অধ্যায় ৫
ছোটোগল্প
----------------------------------------------------------------------------------------------------------------------
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
[প্রশ্নমান]
১.রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগ্রন্থগুলির নাম লেখো।
উত্তর ছোটগল্প (১৩০০), বিচিত্র গল্প-প্রথম ভাগ (১৩০১), বিচিত্র গল্প-দ্বিতীয় ভাগ (১৩০১), কথা চতুষ্টয় (১৩০১), গল্প দশক (১৩০২), গল্পসপ্তক (১৩২৩), তিনসঙ্গী (১৩৪৭)।
২ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক ছোটোগল্প কোন্টি? কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর 'দেনাপাওনা'। ১২৯৮ বঙ্গাব্দে 'হিতবাদী' পত্রিকায় প্রকাশিত হয়।
৩.রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্প কোন্টি?
উত্তর 'ভিখারিনী'। ১২৮৪ বঙ্গাব্দে 'ভারতী' পত্রিকায় প্রকাশিত হয়।
৪. হিতবাদী' পত্রিকায় ক-টি গল্প প্রকাশিত হয়? গল্পগুলি কী কী?
উত্তর ছ-টি গল্প। গল্পগুলি হল- 'দেনাপাওনা', 'পোস্টমাস্টার', 'গিন্নী', 'রামকানাইয়ের নির্বুদ্ধিতা', 'ব্যবধান' ও 'তারাপ্রসন্ন কীর্তি'।
৫রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের কোন্ কবিতায় ছোটোগল্পের সংজ্ঞা দিয়েছেন?
উত্তর 'সোনারতরী' কাব্যের 'বর্ষাযাপন' কবিতায়।
৬. রবীন্দ্রনাথ ঠাকুর কোন্ পত্রিকায় সবচেয়ে বেশি গল্প লিখেছেন? ক-টি গল্প লিখেছেন? কয়েকটি গল্পের নাম উল্লেখ করো।
উত্তর 'সাধনা' পত্রিকায় বেশি গল্প লিখেছেন। ৩৬টি গল্প লিখেছেন। গল্পগুলি হল- 'খোকাবাবুর প্রত্যাবর্তন', 'ছুটি', 'সুভা', 'সমাপ্তি', 'শাস্তি', 'অতিথি'।
৭.রবীন্দ্রনাথ ঠাকুর 'ভারতী' পত্রিকায় ক-টি গল্প লিখেছেন? কয়েকটির গল্পের নাম করো।
উত্তর ১৫টি গল্প লিখেছেন। গল্পগুলি হল- 'দুরাশা', 'ডিটেকটিভ', 'অধ্যাপক', 'মানহারা', 'দৃষ্টিদান', 'নষ্টনীড়'।
৮. 'তিনসঙ্গী' গল্পসংকলনটির গল্পগুলির নাম উল্লেখ করো।
উত্তর 'ল্যাবরেটরি', 'রবিবার', 'শেষ কথা'।
৯.'সবুজপত্র' পত্রিকাকে কেন্দ্র করে রচিত রবীন্দ্র গল্পগুলির নাম লেখো।
উত্তর 'হৈমন্তী', 'স্ত্রীর পত্র', 'পয়লা নম্বর', 'অপরিচিতা'।
১০.বনফুলের জন্ম-মৃত্যু সাল লেখো। তিনি পেশায় কী ছিলেন?
উত্তর জন্ম-১৮৯৯ খ্রিস্টাব্দ। মৃত্যু-১৯৭৯ খ্রিস্টাব্দ। জন্মস্থান বিহারের পূর্ণিয়া। তিনি পেশায় ছিলেন চিকিৎসক।
১১.বনফুলের কয়েকটি গল্পগ্রন্থের নাম লেখো।
উত্তর 'ঊর্মিমালা' (১৯৫৫), 'অনুগামিনী' (১৯৫৭), 'সপ্তমী' (১৯৬০), 'দূরবীন' (১৯৬৮)।
১২.বনফুলের কয়েকটি গল্পের নাম লেখো।
উত্তর 'শ্রীপতি সামন্ত', 'দুধের দাম', 'পরিবর্তন', 'নিমগাছ', 'এক ফোঁটা', 'তাজমহল'।
১৩.রাজশেখর বসুর ছদ্মনাম কী? তাঁর জন্ম-মৃত্যু সাল লেখো।
উত্তর পরশুরাম। জন্ম-১৮৮০ খ্রিস্টাব্দ। মৃত্যু-১৯৬০ খ্রিস্টাব্দ।
১৪.'চলন্তিকা' অভিধানটি কে রচনা করেন? তাঁর দুটি গল্পগ্রন্থের নাম উল্লেখ করো।
উত্তর রাজশেখর বসু। তাঁর রচিত দুটি গল্পগ্রন্থ- 'গড্ডলিকা' (১৯২৪) ও 'কজ্জলী' (১৯২৮)।
১৫.রাজশেখর বসুর গল্পগ্রন্থগুলির নাম উল্লেখ করো।
উত্তর 'গড্ডলিকা' (১৯২৪), 'কজ্জলী' (১৯২৮), 'হনুমানের স্বপ্ন' (১৯৩৭), 'গল্পকল্প' (১৯৫০), 'ধুস্তরী মায়া' (১৯৫২)।
১৬'গড্ডলিকা' গ্রন্থের প্রশংসা কে করেছিলেন? এই গ্রন্থের গল্পগুলির নাম উল্লেখ করো।
উত্তর 'গড্ডলিকা' গ্রন্থের প্রশংসা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই গ্রন্থের গল্পগুলি হল-'শ্রীশ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড', 'চিকিৎসা সঙ্কট', 'মহাবিদ্যা', 'লম্বকর্ণ', 'ভূশন্ডীর মাঠ'।
১৭.পরশুরামের 'কজ্জলী' গ্রন্থটি কবে প্রকাশিত হয়? এই গ্রন্থের গল্পগুলির নাম উল্লেখ করো।
উত্তর ১৯২৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই গ্রন্থের গল্পগুলি হল-'বিরিঞ্চিবাবা', 'জাবালি', 'দক্ষিণ রায়', 'কচি সংসদ' ও 'উলট পুরাণ'।
১৮. বাংলা সাহিত্যে তিনজন হাস্যরসিক গল্পকারের নাম উল্লেখ করো।
উত্তর ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, প্রভাতকুমার মুখোপাধ্যায়, রাজশেখর বসু।
১৯. রাজশেখর বসুর সৃষ্টি কয়েকটি উল্লেখযোগ্য চরিত্রের নাম উল্লেখ করো।
উত্তর রায় বাহাদুর বংশলোচন ব্যানার্জি, শিহরন সেন, দোদুল দে, গন্ডেরিরাম বাটপারিয়া।
২০. পরশুরামের পুরাণ বিষয়ক কয়েকটি গল্পের নাম উল্লেখ করো।
উত্তর 'জাবালি', 'পুনর্মিলন', 'প্রেমচক্র', তিন বিধাতা', 'ভরতের ঝুমঝুমি', 'হনুমানের স্বপ্ন'।
২১. নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম কী? তাঁর জন্ম-মৃত্যুসাল লেখো।
উত্তর তারকনাথ গঙ্গোপাধ্যায়। জন্ম-১৯১৮ খ্রিস্টাব্দ। মৃত্যু-১৯৭০ খ্রিস্টাব্দ।
২২.উত্তরবঙ্গের প্রেক্ষাপটে লেখা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তিনটি উপন্যাসের নাম উল্লেখ করো।
উত্তর 'মহানন্দা', 'শিলালিপি', 'মন্দ্রমুখর' ও 'লালমাটি'।
২৩. নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম গল্প কোন্টি? তাঁর প্রথম গল্পগ্রন্থ ও উপন্যাসের নাম উল্লেখ করো।
উত্তর প্রথম গল্প-'পাশাপাশি'। প্রথম গল্পগ্রন্থ- 'বীতৎস'। প্রথম উপন্যাস-'উপনিবেশ'।
২৪. নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম লেখো।
উত্তর 'উপনিবেশ', 'স্বর্ণসীতা', 'সম্রাট ও শ্রেষ্ঠী', 'সূর্যসারথী', 'পদসঞ্চার'।
২৫ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্পগ্রন্থগুলির নাম উল্লেখ করো।
উত্তর 'বীতংস' (১৯৪৫), 'ভাঙাবন্দর' (১৯৪৫), 'জন্মান্তর' (১৯৪৬), 'ভোগবতী' (১৯৪৭), 'কালবদর' (১৯৪৮)।
২৬ নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা গল্পগুলির নাম উল্লেখ করো।
উত্তর 'ভাঙা চশমা', 'ইতিহাস' 'বনতুলসী', 'হাড়', 'দুঃশাসন', 'টোপ', 'সৈনিক'।
২৭. উত্তরবঙ্গের প্রেক্ষাপটে লেখা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পগুলির নাম উল্লেখ করো।
উত্তর 'ইতিহাস', 'বনতুলসী', 'নীল', 'কালনেমি', 'রেকর্ড'।
২৮.নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পবিষয়ক গবেষণা-গ্রন্থগুলির নাম উল্লেখ করো।
উত্তর 'সাহিত্যে ছোটগল্প', 'বাংলা গল্প বিচিত্রা', 'ছোটগল্পের সীমারেখা'।
২৯.টেনিদা চরিত্রের স্রষ্টা কে? তাঁর জার্নাল বিষয়ক রচনাটির নাম লেখো। সেটি কোন্ পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
উত্তর টেনিদা চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়। তাঁর জার্নাল বিষয়ক আলেখ্য হল 'সুনন্দর জার্নাল'। রচনাটি 'দেশ' পত্রিকায় প্রকাশিত হয়েছিল।