অধ্যায় ২


কাব্যসাহিত্য

------------------------------------------------------------------------------------------------


অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

[প্রশ্নমান]



১. ঈশ্বর গুপ্তের কাব্যগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'কালীকীর্তন' (১৮৩৩), 'ভারতচন্দ্র রায়ের জীবনবৃত্তান্ত' (১৮৫৬), 'প্রবোধ প্রভাকর (১৮৫৭), 'রামপ্রসাদ রায়ের জীবনী' (১৮৫৩), 'কবিওয়ালাদের জীবনী প্রকাশ' (১৮৫৩), 'হিতপ্রভাকর' (১৮৬১), 'বোধেন্দুবিকাশ' (১৮৬৩)।


২. ঈশ্বর গুপ্তের সম্পাদিত পত্রিকার নাম উল্লেখ করো।


উত্তর 'সংবাদ প্রভাকর' (১৮৩১), 'পাষণ্ড পীড়ন (১৮৪৬), 'সংবাদ সাধুরঞ্জন' (১৮৪৭)।


৩. মদনমোহন তর্কালঙ্কারের কাব্যগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'তরঙ্গিনী' (১৮৩৪), 'বাসবদত্তা' (১৮৩৬), 'শিশুশিক্ষা' (প্রথম ও দ্বিতীয় ভাগ-১৮৪৯, তৃতীয় ভাগ-১৮৫০)।


৪. মধুসূদন দত্তের কাব্যগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'তিলোত্তমাসম্ভব কাব্য' (১৮৬০), 'মেঘনাদবধ কাব্য' (১৮৬১), 'ব্রজঙ্গনা কাব্য' (১৮৬১), 'বীরাঙ্গনা কাব্য' (১৮৬২), 'চতুর্দশপদী কবিতাবলী' (১৮৬৬), 'হেক্টরবধ কাব্য' (১৮৭১)।


৫. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কাব্যগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'ঊষাহরণ কাব্য' (১৮৪০), 'ভেকমুষিকের যুদ্ধ' (১৮৫৭), 'পদ্মিনী উপাখ্যান' (১৮৫৮), 'কর্মদেবী' (১৮৬২), 'শূরসুন্দরী' (১৮৬৮), 'কাঞ্চীকাবেরী' (১৮৭৯), 'নীতিকুসুমাঞ্জলী' (১৮৭৫), 'বাঙ্গলা কবিতাবিষয়ক প্রস্তাব' (১৮৫২)।

৬. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাব্যগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'চিন্তাতরঙ্গিনী' (১৮৬১), 'বীরবাহু কাব্য' (১৮৬৪), 'নলিনী বসন্ত' (১৮৬৮, নাটক), 'কবিতাবলী' (১৮৭০, ১৮৮০), 'বৃত্রসংহার' (১৮৭৫, ১৮৭৭), 'ভারতভিক্ষা' (১৮৭৫), 'আশাকানন' (১৮৭৬), 'দশমহাবিদ্যা' (১৮৮২), 'রোমিও জুলিয়েত' (১৮৯৫), 'চিত্তবিকাশ' (১৮৯৮)।


৭. নবীনচন্দ্র সেনের কাব্যগুলির নাম উল্লেখ করো।


উত্তর  'অবকাশরঞ্জিনী' (১৮৭১, ১৮৭৮), 'পলাশীর যুদ্ধ' (১৮৭৫), 'ভারত উচ্ছাস' (১৮৭৫), 'ক্লিওপেট্রা' (১৮৭৭), 'রঙ্গমতী' (১৮৮০), 'রৈবতক' (১৮৮৭), 'কুরুক্ষেত্র' (১৮৯৩), 'প্রভাস' (১৮৯৬), 'খ্রিষ্ট' (১৮৯০), 'অমিতাভ' (১৮৯৫), 'অমৃতাভ' (১৯০৯)।


৮. নবীনচন্দ্র সেনের উপন্যাসের নাম কী?


উত্তর 'ভানুমতী' (১৯০০)।


৯. নবীনচন্দ্র সেনের আত্মজীবনীর নাম কী? এর কতগুলি খণ্ড আছে?


উত্তর 'আমার জীবন'। গ্রন্থটি পাঁচখণ্ডে সমাপ্ত।


১০. অক্ষয়চন্দ্র চৌধুরীর কাব্যের নাম লেখো।


উত্তর 'উদাসিনী' (১৮৭৪), 'ভারতগাথা' (১৮৯৫)।


১১. 'যোগেশ' (১৮৮১) কাব্যটি কার লেখা?


উত্তর ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়-এর লেখা।


১২. 'অবসর সরোজিনী' (১৮৭৬) কাব্যটি কার লেখা?


উত্তর রাজকৃষ্ণ রায়-এর লেখা।


১৩. শিবনাথ শাস্ত্রীর কাব্যগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'নির্বাসিতের বিলাপ' (১৮৬৮), 'পুষ্পমালা' (১৮৭৫), 'হিমাদ্রিকুসুম' (১৮৮৭), 'পুষ্পাঞ্জলি' (১৮৮৮), 'ছায়াময়ী পরিণয়' (১৮৮৯)।


১৪. দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'মেঘদূত' (১৮৬০), 'স্বপ্নপ্রয়াণ' (১৮৭৫)।


১৫. 'ভারত উদ্ধার কাব্য' (১৮৭৮) কাব্যটি কার লেখা?


উত্তর ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-এর লেখা।


১৬. বিহারীলাল চক্রবর্তীর কাব্যগুলির নাম উল্লেখ করো।


উত্তরে 'স্বপ্নদর্শন' (১৮৫৮), 'সঙ্গীত শতক' (১৮৬২), 'বঙ্গসুন্দরী' (১৮৭০), 'নিসর্গ সন্দর্শন' (১৮৭০), 'বন্ধু বিয়োগ' (১৮৭০), 'প্রেমপ্রবাহিণী' (১৮৭০), 'সারদামঙ্গল' (১৮৭৯), 'সাধের আসন' (১৮৮৮), 'বাউল বিংশতী' (১৮৮৭)।


১৭. সুরেন্দ্রনাথ মজুমদারের কাব্যগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'ঝড়তুফান' (১৮৫৬), 'মহিলা কাব্য' (১৮৮০, ১৮৮৩), 'সবিতা সুদর্শন' (১৮৭০), 'ফুলরা' (১৮৯৩)।


১৮. অক্ষয়কুমার বড়ালের কাব্যগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'প্রদীপ' (১৮৮৪), 'কনকাঞ্জলি' (১৮৮৫), 'ভুল' (১৮৮৭), 'শঙ্খ' (১৯১০), 'এষা' (১৯১২)।


১৯. দেবেন্দ্রনাথ সেনের কাব্যগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'ফুলবালা' (১৮৮০), 'ঊর্মিলা কাব্য' (১৮৮১), 'নির্ঝরিণী' (১৮৮১), 'অশোকগুচ্ছ' (১৯০০), 'শেফালীগুচ্ছ' (১৯১২), 'পারিজাতগুচ্ছ' (১৯১২)।


২০. গোবিন্দচন্দ্র দাসের কাব্যগুলির নাম উল্লেখ করো।


উত্তর  'কুঙ্কুম' (১৮৯২), 'কস্তুরী' (১৮৯৫), 'ফুলরেণু' (১৮৯৬), 'বৈজয়ন্তী' (১৯০৫)।


২১.স্বর্ণকুমারী দেবীর কাব্যগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'গাথা' (১৮৮০), 'কবিতা ও গান' (১৮৯৫)।


২২. গিরিন্দ্রমোহিনী দাসীর কাব্যগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'ভারতকুসুম' (১৮৭২), 'অশ্রুকণা' (১৮৮৭), 'আভাস' (১৮৯০), 'অর্ঘ্য' (১৯২০)।


২৩. মানকুমারী বসুর কাব্যগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'প্রিয় প্রসঙ্গ' (১৮৮৪), 'কাব্যকুসুমাঞ্জলি' (১৮৯৩), 'কনকাঞ্জলি' (১৮৯৬), 'বীরকুমারবধ কাব্য' (১৯০৪)।


২৪.কামিনী রায়ের কাব্যগুলির নাম উল্লেখ করো।


উত্তর  'আলো ও ছায়া' (১৮৮৯), 'নির্মাল্য' (১৮৯১), 'মাল্য ও নির্মাল্য' (১৯১৩), 'অশোকসঙ্গীত' (১৯১৪), 'দীপ ও ধূপ' (১৯২৯)।


২৫ দ্বিজেন্দ্রলাল রায়ের কাব্যগুলির নাম উল্লেখ করো।


উত্তর  'আর্যগাথা' (১ম ভাগ ১৮৮২, ২য় ভাগ ১৮৯৩), 'আষাঢ়ে' (১৮৯৯), 'হাসির গান' (১৯০০), 'মন্দ্র' (১৯০২), 'আলেখ্য' (১৯০৭), 'ত্রিবেণী' (১৯১২)।


২৬ করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের কাব্যগুলির নাম উল্লেখ করো।







-------------------------------------------------------------------------------------------