অধ্যায়


গদ্য/প্রবন্ধসাহিত্য


—------------------------------------------------------------------------------------------------------------------------


অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর                                  

[প্রশ্নমান] 



১. বাংলা গদ্যের বিকাশে কোন্ দুটি প্রতিষ্ঠানের নাম স্মরণীয়?


উত্তর শ্রীরামপুর মিশন (১৮০০ খ্রিস্টাব্দ), ফোর্ট উইলিয়াম কলেজ (১৮০০ খ্রিস্টাব্দ)।


২. শ্রীরামপুর মিশন কোথায় গড়ে ওঠে? সেখান থেকে কোন্ কোন্ গ্রন্থ প্রকাশিত হয়?


উত্তর জিরে ১৮০০ খ্রিস্টাব্দের ১০ জানুয়ারি হুগলির শ্রীরামপুরে 'শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন' গড়ে ওঠে। এখান থেকে প্রায় কুড়িটি ভাষায় বাইবেলের অনুবাদ সম্ভব হয়েছিল। এখান থেকে 'কৃত্তিবাসী রামায়ণ' (১৮০১), 'কাশীদাসী মহাভারত' (১৮০২) প্রকাশিত হয়।


৩. 'মঙ্গল সমাচার মতিউর রচিত' কোথা থেকে প্রকাশিত হয়? এটি কোন্ গ্রন্থের অনুবাদ?


উত্তর ছির 'মঙ্গল সমাচার মতিউর রচিত' ১৮০০ খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়। এটি গ্রিক গল্প 'Gospel of St. Mathews'-এর অনুবাদ।


৪. মধ্যযুগ থেকে আধুনিক যুগের স্বতন্ত্রতা কোথায়?


উত্তর ছাপা বইয়ের জন্ম। পুথির যুগের অবসান হয়ে ছাপা বই মানুষের হাতে পৌঁছে যেতে শুরু করল। অন্ধবিশ্বাস, দৈবী কাঠামো থেকে বের হয়ে এসে যথার্থ যুক্তিবাদের অবতারণা ঘটল।


৫. জশুয়া মার্শম্যান রচিত দুটি গ্রন্থের নাম উল্লেখ করো।


উত্তর 'ভারতবর্ষের ইতিহাস' (১৮৩১), 'বাঙ্গালার ইতিহাস' (১৮৪৮)।


৬ ফোর্ট উইলিয়াম কলেজ কবে গড়ে ওঠে? কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?


উত্তর ১৮০০ খ্রিস্টাব্দের ৪মে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়। যদিও ১৮ আগস্ট কলেজের প্রকৃত প্রতিষ্ঠা দিবস। প্রথম অধ্যক্ষ ছিলেন রেভারেন্ড ডেভিড ব্রাউন।

বাংলা


৭. ফোর্ট উইলিয়াম কলেজ কেন স্থাপিত হয়েছিল?


উত্তর টতে বিদেশ থেকে আগত তরুণ সিভিলিয়ানদের এদেশীর ভাষা-সংস্কৃতিতে শিক্ষিত করে তোলার অভিপ্রায়ে, নব্য সিভিলিয়ানদের শাসনকার্যে সুবিধার জন্য, এদেশীয় সমাজ-সংস্কৃতি ও মানুষ সম্পর্কে সুস্পষ্ট ধারণা গড়ে তোলার নিমিত্তেই ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে উঠেছিল। যদিও বাংলা গদ্যের বিকাশে তা প্রভৃত সাহায্য করেছিল।


৮. শ্রীরামপুর মিশনের গুরুত্ব আলোচনা করো।


উত্তর খ্রিস্টানধর্ম প্রচারের নিমিত্তে শ্রীরামপর মিশন গড়ে উঠলেও এবং সেখান থেকে বাইবেলের অনুবাদ প্রচারিত হলেও বাঙালির লাভ হয়েছিল। রামায়ণ, মহাভারতের অনুবাদের মধ্য দিয়ে মধ্যযুগের পুথি-নির্ভর সাহিত্যের অবসান ঘটে যথার্থ আধুনিক যুগের সূত্রপাত ঘটেছিল। তেমনি বাঙালির ঘরে ঘরে অনুবাদের মধ্য দিয়ে সাহিত্যের নতুন জোয়ার এসেছিল।


১. উইলিয়াম কেরীর দুটি গ্রন্থের নাম উল্লেখ করো।


উত্তর ছয়া 'কথোপকথন' (১৮০১), 'ইতিহাসমালা (১৮১২)। 'কথোপকথন' গ্রন্থে একত্রিশটি অধ্যায় আছে। বিষয়গুলি হল-সাহেবের হুকুম, চাকর ভাড়াকরণ, ভোজনের কথা, হাটের বিষয়, স্ত্রীলোকের কথোপকথন।


১০.ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের জন্য প্রথম প্রকাশিত গ্রন্থ কোন্টি? গ্রন্থটি কে রচনা করেন?


উত্তর 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১)। গ্রন্থটি রামরাম বসু রচনা করেন।


১১. বাংলা ভাষায় প্রথম মৌলিক গ্রন্থ কে রচনা করেন? গ্রন্থটির নাম কী?


উত্তর রামরাম বসু। 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১)।


১২.রামরাম বসুর গ্রন্থগুলির উল্লেখ করো।


উত্তর 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১), 'লিপিমালা' (১৮০২), 'হরকরা', 'জ্ঞানোদয়' 'খ্রীষ্টসঙ্গীত'।


১৩. রামরাম বসুর 'লিপিমালা' গ্রন্থের পরিচয় দাও।


উত্তর রামরাম বসুর 'লিপিমালা' গ্রন্থটি পত্ররচনার ঢঙে লেখা। এখানে চিঠির ঢঙে অনেকগুলি প্রসঙ্গ স্থান পেয়েছে। যথা-দক্ষযজ্ঞের কথা, চৈতন্যের কথা, রাজা পরীক্ষিতের কথা প্রভৃতি।


১৪.রেভারেন্ড ডেভিড ব্রাউনের পর ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে হন? কত টাকা বেতনে তিনি চাকুরিতে যোগ দেন?


উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মাসিক দুশো টাকা বেতনে তিনি চাকুরিতে যোগ দেন।


১৫.মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের গ্রন্থগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'বত্রিশ সিংহাসন' (১৮০২), 'হিতোপদেশ' (১৮০৮), 'রাজাবলি' (১৮০৮), 'প্রবোধচন্দ্রিকা' (১৮৩৩), 'বেদান্তচন্দ্রিকা' (১৮১৭)।


১৬.কার নির্দেশে মৃত্যুঞ্জয় বিদ্যালংকার 'বত্রিশ সিংহাসন' রচনা করেন? গ্রন্থটি কোন্ গ্রন্থ অবলম্বনে লেখা?


উত্তর  উইলিয়াম কেরীর নির্দেশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 'বত্রিশ সিংহাসন' রচনা করেন। গ্রন্থটি 'সিংহাসনদ্বাত্রিংশিকা' গ্রন্থ অবলম্বনে লেখা।


১৭.মৃত্যুঞ্জয় 'বেদান্তচন্দ্রিকা' কার উত্তরে লেখেন? গ্রন্থটি ক-টি ভাগে বিভক্ত?


উত্তর রামমোহনের বেদান্তবাদের বিরুদ্ধে উত্তর দিতে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 'বেদান্তচন্দ্রিকা' রচনা করেন। গ্রন্থটি তিনটি ভাগে বিভক্ত, যথা- কর্মকান্ড, উপাসনাকাণ্ড ও জ্ঞানকাণ্ড।


১৮.ফোর্ট উইলিয়াম কলেজের গৌণ পণ্ডিতদের গ্রন্থের নাম উল্লেখ করো।


উত্তর গোলকনাথ শর্মা- 'হিতোপদেশ' (১৮০২)


তারিণীচরণ মিত্র- ঈশপের গল্পের অনুবাদ, 'ক্যালকাটা স্কুল বুক সোসাইটি'।


চন্ডীচরণ মুনশি- 'তোতা ইতিহাস' (১৮০৫)


রাজীবলোচন মুখোপাধ্যায়- 'মহারাজ কৃষ্ণচন্দ্র চরিত্রং' (১৮০৫)


হরপ্রসাদ রায়- 'পুরুষপরীক্ষা' (১৮১৫)


কাশীনাথ তর্কপঞ্চানন- 'পাষণ্ড পীড়ন' (১৮২৩), 'পদার্থকৌমুদী' (১৮২১)।


১৯.চন্ডীচরণ মুনশির 'তোতা ইতিহাস' কোন গ্রন্থ অবলম্বনে লেখা?


উত্তর ফারসি কাব্য 'তুতিনামা'।


২০.কাশীনাথ তর্কপঞ্চানন 'পাষণ্ড পীড়ন' কার বিরুদ্ধে প্রতিবাদ উত্তর হিসেবে লেখেন?


উত্তর রামমোহন রায়-এর বিরুদ্ধে।