অধ্যায়-৭
জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ
👉Paid Answer (For Membership User)
বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো।
প্ৰশ্নঃ জাতিসংঘের স্থায়ী আন্তর্জাতিক বিচারালয়টি অবস্থিত-
(a) হোগ-এ (b) বার্নে-এ
(c) মস্কোতে (d) জুরিখে।
প্ৰশ্নঃ জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা হলো-
(a) ১০ (b) ১১
(c) ১৫ (d) ১৬।
প্ৰশ্নঃ জাতিসংঘের প্রধান কার্যালয় ছিল যে শহর-
(a) ওয়াশিংটন (b) জুরিখ
(c) জেনেভা (d) বার্লিন।
প্ৰশ্নঃ জাতিসংঘের প্রথম অধিবেশন আহ্বান হয়-
(a) ১৯২০ খ্রিস্টাব্দে (b) ১৯২১ খ্রিস্টাব্দে
(c) ১৯২২ খ্রিস্টাব্দে (d) ১৯২৩ খ্রিস্টাব্দে।
প্ৰশ্নঃ সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস (UN Day) হলো-
(a) ২৪ অক্টোবর, ১৯৪৫ খ্রিস্টাব্দ
(b) ২৩ ডিসেম্বর, ১৯৪৫ খ্রিস্টাব্দ
(c) ২২ জানুয়ারি, ১৯৪৬ খ্রিস্টাব্দ
(d) উপরের কোনোটিই নয়।
প্ৰশ্নঃ ১৯৪৫ খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে স্বাক্ষরকারী দেশ-
(a) ৪৫টি (b) ৪৮টি
(c) ৫১টি (d) ৭২টি।
প্ৰশ্নঃ যে সংস্থাটি জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো-
(a) অর্থনৈতিক (b) সামাজিক পরিষদ
(c) সাধারণ সভা (d) নিরাপত্তা পরিষদ
প্ৰশ্নঃ কোন সভা জাতিপুঞ্জের মহাসচিব নিয়োগ করে?
(a) সাধারণ সভা (b) অছি পরিষদ
(c) নিরাপত্তা পরিষদ (d) সামাজিক পরিষদ।
প্ৰশ্নঃ সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব
(a) বানকি-মুন (b) ট্রিগতি লি
(c) পেরেজ দ্য কুয়েলার (d) উড্রো উইলসন।
প্ৰশ্নঃ 'চোদ্দো দফা শর্ত' ঘোষণাটি কার ছিল?
(a) ট্রিগভি লিও (b) উড্রো উইলসন
(c) এরিক ড্রামন্ড (d) লেনিন।
প্ৰশ্নঃ জাতিসংঘের প্রথম অধিবেশনে সদস্যসংখ্যা ছিল-
(a) ৩৭ (b) ৩৮
(c) ৩৯ (d) ৪০।
প্ৰশ্নঃ জার্মানি জাতিসংঘে যোগদান করে-
(a) ১৯২২ খ্রিস্টাব্দে (b) ১৯২৬ খ্রিস্টাব্দে
(c) ১৯২৩ খ্রিস্টাব্দে (d) ১৯২৮ খ্রিস্টাব্দে।
প্ৰশ্নঃ যিনি জাতিসংঘের জনক নামে পরিচিত ছিলেন
(a) তিনি হলেন (b) উইনস্টন চার্চিল
(c) উড্রো উইলসন (d) তোজো স্ট্যালিন।
প্ৰশ্নঃ জাতিসংঘের অবলুপ্তি ঘটে-
(a) ১৯৪০ খ্রিস্টাব্দে (b) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(c) ১৯৪৬ খ্রিস্টাব্দে (d) ১৯৪৭ খ্রিস্টাব্দে।
প্ৰশ্নঃ জাতিপুঞ্জের সনদ-সদস্যের সংখ্যা-
(a) ৫০ (b) ৫১
(c) ৫২ (d) ৫৩।
প্ৰশ্নঃ স্যার এরিক ড্রামন্ড ছিলেন জাতিসংঘের-
(a) প্রথম মহাসচিব (b) দ্বিতীয় মহাসচিব
(c) তৃতীয় মহাসচিব (d) চতুর্থ মহাসচিব।
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্ৰশ্নঃ কোথায়, কবে জাতিসংঘের প্রথম অধিবেশন বসে?
প্ৰশ্নঃ জাতিসংঘের প্রধান কার্যালয় বা সদর দফতর কোথায় অবস্থিত ছিল?
প্ৰশ্নঃ জাতিসংঘের প্রথম অধিবেশনে কয়টি সদস্য-রাষ্ট্র ছিল?
প্ৰশ্নঃ কত খ্রিস্টাব্দে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়?
প্ৰশ্নঃ কোথায় সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত?
প্ৰশ্নঃ জাতিপুঞ্জের সনদে ক'টি নীতির উল্লেখ আছে?
প্ৰশ্নঃ কত খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়?
প্ৰশ্নঃ IMF বলতে কী বোঝায়?
প্ৰশ্নঃ জাতিসংঘের সাধারণ সভার কাজকর্ম পরিচালনার জন্য কয়টি স্থায়ী কমিটি ছিল?
প্ৰশ্নঃ কে সম্মিলিত জাতিপুঞ্জের (UN) নামকরণ করেন?
প্ৰশ্নঃ কে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব বা সেক্রেটারি জেনারেল ছিলেন?
প্ৰশ্নঃ কবে, কারা 'মস্কো ঘোষণাপত্র' প্রকাশ করেন?
প্ৰশ্নঃ কোথায় আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়?
প্ৰশ্নঃ আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
প্ৰশ্নঃ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা কত?
প্ৰশ্নঃ কত খ্রিস্টাব্দে জার্মানিকে জাতিসংঘের সদস্যপদ দেওয়া হয়?
প্ৰশ্নঃ কত খ্রিস্টাব্দে জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে?
প্ৰশ্নঃ সোভিয়েত রাশিয়া কবে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে?
প্ৰশ্নঃ UNO-এর পুরো নাম কী?
প্ৰশ্নঃ জাতিপুঞ্জের বর্তমান সভাপতি কে?
প্ৰশ্নঃ WHO বলতে কী বোঝায়?
প্ৰশ্নঃ কাকে 'জাতিসংঘের জনক' নামে অভিহিত করা হয়?
প্ৰশ্নঃ কত খ্রিস্টাব্দে জাতিসংঘ বা লিগ অব নেশন্স-এর চুক্তিপত্র ও গঠনতন্ত্র প্রস্তুর। হয়েছিল?
প্ৰশ্নঃ কত খ্রিস্টাব্দে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়?
প্ৰশ্নঃ কোন শহরে জাতিসংঘের স্থায়ী আন্তর্জাতিক আদালত ছিল?
প্ৰশ্নঃ জাতিসংঘ প্রতিষ্ঠার ২টি উদ্দেশ্য লেখো।
প্ৰশ্নঃ নিরাপত্তা পরিষদের হাতে কী কী ক্ষমতা রয়েছে?
অথবা,
জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মূল কাজ কী?
প্ৰশ্নঃ সম্মিলিত জাতিপুঞ্জের শাখাগুলির নাম লেখো।
প্ৰশ্নঃ লিগ এবং জাতিপুঞ্জের মধ্যে মিল ও অমিল দেখাও।
প্ৰশ্নঃ আন্তর্জাতিক বিচারালয় কোন ভূমিকা পালন করে?
প্ৰশ্নঃ আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা করা।
প্ৰশ্নঃ 'লিগ কভেনান্ট' বলতে কী বোঝো?
প্ৰশ্নঃ 'সানফ্রান্সিসকো সম্মেলন' বলতে কী বোঝো?
প্ৰশ্নঃ লোকার্নো চুক্তি কী?
প্ৰশ্নঃ জাতিপুঞ্জের প্রধান কয়েকটি সাফল্য উল্লেখ করো।
প্ৰশ্নঃ জাতিসংঘের সচিবালয়ের কাজ কী ছিল?
প্ৰশ্নঃ জাপান কবে, কেন জাতিসংঘ ত্যাগ করে?
প্ৰশ্নঃ কবে, কোথায় সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল?
প্ৰশ্নঃ 'আটলান্টিক সনদ' কবে, কোথায় স্বাক্ষরিত হয়?
প্ৰশ্নঃ আটলান্টিক চার্টার বলতে কী বোঝো?
প্ৰশ্নঃ কবে, কোথায় গড়ে ওঠে সম্মিলিত জাতিপুঞ্জ?
প্ৰশ্নঃ 'ভেটো' বলতে কী বোঝো?
প্ৰশ্নঃ কোন দেশগুলি জাতিপুঞ্জে 'ভেটো' প্রয়োগের অধিকারী?
প্ৰশ্নঃ লিগ অব নেশন্স ব্যর্থ হয়েছিল কেন?
প্ৰশ্নঃ লন্ডন ঘোষণাপত্র বলতে কী বোঝো?
প্ৰশ্নঃ জাতিপুঞ্জ গড়তে ইয়াল্টা সম্মেলনের কী ভূমিকা ছিল?
প্ৰশ্নঃ নিরাপত্তা পরিষদের সদস্য কতজন?
প্ৰশ্নঃ আটলান্টিক সনদের ঐতিহাসিক তাৎপর্য কী?
প্ৰশ্নঃ 'তেহেরান ঘোষণা' গুরুত্বপূর্ণ কেন?