করা

(ii) গ্লুকোজের ভাঙন ঘটিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করা

 

24. ইনসুলিন হরমোন কম ক্ষরিত হলে মূত্রের সঙ্গে গ্লুকোজ বেরোতে থাকে কেন?

উত্তর: ইনসুলিন হরমোন কম ক্ষরিত হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। ফলেমূত্রের সঙ্গে গ্লুকোজ দেহ থেকে বাইরে বেরিয়ে যায়

 

25. অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান উল্লেখ করো

উত্তর: আমাদের প্রতিটি বৃক্ক বা কিডনির উপর ত্রিভুজের মতো একটি করে মোট এক জোড়া গ্রন্থি অবস্থিত

 

26. অ্যাড্রিনাল গ্রন্থির আকার বর্ণনা করো

উত্তরঅ্যাড্রিনাল গ্রন্থির আকার অনেকটা টুপির মতোতবে বাম গ্রন্থিটি আকারে বড়ো এবং ডান গ্রন্থিটি আকারে ছোটো

 

27. কোন্ হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয় এবং কেন বলা হয়?

উত্তরঅ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়। কারণএই হরমোন জরুরি অবস্থা মোকাবিলার জন্য দেহকে প্রস্তুত করে

 

28. অ্যাড্রিনালিন হরমোনের দুটি কাজ উল্লেখ করো

উত্তরঅ্যাড্রিনালিন হরমোন আমাদের শরীরে (i) তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং (ii) শ্বাসকার্যের হারকে বাড়ায়

 

29. মুন ফেস-এর কারণ কী?

উত্তর: মুন ফেস-এর কারণ হল অ্যাড্রিনালিন হরমোনের অধিক ক্ষরণ। 

 

30. অ্যাড্রিনালিন হরমোন কম ক্ষরিত হলে কী সমস্যা দেখা দেয়?

উত্তর: অ্যাড্রিনালিন হরমোন কম ক্ষরিত হলে হজমের গন্ডগোলপেশির দুর্বলতা ইত্যাদি উপসর্গ তৈরি হয়। 

 

31. ছেলে ও মেয়েদের শরীরের জনন গ্রন্থির নাম কী?

উত্তরছেলেদের শরীরের জননগ্রন্থির নাম শুক্রাশয় এবং মেয়েদের শরীরের জননগ্রন্থির নাম ডিম্বাশয়

 

32. বয়ঃসন্ধিকালে টেস্টোস্টেরনের প্রভাবে ছেলেদের দেহের লক্ষনীয় দুটি পরিবর্তন উল্লেখ করো

উত্তর: বয়ঃসন্ধিকালে টেস্টোস্টেরনের প্রভাবে ছেলেদের (i) গোঁফদাড়ি প্রকাশ পায় এবং (ii) পেশিবহুল চেহারার প্রকাশ ঘটে

 

33. ইস্ট্রোজেনের দুটি কাজ লেখো

উত্তরইস্ট্রোজেন: (i) হাড় ও পেশির বৃদ্ধি ঘটিয়ে দেহের সম্পূর্ণ বৃদ্ধি ঘটায়

(ii) ত্বকের নীচে ফ্যাটজাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে শরীরে বদল আনে

 

34. জননগ্রন্থি নিঃসৃত হরমোনগুলির নাম লেখো

উত্তরজননগ্রন্থি নিঃসৃত হরমোনগুলি হল-ইস্ট্রোজেনপ্রজেস্টেরন ও টেস্টোস্টেরন

 

35. লালাগ্রন্থি ও পাকস্থলী থেকে কী ধরনের রস বের হয়?

উত্তরলালাগ্রন্থি থেকে লালারস বের হয় এবং পাকস্থলী থেকে পাচকরস বের হয়

 

36. ইনসুলিন গ্লুকোজকে আমাদের দেহে কোথায় কী অবস্থায় সঞ্চয় করে রাখতে সাহায্য করে?

উত্তরইনসুলিন গ্লুকোজকে আমাদের দেহে যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন- রূপে সঞ্চয় করে রাখতে সাহায্য করে

 

37. বয়ঃসন্ধি কাকে বলে?

উত্তরশৈশবের পর যে সময়ে দেহ ও মনের দ্রুত পরিবর্তন হয়। তাকে বয়ঃসন্ধি বলে। সাধারণত 10-19 বছর পর্যন্ত বয়সকে বয়ঃসন্ধি বলে

 

38. বয়ঃসন্ধিকালে কোন কোন হরমোন শরীরে দ্রুত পরিবর্তন আনে?

উত্তর:গোনাডোট্রফিক হরমোনইস্ট্রোজেনটেস্টোস্টেরনপ্রজেস্টেরনগ্লুকোকটিকয়েডঅ্যাড্রিনালিন

 

39. বয়ঃসন্ধিতে দেখা যায় এমন দুটি আচরণগত সমস্যা লেখো। 

উত্তরবয়ঃসন্ধিতে দেখা যায় এমন দুটি আচরণগত সমস্যা হল মিথ্যা কথা বলাঅকারণে কেঁদে ফেলা ইত্যাদি

 

40. আবেগ ও অনুভূতি কী?

উত্তরআবেগ ও অনুভূতি দুটিই হল মানসিক অবস্থা। পরিবেশের পরিবর্তন অন্যের আচরণ মনের ওপর যে ছাপ ফেলে তাকে আমরা অনুভূতি বলি। এই অনুভূতির প্রকাশিত রূপ হল আবেগ। যেমন ভালো গান শুনলে আনন্দ হয়। এখানে ভালো গান শোনা হল অনুভূতি আর আনন্দ হল আবেগ

 

41. রাগ কীএর প্রভাবে আমাদের দেহে কী পরিবর্তন হয়?

উত্তর: রাগ হল আবেগ ও অনুভূতির মিশ্ররূপ। আমরা যখন রেগে যাই তখন আমাদের শরীরে বিশেষ বিশেষ জৈব-রাসায়নিক পরিবর্তন ঘটে আমাদের দেহে তাপ উৎপন্ন হয় এবং তা সারাদেহে ছড়িয়ে পড়ে। রাগের সময় আমাদের আচরণের পরিবর্তন হয়

 

42. ছেলে ও মেয়েদের দেহে কোন হরমোনের প্রভাবে এবং কোন সময়কালে জনন হরমোন ক্ষরণ শুরু হয়?

উত্তর: বয়ঃ সন্ধিকালে গোনাডোট্রফিক হরমোনের প্রভাবে ছেলে মেয়েদের জনন হরমোন ক্ষরণ শুরু হয়

 

43. জীবনকুশলতা কাকে বলে?

উত্তর: জীবন কুশলতা হল একটি বিশেষ আচরণ যা প্রতিটি মানুষকে। তার নানা চাহিদা ও চ্যালেঞ্জের মুখোমুখি করে মোকাবিলা করার সাহাস যোগায়

 

44. জীবন কুশলতা শিক্ষার প্রয়োজন কেন?

উত্তর: বয়ঃসন্ধিকালে মানুষের শরীর ও মনের দ্রুত পরিবর্তন ঘটে। এই দ্রুত পরিবর্তনের ফলে প্রত্যেকেই টানাপোড়েনের মুখোমুদ্ধি হতে হয়। ফলে আমরা কোনো কোনো সময় দিশেহারা হয়ে। যাই। তাই নিজের এবং বাইরের পরিবেশের নানা অনিশ্চয়তার ও চাপের মুখোমুখি হবার কুশলতা অর্জন করা ও যথার্থ ভালো। মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য দরকার জীবন কুশলতার শিক্ষা। 

 

Paid Answer Link (Membership User)


EDITING BY--Liza Mahanta