মিশ্রণের উপাদানের পৃথকীকরণ  

    👉Paid Answer (For Membership User)

সঠিক উত্তরটি নির্বাচন করো

প্রশ্নঃ পেট্রোলিয়াম পরিশোধন করতে ব্যবহার করা হয়-

(a) পাতন পদ্ধতি  

(b) আংশিক পাতন পদ্ধতি✓

© ঊর্ধ্বপাতন পদ্ধতি

(d) পৃথক্করণ ফানেল 

প্রশ্নঃ নিম্নলিখিত কোন জোড়কে পৃথক করতে পৃথক্করণ ফানেল ব্যবহৃত হয়? জল ও সালফিউরিক

(a) অ্যাসিড

(b) জল ও নাইট্রিক অ্যাসিড

© জল ও কার্বন টেট্রাক্লোরাইড 

(d) জল ও কস্টিক সোডা

প্রশ্নঃ কেরোসিন ও জলের মিশ্রণ পৃথক করা হয়-

(a) পাতন পদ্ধতিতে

(b) আংশিক পাতন পদ্ধতিতে

© ঊর্ধ্বপাতনের সাহায্যে

(d) সেপারেটরি ফানেলের সাহায্যে। 

প্রশ্নঃ একাধিক বিশুদ্ধ পদার্থের মিশ্রণ হলো-

(a) অক্সিজেন

(b) সালফার

© সমুদ্রজল

(d) তামা 

প্রশ্নঃ মিথানল ও জলের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করতে ব্যবহার করা হয়-

(a) পাতন পদ্ধতি

(b) আংশিক পাতন পদ্ধতি

© ঊর্ধ্বপাতন পদ্ধতি  

(d) সেপারেটরি ফানেল

  

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রশ্নঃ আংশিক পাতনে কোন ধরনের মিশ্রণকে পৃথক করা হয়?

উত্তর: তরল ও তরল পদার্থের মিশ্রণ, যারা যেকোনো অনুপাতে মিশে থাকে এবং তাদের স্ফুটনাঙ্কের মধ্যে যথেষ্ট পার্থক্য থাকতে হবে

প্রশ্নঃপেট্রোলিয়াম পরিশোধন কোন প্রক্রিয়ায় করা হয়?

উত্তর: আংশিক পাতন

প্রশ্নঃ তেল ও জলের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করবে?

উত্তর: সেপারেটরি বা বিয়োজী ফানেলের সাহায্যে

প্রশ্নঃ চিনি ও জলের দ্রবণ থেকে উপাদানগুলিকে কোন পদ্ধতিতে পৃথক করা হয়?

উত্তর: পাতন

প্রশ্নঃ বিয়োজী ফানেল কী কাজে ব্যবহার করা হয়?

উত্তর: দুই বা ততোধিক অমিশ্রণীয় এবং অসম ঘনত্বের তরল পৃথক করার জন্য বিয়োজী ফানেল ব্যবহার করা হয়

প্রশ্নঃ পেট্রোলিয়ামের আংশিক পাতনে কোন উয়তায় পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যায়?

উত্তর: প্রায় 20°C উন্নতায়

প্রশ্নঃ পাতনের সাহায্যে কোন ধরনের মিশ্রণকে পৃথক করা হয়?

উত্তর:  তরল ও কঠিন পদার্থের দ্রবণকে

 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রশ্নঃ পাতন কাকে বলে?

উত্তরঃ কোনো তরলে দ্রবীভূত কঠিন পদার্থকে পৃথক করার জন্য প্রথমে দ্রবণটিতে তাপ প্রয়োগ করে তরলকে বাষ্পীভূত করা হয় এবং সেই বাষ্পকে ঠান্ডা করে পুনরায় তরলে পরিণত করা হয় এবং কঠিন পদার্থটি ঐ পাত্রে পড়ে থাকে। এইভাবে পৃথক করার পদ্ধতিকে বলা হয় পাতন

প্রশ্নঃ আংশিক পাতন কাকে বলে?

উত্তর: ভিন্ন ভিন্ন স্ফুটনাঙ্কের দুই বা ততোধিক তরল একসাথে মিশে থাকলে তাদের প্রত্যেকটি উপাদানের স্ফুটনাঙ্কের উন্নতায় বার বার ফিরে বাষ্পায়ন ও ঘনীভবন ঘটিয়ে উপাদানগুলিকে পৃথক করার পদ্ধতিকে বলা হয় আংশিক পাতন

প্রশ্নঃ জল ও ইথাইল অ্যালকোহল-এর মিশ্রণ থেকে উভয়কে সেপারেটরি ফানেলের সাহায্যে পৃথক করা যাবে কি?

উত্তর: জল বা ইথাইল অ্যালকোহল পরস্পর মিশে গিয়ে সমসত্ত্ব দ্রবণ উৎপন্ন করে। তাই এদের পৃথক করার জন্য আংশিক পাতন পদ্ধতির সাহায্য নিতে হবে

প্রশ্নঃ পেট্রোলিয়াম পরিশোধনে উপজাত দ্রব্য হিসেবে কী পাওয়া যায়?

উত্তর: পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, পিচ্ছিলকারক তেল, অ্যাসফাল্ট ইত্যাদি

প্রশ্নঃ বিয়োজী ফানেলের সাহায্যে তরলের মিশ্রণ পৃথক করার শর্তগুলি লেখো। অথবা, কী ধরনের মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করার জন্য সেপারেটরি ফানেল ব্যবহার করা হয়?

উত্তর: তরলগুলি অমিশ্রণীয় হবে, তরলগুলির ঘনত্ব বিভিন্ন হবে, তরলগুলি কলয়েডীয় অবস্থায় থাকবে না

প্রশ্নঃ অপরিশোধিত পেট্রোলিয়ামের আংশিক পাতনে বিভিন্ন উয়তায় প্রাপ্ত পদার্থগুলির নাম লেখো

উত্তর: (1) পেট্রোলিয়াম গ্যাস ~ 20°C, (2) পেট্রোল বা গ্যাসোলিন -~70°C, (3) ন্যাপথা - ~ 120°C, (4) কেরোসিন - ~ 170°C, (5) ডিজেল - ~270°C, (6) পিচ্ছিলকারক তেল ~ 350°C, (7) জ্বালানি তেল ~400°C, (8) অ্যাসফাল্ট > 400°C 

প্রশ্নঃ পেট্রোলিয়ামের আংশিক পাতনে পেট্রোল, ডিজেল ও কেরোসিনের মধ্যে কে আগে পতিত হয় তার ক্রম অনুসারে লেখো

উত্তর: পেট্রোল আগে (প্রায় 20°C উদ্বুতায়), তারপর কেরোসিন (প্রায় 170°C উন্নতায়) তারপর ডিজেল (প্রায় 270°C উন্নতায়)

 



উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন


Paid Answer Link (Membership User)


Type - Boby Bora