অধ্যায় 8


উপন্যাস

-----------------------------------------------------------------------------------------------------------------------

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রশ্নমান ২/৩


১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম উল্লেখ করো।


উত্তর  Rajmohan's Wife (১৮৬৪), 'দুর্গেশনন্দিনী' (১৮৬৫), 'কপালকুণ্ডলা' (১৮৬৬), 'মৃণালিনী' (১৮৬৯), 'বিষবৃক্ষ' (১৮৭৩), 'ইন্দিরা' (১৮৭৩), 'যুগলাঙ্গুরীয়' (১৮৭৪), 'চন্দ্রশেখর' (১৮৭৫), 'রজনী' (১৮৭৭), 'কৃষ্ণকান্তের উইল' (১৮৭৮), 'রাজসিংহ' (১৮৮২), 'আনন্দমঠ' (১৮৮২), 'দেবী চৌধুরাণী' (১৮৮৪), 'রাধারাণী' (১৮৮৬), 'সীতারাম' (১৮৮৭)।


২ রমেশচন্দ্র দত্তের উপন্যাসগুলির নাম লেখো।


উত্তর  'বঙ্গবিজেতা' (১৮৭৪), 'মাধবী কঙ্কন' (১৮৭৭), 'মহারাষ্ট্র জীবন-প্রভাত' (১৮৭৮), 'রাজপুত জীবন সন্ধ্যা' (১৮৭৯), 'সংসার' (১৮৮৬), 'সমাজ' (১৮৯৪)।


৩ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম লেখো।


উত্তর 'কণ্ঠমালা' (১৮৭৭), 'জালপ্রতাপচাঁদ' (১৮৮৩), 'মাধবীলতা' (১৮৮৫) 'পালামৌ'।


৪. তারকনাথ গঙ্গোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম লেখো।


উত্তর 'স্বর্ণলতা' (১৮৭৪), 'ললিত সৌদামিনী' (১৮৮২), 'হরিষে বিষাদ' (১৮৮৭), 'অদৃষ্ট' (১৮৯২)।


৫.শিবনাথ শাস্ত্রীর উপন্যাসগুলির নাম লেখো।


উত্তর  'মেজো বৌ' (১৮৮০), 'যুগান্তর' (১৮৯৫), 'নয়নতারা' (১৮৯৯), 'বিধবার ছেলে' (১৯১৬)।


৩.মীর মশাররফ হোসেনের উপন্যাসগুলির নাম লেখো।


উত্তর 'রত্নাবতী' (১৮৬৯), 'বিষাদসিন্ধু' (১৮৮৫)।


৭. যোগেন্দ্রচন্দ্র বসুর উপন্যাসগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'মডেল ভগিনী' (১৮৮৬), 'বাঙালিচরিত' (১৮৮৫), 'চিনিবাস চরিতামৃত' (১৮৮৬), 'কালাচাঁদ' (১৮৮৯), 'শ্রীশ্রীরাজলক্ষ্মী' (১৯০২)।


৮. ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'কল্পতরু' (১৮৭৪), 'ক্ষুদিরাম' (১৮৮৮)।


৯. ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'কঙ্কাবতী' (১৮৯২), 'সেকালের কথা' (১৮৯৪), 'ফোকলা দিগম্বর' (১৯০০), 'ময়না কোথায়' (১৯০৪), 'পাপের পরিণাম' (১৯০৮)।


১০. দামোদর মুখোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'মৃন্ময়ী', 'বিমলা', 'কমলকুমারী', 'প্রতাপসিংহ', 'নবাবনন্দিনী'।


১১. স্বর্ণকুমারী দেবীর উপন্যাসগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'দীপনির্বাণ' (১৮৭৬), 'মিবাররাজ' (১৮৮৭), 'বিদ্রোহ' (১৮৯০), 'ছিন্নমুকুল' (১৮৭৯), 'স্নেহলতা' (১৮৮০), 'কাহাকে' (১৯৯৮)।


১২.হরপ্রসাদ শাস্ত্রীর উপন্যাসগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'কাঞ্চনমালা' (১৮৮২), 'বেনের মেয়ে' (১৯২০)।


১৩.শ্রীশচন্দ্র মজুমদারের উপন্যাসগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'শক্তিকানন' (১৮৮৭), 'ফুলজানি' (১৮৯৪), 'কৃতজ্ঞতা' (১৮৯৬)।


১৪.রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলির নাম লেখো।


উত্তর 'করুণা' (১৮৭৭), 'বৌ-ঠাকুরাণীর হাট' (১৮৮৩), 'রাজর্ষি' (১৮৮৭), 'চোখের বালি' (১৯০৩), 'নৌকাডুবি' (১৯০৬), 'গোরা' (১৯১০), 'চতুরঙ্গ' (১৯১৬), 'ঘরে- বাইরে' (১৯১৬), 'যোগাযোগ' (১৯২৯), 'শেষের কবিতা' (১৯২৯), 'দুই বোন' (১৯৩৩), 'মালঞ্চ' (১৯৩৪), 'চার অধ্যায়' (১৯৩৪)।


১৫.শরৎচন্দ্রের উপন্যাসকৃত নাট্যরূপান্তর কোনগুলি?


উত্তর 'ঘোড়শী' (১৯২৮), 'রমা' (১৯২৮), 'বিরাজবৌ' (১৯৩৫), 'বিজয়া' (১৯৩৫)।


১৬. প্রভাতকুমার মুখোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'রমাসুন্দরী' (১৯০৮), 'নবীন সন্ন্যাসী' (১৯১২), 'রত্নদীপ' (১৯১৫), 'জীবনের মূল্য' (১৯১৭), 'সিন্দুর কৌটা' (১৯১৯), 'মনের মানুষ' (১৯২২), 'সুখের মিলন' (১৯২৭), 'সতীর পতি' (১৯২৮) 'গরীব স্বামী' (১৯৩৮), 'নব দুর্গা' (১৯৩৮)।


১৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম উল্লেখ করো।


উত্তর 'বড়দিদি' (১৯১৩), 'পরিণীতা' (১৯১৪), 'পন্ডিতমশাই' (১৯১৪), 'বিরাজবৌ' (১৯১৪), 'মেজদিদি' (১৯১৫), 'চন্দ্রনাথ' (১৯১৬), 'পল্লীসমাজ' (১৯১৬), 'অত্ম রক্ষণীয়া' (১৯১৬), 'শ্রীকান্ত' (চারপর্ব-১৯১৭, ১৯১৮, ১৯২৭, ১৯৩৩), 'নিষ্কৃতি' (১৯১৭), 'চরিত্রহীন' (১৯১৭), 'দত্তা' (১৯১৮), 'বামুনের মেয়ে' (১৯২০), 'গৃহদাহ' (১৯২০), 'দেনাপাওনা' (১৯২৩), 'নববিধান' (১৯২৪), 'পথের দাবী' (১৯২৬), 'শেষ প্রশ্ন' (১৯৩১), 'বিপ্রদাস' (১৯৩৫), 'শুভদা' (১৯৩৮), 'শেষের পরিচয়' (১৯৩৯)।


১৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ গ্রন্থগুলির নাম লেখো।


উত্তর 'তরুণের বিদ্রোহ' (১৯১৯), 'নারীর মূল্য' (১৯৩০), 'স্বদেশ ও সাহিত্য' (১৯৩২)।


১৯. রাজশেখর বসুর গল্পগ্রন্থগুলির নাম লেখো।


উত্তর 'গড্ডলিকা' (১৯২৪), 'কজ্জলী' (১৯২৮), 'হনুমানের স্বপ্ন ইত্যাদি গল্প' (১৯৩৭), 'গল্পকল্প' (১৯৫০), 'ধুস্তুরীমায়া ইত্যাদি গল্প' (১৯৫২), 'কৃষ্ণকলি ইত্যাদি গল্প' (১৯৫৩), 'নীলতারা ইত্যাদি গল্প' (১৯৫৬), 'আনন্দবাঈ ইত্যাদি গল্প' (১৯৫৭)।


২০. ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের গল্পগ্রন্থগুলির নাম লেখো।


উত্তর 'ভূত ও মানুষ' (১৮৯৭), 'মুক্তামালা' (১৯০১), 'মজার গল্প' (১৯০৪), 'ডমরুচরিত' (১৯২৩)।


২১ প্রভাতকুমার মুখোপাধ্যায়ের গল্পগ্রন্থগুলির নাম লেখো।


উত্তর 'নবকথা' (১৮৯৯), 'দেশী ও বিলাতী' (১৯০৯), 'ষোড়শী' (১৯০৬), 'গল্পাঞ্জলী' (১৯১৩), 'গল্পবীথি' (১৯১৬), 'গহনার বাক্স ও অন্যান্য গল্প' (১৯২১), 'হতাশ প্রেমিক ও অন্যান্য গল্প' (১৯২৪), 'যুবকের প্রেম ও অন্যান্য গল্প' (১৯২৬), 'জামাতা বাবাজী ও অন্যান্য গল্প' (১৯৩১)।


২২. জগদীশ গুপ্তের উপন্যাসগুলির নাম লেখো।


উত্তর 'লঘুগুরু' (১৯৩১), 'অসাধু সিদ্ধার্থ' (১৯২৯), 'রতি ও বিরতি', 'গতিহারা জাহ্নবী', 'দুলালের দোলা' (১৯৩১)।


২৩. জগদীশ গুপ্তের গল্পগ্রন্থগুলির নাম লেখো।


উত্তর 'বিনোদিনী' (১৯২৭), 'রূপের বাহিরে' (১৯২৯), 'শ্রীমতি' (১৯৩০), 'উদয়লেখা' (১৯৩২), 'উপায়ন' (১৯৩৪), 'পাইক শ্রীমিহির প্রামাণিক' (১৯৩৪), 'শশাঙ্ক কবিরাজের স্ত্রী' (১৯৩৫)।


২৪. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম লেখো।


উত্তর 'পথের পাঁচালী' (১৯২৯), 'অপরাজিত' (১৯৩২), 'দৃষ্টিপ্রদীপ' (১৯৩৫), 'চাঁদের পাহাড়' (১৯৩৭), 'আরণ্যক' (১৯৩৯), 'আদর্শ হিন্দু হোটেল' (১৯৪০), 'বিপিনের সংসার' (১৯৪১), 'দুইবাড়ী' (১৯৪১), 'অনুবর্তন' (১৯৪২), 'দেবযান' (১৯৪৪), 'কেদার রাজা' (১৯৪৫), 'অথৈজল' (১৯৪৭), 'ইছামতী' (১৯৫০), 'অশনি সংকেত' (১৯৫৯)।


২৫. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থগুলির নাম লেখো।


উত্তর 'মেঘমল্লার' (১৯৩১), 'মৌরীফুল' (১৯৩২), 'যাত্রাদল' (১৯৩৪), 'জন্ম ও মৃত্যু' (১৯৩৭), 'কিন্নরদল' (১৯৩৮), 'বেণীগীর ফুলবাড়ী' (১৯৪১), 'নবাগত' (১৯৪৪), 'তালনবমী (১৯৪৪), 'উপলখণ্ড' (১৯৪৪), 'বিধুমাষ্টার' (১৯৪৫), 'কুশল পাহাড়ী' (১৯৫০)।


২৬.তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম লেখো।


উত্তর 'চৈতালী ঘূর্ণি' (১৯৩১), 'নীলকণ্ঠ' (১৯৩৩), 'রাইকমল' (১৯৩৪), 'প্রেম ও প্রয়োজন' (১৯৩৫), 'আগুন' (১৯৩৭), 'পাষাণপুরী' (১৯৩৭), 'ধাত্রীদেবতা' (১৯৩৯), 'কালিন্দী' (১৯৪০), 'গণদেবতা' (১৯৪২), 'পঞ্চগ্রাম' (১৯৪৪), 'মন্বন্তর' (১৯৪৪), 'কবি' (১৯৪৪), 'সন্দীপন পাঠশালা' (১৯৪৬), 'ঝড় ও ঝরাপাতা' (১৯৪৬), 'হাঁসুলী বাঁকের উপকথা' (১৯৪৭), 'সপ্তপদী' (১৯৪৯), 'নাগিনী কন্যার কাহিনী' (১৯৫২), 'আরোগ্য নিকেতন' (১৯৫৩), 'চাঁপাডাঙার বৌ' (১৯৫৪), 'পঞ্চপুত্তলী' (১৯৫৬), 'বিচারক' (১৯৫৭), 'রাধা' (১৯৫৮), 'ডাকহরকরা' (১৯৫৮), 'ভুবনপুরের হাট' (১৯৬৪), 'গন্নাবেগম' (১৯৬৫), 'কীর্তিহাটের কড়চা' (১৯৫৭)।


২৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম লেখো।


উত্তর 'জননী' (১৯৩৫), 'দিবারাত্রির কাব্য' (১৯৩৫), 'পুতুলনাচের ইতিকথা' (১৯৩৬), 'পদ্মানদীর মাঝি' (১৯৩৬), 'জীবনের জটিলতা' (১৯৩৬), 'অমৃতস্য পুত্রাঃ' (১৯৩৮), 'শহরতলি' (১৯৪০), 'অহিংসা' (১৯৪১), 'ধরাবাঁধা জীবন' (১৯৪১), 'চতুষ্কোণ' (১৯৪২), 'প্রতিবিম্ব' (১৯৪৩), 'দর্পণ' (১৯৪৫), 'শহরবাসের ইতিকথা' (১৯৪৬), 'চিহ্ন' (১৯৪৭), 'আদায়ের ইতিহাস' (১৯৪৭), 'স্বাধীনতার স্বাদ' (১৯৫১), 'সোনার চেয়ে দামী' (১৯৫১), 'ইতিকথার পরের কথা' (১৯৫২), 'হলুদ নদী সবুজ বন' (১৯৫৬), 'মাঝির ছেলে' (১৯৬০)।


২৮. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থগুলির নাম লেখো।


উত্তর 'ছলনাময়ী' (১৯৩৬), 'জলসাঘর' (১৯৩৭), 'রসকলি' (১৯৩৮), 'তিনশূন্য' (১৯৪১), 'প্রতিধ্বনি' (১৯৪৩), 'বেদেনী' (১৯৪৩), 'দিল্লীকা লাড্ডু' (১৯৪৩), 'যাদুকরী' (১৯৪৪), 'স্থলপদ্ম' (১৯৪৪, ১৩৫০ ১৯৪৫), 'প্রসাদমালা' (১৯৪৫), 'হারানো সুর' (১৯৪৫), 'ইমারত' (১৯৪৭), 'কালান্তর' (১৯৫৬)।


২৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থগুলির নাম লেখো।


উত্তর 'অতসী মামী ও অন্যান্য গল্প' (১৯৩৫), 'প্রাগৈতিহাসিক' (১৯৩৭), 'মিহি ও মোটা কাহিনী' (১৯৩৮), 'সরীসৃপ' (১৯৩৯), 'বৌ' (১৯৪৩), 'সমুদ্রের স্বাদ' (১৯৪৩), 'ভেজাল' (১৯৪৪), 'হলুদপোড়া' (১৯৪৫), 'আজ কাল পরশুর গল্প' (১৯৪৬), 'বকুলপুরের যাত্রী' (১৯৪৯), 'ফেরিওলা' (১৯৫৩), 'লাজুকলতা' (১৯৫৪)।


৩০. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের উপন্যাসগুলির নাম লেখো।


উত্তর 'তৃণখণ্ড' (১৯৩৫), 'বৈতরণী তীরে' (১৯৩৬), 'দ্বৈরথ' (১৯৩৭), 'কিছুক্ষণ' (১৯৩৭), 'মৃগয়া' (১৯৪০), 'নির্মোক' (১৯৪০), 'সে ও আমি' (১৯৪৩), 'জঙ্গম' (প্রথম খন্ড-১৯৪৩, দ্বিতীয় খন্ড-১৯৪৫, তৃতীয় খণ্ড-১৯৪৫), 'অগ্নি' (১৯৪৬), 'ঞতৎপুরুষ' (১৯৪৬), 'মানদণ্ড' (১৯৪৮), 'ডানা' (১৯৪৮), 'স্থাবর' (১৯৫১), 'কষ্টিপাথর' (১৯৫১), 'নিরঞ্জনা' (১৯৫৫), 'ভুবন সোম' (১৯৫৬), 'মহারানী' (১৯৫৭), 'অগ্নীশ্বর' (১৯৫৭), 'ওরা সব পারে' (১৯৬০), 'হাটেবাজারে' (১৯৬১), 'তীর্থের কাক' (১৯৬৫), 'সন্ধিপূজা' (১৯৭২)।