Class 9 Bangla (WBBSE)
Lesson 9
দাম
বহুবিকল্পভিত্তিক
প্রশ্নোত্তর
👉Paid Answer (For Membership User)
সঠিক উত্তরটি নির্বাচন করো।
প্রশ্নঃ সুকুমারবাবু এখন কলেজে যে বিষয় পড়ান
(a) অঙ্ক
(b) বাংলা
(c) দর্শন
(d) ভূগোল।
উত্তরঃ (b) বাংলা
প্রশ্নঃ সুকুমারবাবু
মাস্টারমশাইয়ের স্নেহ-মায়া-মমতা ক'টাকায় বিক্রি করেছিলেন বলে উল্লেখ করেছেন?
(a) দশ টাকায়
(b) ন’টাকায়
(c) এগারো টাকায়
(d) পাঁচ টাকায়।
উত্তরঃ (a) দশ টাকায়
প্রশ্নঃ খসখস করে ঝড়ের গতিতে কী এগিয়ে চলত?
(a) টিকটিকি
(b) ঘড়ি
(c) নদী
(d) খড়ি।
উত্তরঃ (d) খড়ি।
প্রশ্নঃ "অহেতুক তাড়না করে কাউকে" কী করা যায় না?
(a) দৌড় করানো যায় না
(b)
শিক্ষা দেওয়া যায় না
(c)
মানুষ করা যায় না
(d)
পণ্ডিত করা যায় না।
উত্তরঃ (b)
শিক্ষা দেওয়া যায় না
প্রশ্নঃ গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই -
(a) ভয়ে পালায়
(b)
ঘোড়া হয়ে যায়
(c)
পিটিয়ে দেয়
(d)
পশুত্ব পায়।
উত্তরঃ (d)
পশুত্ব পায়।
প্রশ্নঃ 'অল্পের জন্য' কী রক্ষা পেল?
(a) মানসম্মান
(b) স্টেজটা
(c) চেয়ারটা
(d)
ফুলদানিটা।
উত্তরঃ (d)
ফুলদানিটা।
প্রশ্নঃ বৃদ্ধ লোকটি তাকে
কী বলে ডাকলেন?
(a)
সুরঞ্জন
(b)
সুকুমার
(c) সুদেব
(d)
সুরকুমার।
উত্তরঃ (b)
সুকুমার
প্রশ্নঃ মাস্টারমশাই ছিলেন-
(a)
সাহিত্যের ছাত্র
(b)
বিজ্ঞানের ছাত্রও
(c)
বাণিজ্য বিভাগের ছাত্র
(d)
ভূগোলের ছাত্র।
উত্তরঃ (b)
বিজ্ঞানের ছাত্রও
প্রশ্নঃ মাস্টারমশাই জামার
পকেট থেকে বের করলেন
(a)
রুমাল
(b)
চিঠি
(c)
পেন
(d)
জীর্ণ পত্রিকা।
উত্তরঃ (d)
জীর্ণ পত্রিকা।
প্রশ্নঃ "ওনার যেন সব মুখস্থ।" কী মুখস্থ ছিল
(a)
পৃথিবীর যত অঙ্ক
(b)
পৃথিবীর যত কবিতা
(c)
পৃথিবীর যত নদীর দাম
(d)
সব দেশের রাজধানীর নাম।
উত্তরঃ (a) পৃথিবীর যত অঙ্ক
প্রশ্নঃ মনে হল, স্নেহ-মমতা-ক্ষমার
এক
(a)
বটবৃক্ষের সামনে এসে দাঁড়িয়েছি
(b)
মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি
(c)
মহানদীর সামনে এসে দাঁড়িয়েছি
(d)
মহাকাশের সামনে এসে দাঁড়িয়েছি।
উত্তরঃ (b) মহাসমুদ্রের ধারে এসে
দাঁড়িয়েছি
প্রশ্নঃ "...
বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে
ছুঁড়ে...."
-তাঁর এই বিরক্তির কারণ-
(a) ডাস্টার ভেঙে দু'টুকরো হয়ে গেছে
(b)
ছেলেদের অঙ্কে ভুল হচ্ছে বারবার
(c)
মাস্টারমশাই গরমে কাহিল হয়ে গেছেন
(d)
হাতের খড়ি দু-টুকরো হয়ে গেছে।
উত্তরঃ (d)
হাতের খড়ি দু-টুকরো হয়ে
গেছে।
প্রশ্নঃ "মাস্টারমশাই বললেন, বেঁচে থাকো বাবা,..... হও।"
(a) যশস্বী
(b)
বড়ো
(c) জীবনে সফল
(d)
বাবার মতো মানুষ।
উত্তরঃ (a) যশস্বী
প্রশ্নঃ কারা 'ওঁর ভয়ে তটস্থ' হয়ে থাকত?
(a) অঙ্কে যারা শূন্য পায়
(b)
অঙ্কে যারা একশোর মধ্যে একশোও পায়
(c)
ভূগোলে যারা ফেল করে
(d)
বাংলায় যারা একশোর মধ্যে একশো পায়।
উত্তরঃ (b)
অঙ্কে যারা একশোর মধ্যে
একশোও পায়
প্রশ্নঃ পুরুষ মানুষ হয়ে-
(a) লাফাতে পারিসনে
(b)
সাঁতার কাটতে পারিসনে
(c)
অঙ্ক পারিসনে
(d)
কাজ করতে পারিসনে।
উত্তরঃ (c)
অঙ্ক পারিসনে
প্রশ্নঃ সুকুমারবাবু অঙ্কের হাত থেকে রেহাই
পেলেন-
(a) উচ্চ মাধ্যমিকের পর
(b) নবম শ্রেণির পর
(c) অষ্টম শ্রেণির পর
(d)
ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে।
উত্তরঃ (d)
ম্যাট্রিকুলেশনের গণ্ডি
পার হয়ে।
প্রশ্নঃ মাস্টারমশাইয়ের চোখ
বুদ্ধিতে ছুরির ফলার মতো
(a)
ঝকঝক করত
(b) চকচক করত
(c) জ্বলজ্বল করত
(d)
ঝিকমিক করত।
উত্তরঃ (a)
ঝকঝক করত
প্রশ্নঃ লিখতে গিয়ে সুকুমারবাবুর মনে এল-
(a) মাস্টারমশাইয়ের কথা
(b)
শিশুকালের কথা
(c) বন্ধুদের কথা
(d)
স্কুলজীবনের কথা।
উত্তরঃ (a) মাস্টারমশাইয়ের কথা
অতিসংক্ষিপ্ত
প্রশ্নোত্তর
প্রশ্নঃ অঙ্কের মাস্টারমশাই সম্পর্কে সকলের কী
ধারণা ছিল?
প্রশ্নঃ "এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি"-এখানে কী বিষয়ের কথা বলা
হয়েছে?
প্রশ্নঃ স্বর্গের দরজাতে
মাস্টারমশাইয়ের মতে কী কথা লেখা রয়েছে?
প্রশ্নঃ সুকুমারবাবুর মতে, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে কী ফল হয়?
প্রশ্নঃ কারা মাস্টারমশাইয়ের ভয়ে তটস্থ হয়ে
থাকত?
প্রশ্নঃ কী বলে অঙ্কের
মাস্টারমশাই কাঁদুনে ছাত্রদের ভয় দেখাতেন?
প্রশ্নঃ "কুবেরের ভাণ্ডারকে
ধার দিয়েও" কী পাওয়া যায় না?
প্রশ্নঃ 'দশ টাকায়' কাকে বিক্রি
করেছিলেন বলে সুকুমারবাবু মনে করেন?
প্রশ্নঃ 'দাম'
গল্পে কথকের সঙ্গে দেখা করতে আসা
মানুষটি দেখতে কেমন ছিল?
প্রশ্নঃ বৃদ্ধ লোকটি আসলে
কে ছিলেন?
প্রশ্নঃ মাস্টারমশাই কী বলে সুকুমারবাবুকে
আশীর্বাদ করলেন?
প্রশ্নঃ কী বলে মাস্টারমশাই
সুকুমারবাবুর প্রশংসা করলেন?
ব্যাখ্যাভিত্তিক
প্রশ্নোত্তর
প্রশ্নঃ "এ অপরাধ আমি বইব
কেমন করে?" অপরাধ কী? বক্তার এমন ভাবনার কারণ কী
প্রশ্নঃ "সে স্বর্গের চাইতে
লক্ষ যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করিতাম"-'সে 'স্বর্গ' বলতে কোন স্বর্গের
কথা বোঝানো হয়েছে? 'নিরাপদ' শব্দটি ব্যবহার করা
হয়েছে কেন?
প্রশ্নঃ "তার প্রমাণ আমি
নিজেই"-বক্তা নিজে কীসের প্রমাণ?
প্রশ্নঃ "দু-চোখ দিয়ে তাঁর আগুন ঝরছে"-কার চোখ দিয়ে আগুন ঝরছে? কেন?
প্রশ্নঃ "সব যেন ওঁর মুখস্থ"-'সব' বলতে কী বোঝানো হয়েছে? এ ধরনের ভাবনার
কারণ কী?
রচনাধর্মী
প্রশ্নোত্তর
প্রশ্নঃ "আমি তাঁকে দশ টাকায় বিক্রি করেছিলুম।" কে, কী দশ টাকায় বিক্রি করেছিলেন? দশ টাকায় বিক্রি
করে বিক্রেতার অনুভূতি কেমন হয়েছিল?
প্রশ্নঃ "আমার ছাত্র আমাকে
অমর করে দিয়েছে"- এখানে বক্তা কে? এই উক্তির মধ্য
দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে?
প্রশ্নঃ "মনে হলো স্নেহ-মমতা-ক্ষমার এক
মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি।"-বক্তা কে? কার সম্পর্কে এ
মন্তব্য করা হয়েছে?
উদ্দিষ্ট ব্যক্তিকে এমন উপমায় ভূষিত
করার কারণ কী?
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন
Paid Answer Link (Membership User)