Class 7 Environment & Science (WBBSE)
Lesson 1.1
তাপ
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
A. সঠিক উত্তরটি নির্বাচন করো:
1. একটি সেলসিয়াস থার্মোমিটারকে ফুটন্ত জলের বাষ্পে ধরলে পারদস্তম্ভের সর্বোচ্চ উন্নতার মান-
(a) 100°C
(c) 0°C
উত্তরঃ (a) 100°C
2. তাপ হল একপ্রকার -
(a) তরল
(b) গ্যাস
(c) শক্তি
(d) বাষ্প
উত্তরঃ (c) শক্তি
3. C.G.S. পদ্ধতিতে তাপের একক
(a) °C
(b) °F
(c) জুল
(d) ক্যালোরি
উত্তরঃ (d) ক্যালোরি
4. যে উন্নতায় বরফ গলে জলে পরিণত হয় সেটি হল-
(a) 32°F
(b) 40°F
(c) 100°F
(d) 212°F
উত্তরঃ (a) 32°F
5. ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর -
(a) 0°
(b) 32°
(c) 100°
(d) 180°
উত্তরঃ (d) 180°
6. জ্বর হওয়া কোনো রোগীর শরীরের উয়তা পাওয়া গেল 104°F। ওই উন্নতা সেলসিয়াস থার্মোমিটারে মাপলে সেই মান হবে -
(a) 40.1
(b) 40.6
(c) 40
(d) 42
উত্তরঃ (c) 40
7. উয়তা মাপার জন্য ব্যবহৃত হয় -
(a) ব্যারোমিটার
(b) ক্যালোরিমিটার
(c) অক্সানোমিটার
(d) থার্মোমিটার
উত্তরঃ (d) থার্মোমিটার
৪. ফারেনহাইট স্কেলের থার্মোমিটার ফুটন্ত জলের উন্নতা হল-
(a) 0°F
(b) 100°F
(c) 212°F
(d) 32°F
উত্তরঃ (c) 212°F
9. এক বালতি গরম জল থেকে এক কাপ গরমজল তুলে নিলে দুটি পাত্রের-
(a) তাপ
(b) জলের পরিমাণ
(c) উন্নতা
(d) তাপ ও উন্নতা উভয়ই একই থাকবে
উত্তরঃ (c) উন্নতা
10. ফারেনহাইট থার্মোমিটার বরফের মধ্যে ডোবানো অবস্থায় পারদসূত্র উচ্চতা ও ফুটন্তজলের বাষ্পে পারদসূত্রে উচ্চতার মধ্যবর্তী অঞ্চলকে কত ভাগে ভাগ করা হয়?
(a) 180
(b) 212
(c) 100
(d) 32
উত্তরঃ (a) 180
11. একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উন্নতা - 1° ও সবচেয়ে বেশি উন্নতা 99° মাপা যায়, ওই থার্মোমিটারে 1° করে মোট কটি ঘর পাওয়া যাবে?
(a) 100
(b) 99
(c) 101
(d) 98
উত্তরঃ (a) 100
B. শূন্য়স্থান পূরণ করোঃ
1. ফারেনহাইট থার্মোমিটারের নিম্নস্থিরাঙ্ক ।
উত্তরঃ 32°F
2. সেলসিয়াস স্কেলের 100 ঘর সবসময় ফারেনহাইট স্কেলের ঘরের সমান।
উত্তরঃ 180
3. থার্মোমিটারে ধাতু ব্যবহার করা হয়।
উত্তরঃ পারদ
4. দুটি ভিন্ন তাপমাত্রার বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে কোন্ পদার্থ তাপ গ্রহণ করবে আর কোন্ পদার্থ তাপ ছড়াবে তা পদার্থদুটির র ওপর নির্ভরশীল।
উত্তরঃ উন্নতা
5. থার্মোমিটারের গায়ের পারদসূত্রে বিভিন্ন উচ্চতার জন্য কাটা দাগগুলি বিভিন্ন কে প্রকাশ করে।
উত্তরঃ উন্নতা
6. ডাক্তারি থার্মোমিটারে স্কেল অনুসারে দাগ কাটা থাকে।
উত্তরঃ ফারেনহাইট
7. 1°C উয়তা = °F উয়তা।
উত্তরঃ 3343 °F
৪. কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ মাপা হয় যন্ত্রের সাহায্যে।
উত্তরঃ ক্যালোরিমিটার
9. 100°C = °F
উত্তরঃ 212°F
10. সংস্পর্শে থাকা দুটি পদার্থের মধ্যে তাপের আদান প্রদান হলে, পদার্থ দুটির আলাদা হবে।
উত্তরঃ উষ্ণতা
11. 9C = 5X ।
উত্তরঃ F-32
C. সত্য় অথবা মিথ্য়া নির্ণয় করোঃ
1. তাপ একপ্রকার শক্তি।
উত্তরঃ সত্য
2. জ্বর বাড়লে থার্মোমিটারের মধ্যে সরু সুতোর মতো পারদ সূত্রের দৈর্ঘ্য বাড়ে।
উত্তরঃ মিথ্যা
3. সেলসিয়াস স্কেলের ঊর্ধ্বস্থিরাঙ্ক এর মান 212°C |
উত্তরঃ সত্য
4. বরফের গলনাঙ্ক হল 0°C
উত্তরঃ মিথ্যা
5. বরফজলে পারদসূত্রের উচ্চতা থাকে 32°F -এ
উত্তরঃ সত্য
D. দু - একটি শব্দে বা বাক্য়ে উত্তর দাওঃ
1. তাপ কী?
2. 1° সেলসিয়াস পরিবর্তন 31° ফারেনহাইট পরিবর্তনের মধ্যে কোন্টি বড়ো?
3. সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তরকে কটি ভাগে ভাগ করা হয়েছে?
4. 0°C এবং ০°F এর মধ্যে কোনটি ছোটো?
5. সুস্থ মানুষের দেহের উন্নতা কত?
6. সেন্টিগ্রেড স্কেলের আবিষ্কারক কে?
7. উন্নতার কোন মান ফারেনহাইট এবং সেলসিয়াস উভয় স্কেলেই সমান হয়?
৪. সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক লেখো।
9. A থার্মোমিটারের গায়ে সেলসিয়াস স্কেল আঁকা আছে। B থার্মোমিটারের গায়ে ফারেনহাইট স্কেল আঁকা আছে। কোন থার্মোমিটার দিয়ে বেশি সঠিক উন্নতা মাপা যাবে?
A. সংক্ষিপ্ত প্ৰশ্নোত্তরঃ
1. দুটি পাত্রের জলের উয়তা যথাক্রমে 50°C এবং 75°C, উয়তার জলসহ পাত্র দুটোকে ঘরের উয়তায় (25°C) -এ রেখে দেওয়া হল। দেখা গেল দুটি পাত্রের জলই তাপ বর্জন করে কোন এক সময়ে ঘরের উন্নতায় এল। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।
(i) প্রথম ও দ্বিতীয় পাত্রের জলের উয়তা কতটা কমল?
(ii) কোন পাত্রের জল বেশী তাপ হারিয়েছে - উত্তরের স্বপক্ষে ব্যাখ্যা দাও।
2. একটি পাত্রে একগ্লাস জল নেওয়া হল। জলের উন্নতা 25°C। একটি বার্নার দিয়ে ওই জলকে 50°C পর্যন্ত উত্তপ্ত করা হল। এবার ওই পাত্রটি খালি করে তাতে পুনরায় 20 গ্লাস জলভর্তি করা হল, জলের উন্নতা এবারেও 25°C, বার্নারের সাহায্যে জলকে উত্তপ্ত করে 50°C করা হল। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও।
3. দুটি একই রকম পাত্রের একটিতে দুধ এবং অন্যটিতে একই ভরের জল নেওয়া হল। দুধ এবং জল উভয়ই ঘরের উন্নতায় (25°C) আছে। একই ধরনের বার্নার দিয়ে দুধ এবং জল আলাদা করে একই সময় ধরে উত্তপ্ত করা হল- নিম্নে প্রশ্নটির উত্তর দাও।
5. (i) কোনো বস্তু উন্নতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কতটা তাপ নেবে বা হারাবে তা কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভর করে?
(ii) বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ উক্ত বিষয়গুলির উপর কীভাবে নির্ভর করে তা উপযুক্ত উদাহরণসহ লেখো।
6. কোনো বস্তু বা পদার্থের ওপর তাপ প্রয়োগের ফলাফলগুলি আলোচনা করো।
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
A. সঠিক উত্তরটি নির্বাচন করো:
1. একটি ভারী ও হালকা লোহার টুকরোকে একই উন্নতায় গরম করা হল-
(a) ভারী ও হালকা দুটো লোহার টুকরোই একই পরিমাণ তাপগ্রহণ করেছে।
(b) ভারী লোহার টুকরোটি বেশি তাপ গ্রহণ করেছে
(c) হালকা লোহার টুকরোটি বেশি তাপ গ্রহণ করেছে
(d) গণনা না করে কে বেশি তাপ গ্রহণ করেছে আর কে কম তাপগ্রহণ করেছে তা বলা যাবেনা
উত্তরঃ (b) ভারী লোহার টুকরোটি বেশি তাপ গ্রহণ করেছে
2. একটি বস্তুর উন্নতা 10° থেকে 20°C করতে যতটা তাপ দরকার 20°C থেকে 40°C করতে তাপ প্রয়োজন তার -
(a) দ্বিগুণ
(b) চারগুণ
(c) পাঁচগুণ
(d) তিনগুণ
উত্তরঃ (a) দ্বিগুণ
3. SI তে তাপের একক -
(a) °C
(b) °F
(c) ক্যালোরি
(d) জুল
উত্তরঃ (d) জুল
4. বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপের সাথে বস্তুর উন্নতা বৃদ্ধি বা হ্রাসের মধ্যে যে সম্পর্ক বর্তমান তা হল -
(a) সরল সম্পর্ক
(b) ব্যস্তানুপাতিক সম্পর্ক
(c) শর্তসাপেক্ষ সম্পর্ক
(d) কোনো সম্পর্ক নেই
উত্তরঃ (a) সরল সম্পর্ক
B. শূন্য়স্থান পূরণ করোঃ
2. পারদ ছাড়া অন্য যে তরল উয়তামাপক পদার্থ হিসেবে ব্যবহৃত হয় তা হল ।
3. উন্নতা একই পরিমাণ বাড়াতে একবাটি জলের যত তাপ লাগে, এক বালতি জলের তার চেয়ে অনেক তাপ লাগে।
4. SI তে তাপের একক ।
C. দু - একটি শব্দে বা বাক্য়ে উত্তর দাওঃ
1. C.G.S. পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী?
2. C.G.S. পদ্ধতিতে তাপের এককটি লেখো।
3. তাপের S.I. এককটি লেখো।
4. নির্দিষ্ট ভরের কোন্ বস্তু বাইরে থেকে কত পরিমাণ তাপ নিয়েছে বা কত পরিমাণ তাপ দিয়েছে বা কত পরিমাণ তাপ ওই বস্তু থেকে বাইরে গেছে সেটা কীসের ওপর নির্ভর করে?
D. সত্য অথবা মিথ্যা নির্ণয় করো :
1. S.I. তে তাপ পরিমাপের একক কেলভিন।
উত্তরঃ মিথ্যা
2. উয়তা নির্দিষ্ট পরিমাণে বাড়া বা কমার জন্য বাইরে থেকে তাপ কতটা গ্রহণ করবে বা বর্জন করবে তার সঙ্গে সরলসম্পর্ক থাকে বস্তুটির ভরের।
উত্তরঃ সত্য
3. ক্যালোরি কিন্তু S.I. একক নয়।
উত্তরঃ সত্য
1. ঘরের উন্নতায় (25°C) রাখা একটি গ্লাসের মধ্যে 0°C উন্নতায় এক টুকরো বরফ রাখা হল। এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেওয়া হলে দেখা গেল বরফ গলতে শুরু করেছে। এবার আবার থার্মোমিটার দিয়ে বরফের উন্নতা মেপে দেখা গেল 0°C।
(i) এখন গ্লাসের উয়তা কীরকম হবে এবং কেন?
(ii) পরীক্ষাটি থেকে কীভাবে লীনতাপের ধারণা পাওয়া যায়?
(ii) লীনতাপ কী কাজে লাগে?
7. বরফ গলনের লীনতাপ 80 cal/g বলতে কী বোঝো?
৪. জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন?
10. গ্রীষ্মকালে ঘরের জানালা দরজা খোলা রেখে ভেজা পর্দা টাঙানো হলে ঘর বেশ ঠান্ডা থাকে কেন?
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
A. সঠিক উত্তরটি নির্বাচন করো:
1. কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলে-
(a) গলন
(b) ঘনীভবন
(c) বাষ্পীভবন
(d) কঠিনীভবন
উত্তরঃ (c) বাষ্পীভবন
2. লীনতাপ পদার্থের -
(a) উন্নতা বাড়ায়
(b) উন্নতা কমায়
(c) অবস্থান্তর ঘটায়
(d) কোনোটিই নয়
উত্তরঃ (c) অবস্থান্তর ঘটায়
3. বায়ুতে জলীয় বাষ্প বেশি হলে বাষ্পায়ন-
(a) দ্রুত হয়
(b) ধীরে হয়
(c) প্রথমে দ্রুত ও পরে ধীরে হয়
(d) একই থাকে
উত্তরঃ (b) ধীরে হয়
4. একটি খালি গ্লাসের মধ্যে একটি বড়ো মাপের বরফের টুকরো ফেলা হলে গ্লাসের বাইরের দিকে জলের ফোঁটা জমা হয়। এর কারণ হল-
(a) গ্লাসের ভিতরের বরফ গলা জল গ্লাসের গা দিয়ে বেরিয়ে আসে
(b) গ্লাসের গায়ে আগেই জল ছিল, তা গ্লাসের বাইরের গায়ে জমা হয়
(c) বাতাসের জলীয় বাষ্প ঘনীভবনের ফলে গ্লাসের গায়ে জলের ফোঁটা হয়ে জমা হয়
(d) হাত দিয়ে গ্লাসটি ধরা হয়েছিল, তাই হাত থেকে জল গ্লাসের গায়ে লেগে যায়
উত্তরঃ (c) বাতাসের জলীয় বাষ্প ঘনীভবনের ফলে গ্লাসের গায়ে জলের ফোঁটা হয়ে জমা হয়
5. বাষ্প থেকে তরল -এই অবস্থার পরিবর্তনের নাম-
(a) বাষ্পীভবন
(b) কঠিনীভবন
(c) ঘনীভবন
(d) গলন
উত্তরঃ (c) ঘনীভবন
6. বরফ গলনের লীনতাপ -
(a) 0 cal/g
(b) 537 cal/g
(c) 80 cal/g
(d) 273 cal/g
উত্তরঃ (c) 80 cal/g
7. ঘূর্ণায়মান পাখার নীচে ভিজে গায়ে দাঁড়ালে শীত অনুভব হয়, এর জন্য যে প্রক্রিয়াটি দায়ী
(a) হিমায়ন
(b) গলন
(c) বাষ্পীভবন
(d) ঘনীভবন
উত্তরঃ (c) বাষ্পীভবন
৪. খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয়-
(a) জল
(b) ইথার
(c) গ্লিসারিন
(d) কেরোসিন
উত্তরঃ (b) ইথার
9. 4 গ্রাম জলের ঘনীভবনের লীনতাপ-
(a) 2675 cal
(b) 2695 cal
(c) 2685 cal
(d) 2000 cal
উত্তরঃ (c) 2685 cal
10. এক বালতি জল ও বরফের মিশ্রণের তাপমাত্রা
(a) ০°C এর থেকে কম
(b) 0°C
(c) ০°C এর বেশি
(d) কোনোটিই নয়
উত্তরঃ (b) 0°C
11. 100°C উয়তায় 1 গ্রাম জলীয়বাষ্পের তাপ একই উয়তায় 1 গ্রাম জল অপেক্ষা
(a) বেশি
(b) কম
(c) সমান
(d) দ্বিগুণ
উত্তরঃ (a) বেশি
12. হাতে ইথার ঢাললে ঠান্ডা লাগে কারণ -
(a) হাত ইথার থেকে ঠান্ডা গ্রহণ করে
(b) ইথার হাত থেকে তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয়
(c) ইথারের উন্নতা সবসময় হাতের তুলনায় কম হয়
(d) কোনো তরল হাতে লাগলেই হাতে ঠান্ডার অনুভব হয়।
উত্তরঃ (b) ইথার হাত থেকে তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয়
13. গরমকালে কুকুরের জিভ থেকে লালা ঝরে, কারণ-
(a) গরমকালে কুকুরদের বালি খেতে ইচ্ছে করে
(b) কুকুরদের জিভ থেকে লালা পড়া তার স্বাভাবিক আচরণ
(c) এইভাবে কুকুর তার দেহকে ঠান্ডা রাখে
(d) গরমকালে কুকুরদের একরকম রোগ হয় যার ফলে জিভ থেকে লালা পড়ে
উত্তরঃ (c) এইভাবে কুকুর তার দেহকে ঠান্ডা রাখে
14. 0°C উন্নতায় 2 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত ক্যালোরি তাপ লাগবে?
(a) 50 cal
(b) 540 cal
(c) 100 cal
(d) 160 cal
উত্তরঃ (d) 160 cal
15. জলের বাষ্পীভবনের জন্য লীন তাপের প্রয়োজন -
(a) 537 cal
(b) 637 cal
(c) 80 cal
(d) 100 kcal
উত্তরঃ (a) 537 cal
16. স্বাভাবিক বায়ুচাপে গলনাঙ্কের অস্তিত্ব নেই -
(a) মোম
(b) খাদ্যলবণ
(c) কপূর
(d) আয়োডিন
উত্তরঃ (c) কপূর
2. ঘনীভবনের সময় লীনতাপ গ্রহণ না বর্জন করে?
5. C.G.S. এবং S.I. তে লীনতাপের একক কী?
1. গরমকালে কুকুরের জিভ থেকে লালা নিঃসৃত হয় দেহকে ঠান্ডা রাখার জন্য।
3. জলের বাষ্পীভবনের লীনতাপ - 637 cal/g.
পাঠ্যপুস্তক থেকে সংগৃহীত প্রশ্নাবলি:
1. দেহের তাপমাত্রা বেড়ে গেলে মানুষ কী কী করে
(i) বাড়িয়ে দেয়, (ii) হার বেড়ে যায়। (iii) ব্য়াস বেড়ে যায়। (iv) পরিমাণ কমে যায়। (v) অনীহা ও কুঁড়েমি দেখা যায়।
(শব্দ ভান্ডার: শ্বাসক্রিয়া, খাদ্যগ্রহণ, ঘাম বেরোনোর, কাজে, রক্ত নালির)
(শব্দভান্ডার: কাঁপুনি, খাদ্যগ্রহণ, ঘাম বেরোনোর, লোম)
3. বিভিন্ন প্রাণীর দেহে তাপের তারতম্যের কারণগুলি কী কী?
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
A. সঠিক উত্তরটি নির্বাচন করো:
1. গরমবালিতে কোন্ ধরনের উভচর প্রাণীরা রোদ পোহায়?
(a) কুকুর
(b) ভালুক
(c) গিরগিটি
(d) উট
উত্তরঃ (c) গিরগিটি
2. পরিবেশের উয়তা বেড়ে গেলে পাপড়ি খুলে যায় এমন একটি ফুল হল -
(a) পদ্ম
(b) জবা
(c) গাঁদা
(d) জুঁই
উত্তরঃ (a) পদ্ম
B. শূন্যস্থান পূরণ করো :
1. জীবের আকৃতি, প্রকৃতি ও জীবনযাত্রার পিছনে তাপ ও উন্নতার প্রভাব আছে।
উত্তরঃ তারতম্য
2. শীতপ্রধান অঞ্চলের প্রাণী গ্রীষ্মপ্রধান এলাকার ওই সব প্রাণীর তুলনায় বেশি ।
উত্তরঃ লোমশ
3. ভালুকের দেহে ঘনলোম থাকে শরীরকে গরম রাখার জন্য।
উত্তরঃ মেরু
2. কোন ধরনের প্রাণী শরীরের তাপমাত্রার সাম্যাবস্থা বজায় রাখতে পারে?
D. সত্য অথবা মিথ্যা নির্ণয় করো :
2. পেঙ্গুইনরা পৃথক পৃথকভাবে মেরুঅঞ্চলে চলাফেরা করে।
উত্তরঃ মিথ্যা
পার্থক্য়ধর্মী প্রশ্নোত্তরঃ
1. তাপ ও উন্নতার পার্থক্য লেখো।
2. বাষ্পীভবন ও ঘনীভবনের মধ্যে তুলনা করো :
4. গলন ও কঠিনীভবনের মধ্যে তুলনা করো:
যথার্থ উত্তর দ্বারা সমানুপাতিক সম্পর্কটি সম্পূর্ণ করো:
1. ফারেনহাইট স্কেল: 180°F :: সেলসিয়াস স্কেল :--------
উত্তরঃ 100°C
2. অবস্থান্তর: লীনতাপ:: উন্নতাপরিবর্তন:-------
উত্তরঃ বোধগম্য তাপ
3. কঠিন গ্যাস : উর্ধ্বপাতন :: গ্যাস কঠিনীভবন :-------
উত্তরঃ আক্ষেপণ
4. শক্তি: তাপ:: তাপীয় অবস্থা:--------
উত্তরঃ উন্নতা
5. দেহের তাপমাত্রা পরিমাপক: ডাক্তারি থার্মোমিটার :: দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উন্নতা পরিমাপক:-------
উত্তরঃ সিক্সের থার্মোমিটার
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন