অধ্যায় ৩
নাট্যসাহিত্য
---------------------------------------------------------------------------------------------------------------------------
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
[প্রশ্নমান]
১. বাংলা সাহিত্যের আদিপর্বের নাটকগুলির পরিচয় দাও।
উত্তর যোগেশচন্দ্র গুপ্তের 'কীর্তিবিলাস' (১৮৫২)। তারাচরণ সিকাদারের 'ভদ্রার্জুন' (১৮৫২)। হরচন্দ্র ঘোষের 'ভানুমতী চিত্তবিলাস' (১৮৫২)। নাটকটি শেকসপিয়রের 'Merchant of Venice' অবলম্বনে লেখা। এ ছাড়া তাঁর লেখা আদিপর্বের আরও নাটকগুলি হল-'কৌরব বিয়োগ' (১৮৫৮), 'রজতগিরি নন্দিনী' (১৮৭৪) এবং শেকসপিয়রের 'Romeo and Juliet' অবলম্বনে লেখা 'চারমুখ চিত্তহরা' (১৮৬৪)।
২. কালীপ্রসন্ন সিংহের নাটকগুলির নাম উল্লেখ করো।
উত্তর 'বাবু' (প্রহসন), বিক্রমোবশী (১৮৫৭), সাবিত্রী সত্যবাণ (১৮৫৮), মালতী মাধব।
৩. 'বিধবা বিবাহ' (১৮৫৬) নাটকটি কার লেখা?
উত্তর উমেশচন্দ্র মিত্রের লেখা।
৪. রামনারায়ণ তর্করত্নের নাটকগুলি উল্লেখ করো।
উত্তর 1/ পৌরাণিক নাটক: রুক্সিণীহরণ (১৮৭১), 'কংসবধ' (১৮৭৫), 'ধর্মবিজয়' (১৮৭৫)।
2/ প্রহসন: যেমন কর্ম তেমনি ফল (১৮৬৫), চক্ষুদান (১৮৫৯), উভয় সঙ্কট (১৮৬৯)।
৩/ মৌলিক নাটক: কুলীনকুলসর্বস্ব (১৮৫৪), নবনাটক (১৮৬৬)।
৫. মধুসূদন দত্তের নাটকগুলি উল্লেখ করো।
উত্তর 1/ পৌরাণিক নাটক: শর্মিষ্ঠা (১৮৫৯)
2/ ঐতিহাসিক নাটক: কৃষ্ণকুমারী (১৮৬১)
3/ প্রহসন : একেই কি বলে সভ্যতা (১৮৬০), বুড়ো শালিকের ঘাড়ে রৌ (১৮৬০), পদ্মাবতী (১৮৬০), মায়াকানন (১৮৭৪)।
৬. দীনবন্ধু মিত্রের নাটকগুলি উল্লেখ করো।
উত্তর নীলদর্পণ (১৮৬০), নবীন তপস্বিনী (১৮৬৩), লীলাবতী (১৮৬৭), কমলে কামিনী (১৮৭৩) এবং তাঁর লেখা প্রহসনগুলি হল- বিয়ে পাগলা বুড়ো (১৮৬৬), সধবার একাদশী (১৮৬৬), জামাই বারিক (১৮৭২)।
৭. দীনবন্ধু মিত্রের দুটি কাব্যের নাম লেখো।
উত্তর সুরধুনী কাব্য (১৮৭১, ১৮৭৬), দ্বাদশ কবিতা (১৮৭২)।
৮. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলির নাম লেখো।
উত্তর পুরুবিক্রম (১৮৭৪), সরোজিনী (১৮৭৫), অশ্রুমতী (১৮৭৯), স্বপ্নময়ী (১৮৮২)। প্রহসন: কিঞ্চিৎ জলযোগ (১৮৭২), এমন কর্ম আর করব না (১৮৭৭), হঠাৎ নবাব (১৮৮৪), দায়ে পড়ে দারগ্রহ (১৮৯০), হিতে বিপরীত (১৮৯৬)।
৯. মনোমোহন বসুর নাটকগুলির নাম লেখো।
উত্তর প্রণয় পরীক্ষা (১৮৬৯), আনন্দময় নাটক (১৮৯০)।
পৌরাণিক নাটক: রামাভিষেক নাটক (১৮৬৭), সতী (১৮৭৩), হরিচন্দ্র (১৮৭৫)।
১০. 'জমিদার দর্পণ' (১৮৭৩) নাটকটি কার লেখা?
উত্তর মীর মশাররফ হোসেনের লেখা।
১১.কিরণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাটকগুলির নাম লেখো।
উত্তর ভারতমাতা (১৮৭৩), ভারতে যবন (১৮৭৪)।
১২. হরলাল রায়ের নাটকগুলির নাম লেখো।
উত্তর হেমলতা (১৮৭৩), বঙ্গের সুখাবসান (১৮৬৪)।
১৩. উপেন্দ্রনাথ দাসের নাটকগুলির নাম লেখো।
উত্তর শরৎ সরোজিনী (১৮৭১), সুরেন্দ্র বিনোদিনী (১৮৭৫), দাদা ও আমি (১৮৮৮)।
১৪. উমেশচন্দ্র গুপ্তের নাটকগুলির নাম লেখো।
উত্তরহেমনলিনী (১৮৭৪), বীরবালা (১৮৭৫), মহারাষ্ট্র কলঙ্ক (১৮৭৫)।
১৫. রাজকৃষ্ণ রায়ের নাটকগুলির নাম লেখো।
উত্তর প্রহ্লাদ চরিত্র, যদুবংশ ধ্বংস, নরমেধ যজ্ঞ, বামন ভিক্ষা।
১৬. গিরিশচন্দ্র ঘোষের নাটকগুলির নাম লেখো।
উত্তর ১/ পৌরাণিক নাটক: রাবণ বধ (১৮৮১), সীতার বনবাস (১৮৮২), লক্ষণ বর্জন (১৮৮২), চৈতন্যলীলা (১৮৮৬), বিল্বমঙ্গল (১৮৮৮), জনা (১৮৯৪), পাণ্ডব গৌরব (১৯০০)।
২/ ঐতিহাসিক নাটক: ভ্রান্তি (১৯০২), সৎনাম (১৯০৪), সিরাজদ্দৌলা (১৯০৬), মীরকাশিম (১৯০৬), ছত্রপতি শিবাজী (১৯০৭), অশোক (১৯১১)।
৩/ সামাজিক নাটক: প্রফুল্ল (১৮৮৯), হারানিধি (১৮৯০), মায়াবসান (১৮৯৮), বলিদান (১৯০৫), শাস্তি কি শান্তি (১৯০৮), গৃহলক্ষ্মী (১৯১২)।
৪/ প্রহসন: ভোটমঙ্গল (১৮৮২), হীরার ফুল (১৮৮৪), বেল্লিক বাজার (১৮৮৬), বড়দিনের বকশিস (১৮৯৩), সভ্যতার পাণ্ডা (১৮৮৩), য্যায়সা কা ত্যায়সা (১৯০৬)।
৫/ গীতিনাট্য: অকালবোধন (১৮৭৭), আগমনী (১৮৭৭), মোহিনীপ্রতিমা (১৮৮২), স্বপ্নের ফুল (১৮৯৩), অশ্রুধারা (১৯০১), আবুহোসেন।
৬/ গল্প, উপন্যাস, কাব্যের নাট্যরূপ: কপালকুণ্ডলা (১৮৭৩), বিষবৃক্ষ (১৮৭৪), দুর্গেশনন্দিনী (১৮৭৮), মেঘনাদবধ কাব্য (১৮৭৭), যমালয়ে জীবন্ত মানুষ (১৮৭৭), পলাশীর যুদ্ধ (১৮৭৮), চোখের বালি (১৯০৭)।
১৭.অমৃতলাল বসুর নাটকগুলির নাম লেখো।
উত্তর হীরকচুর্ণ (১৮৭৫), তরুবালা (১৮৯১), খাসদখল (১৯১২), নবযৌবন (১৯১৪), বিমাতা বা বিজয়বসন্ত (১৮৯৩), আদর্শ বন্ধু (১৯০০), ব্যাপিকা বিদায় (১৯২৬)।
প্রহসন: চোরের উপর বাটপাড়ি (১৮৭৬), বিবাহ বিভ্রাট (১৮৮৪), চাটুয্যে ও বাঁড়ুয্যে (১৮৮৬), তাজ্জব ব্যাপার (১৮৯০), বাবু (১৮৯৪), একাকার (১৮৯৫), বৌমা (১৮৯৭), কৃপণের ধন (১৯০০), সম্মতি সংকট (১৮৯১), কালাপানি (১৮৯২), গ্রাম্যবিভ্রাট (১৮৯৭), তিলতর্পণ (১৮৮১), রাজা বাহাদুর (১৮৯১)।
১৮. অমৃতলাল বসুর 'বিলাপ' ও 'বৈজয়ন্ত দাস' নাটক দুটি কী উপলক্ষ্যে রচিত?
উত্তর 'বিলাপ' নাটকটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুকে কেন্দ্র করে রচিত। 'বৈজয়ন্ত দাস' নাটকটি মহারানী ভিক্টোরিয়ার মৃত্যুকে কেন্দ্র করে রচিত।
১৯. দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকগুলি উল্লেখ করো।
উত্তর ১/ ঐতিহাসিক নাটক: তারাবাঈ (১৯০৩), প্রতাপসিংহ (১৯০৫), দুর্গাদাস (১৯০৬), নূরজাহান (১৯০৮), মেবার পতন (১৯০৮), সাজাহান (১৯০৯), চন্দ্রগুপ্ত (১৯১১), সিংহল বিজয় (১৯১৫), সোরাব রুস্তম (১৯০৮)।
২/ সামাজিক নাটক: পরপারে (১৯১২), বঙ্গনারী (১৯১৬)।
৩/ পৌরাণিক নাটক: পাষাণী (১৯০০), সীতা (১৯০৮), ভীষ্ম (১৯১৪)।
৪/ প্রহসন: কল্কি অবতার (১৮৯৫), বিরহ (১৮৯৭), এ্যহ স্পর্শ বা সুখী পরিবার (১৯০০), প্রায়শ্চিত্ত (১৯০২), পুনর্জন্ম (১৯১১), আনন্দ বিদায় (১৯১২)।
২০. ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের নাটকগুলির নাম লেখো।
উত্তর ১/ঐতিহাসিক নাটক: আলিবাবা (১৮৯৭), প্রতাপাদিত্য (১৯০৩), রঘুবীর (১৯০৩), পদ্মিনী (১৯০৬), পলাশীর প্রায়শ্চিত্ত (১৯০৭), চাঁদবিবি (১৯০৭), নন্দকুমার (১৯০৮), বাংলার মসনদ (১৯১০), খাঁজাহান (১৯১২), আহেরিয়া (১৯১৫), বঙ্গের রাঠোর (১৯১৭), আলমগীর (১৯২১), গোলকুন্ডা (১৯২৫)।
২/ পৌরাণিক নাটক: বভ্রুবাহন (১৮৯৯), সাবিত্রী (১৯০২), উলুপী (১৯০৬), ভীষ্ম (১৯১৩), মন্দাকিনী (১৯২১), নরনারায়ণ (১৯২৬)।
৩/গীতিনাট্য: কুমারী (১৮৯৯), জুলিয়া (১৯০০), বাসন্তী (১৯০৮), কিন্নরী (১৯১৮)।
২১.মন্মথ রায়ের নাটকগুলির নাম লেখো।
উত্তর কারাগার (১৯৩০), দেবাসুর, সাবিত্রী, চাঁদসদাগর, খানা (১৯৩২), অশোক (১৯৩৩), মীরকাশিম (১৯৩৮), জীবনটাই নাটক (১৯৫২), মমতাময়ী হাসপাতাল (১৯৫২), পথে বিপথে (১৯৫২), ধর্মঘট (১৯৫৩), চাষীর প্রেম (১৯৫৩), সাঁওতাল বিদ্রোহ (১৯৫৮), অমৃত অতীত (১৯৬০), বন্যা (১৯৬১)।
২২. শচীন্দ্রনাথ সেনগুপ্তের নাটকগুলির নাম লেখো।
উত্তর ঐতিহাসিক ও রাজনৈতিক নাটক: গৈরিক পতাকা (১৯৩০), সিরাজদ্দৌলা (১৯৩৮), রাষ্ট্রবিপ্লব (১৯৪৪), ধাত্রীপান্না (১৯৪৮), সবার উপরে মানুষ সত্য (১৯৫৬), আর্তনাদ ও জয়নাদ (১৯৬১)।
সামাজিক নাটক: রক্তকমল (১৯২৯), ঝড়ের রাতে (১৯৩১), নার্সিংহোম (১৯৩৩), স্বামী-স্ত্রী (১৯৩৭), তটিনীর বিচার (১৯৩৯)।
২৩. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাটকগুলির নাম লেখো।
উত্তর বিংশ শতাব্দী (১৯৪৪), দ্বীপান্তর (১৯৪৫), দুই পুরুষ (১৯৪২), কালিন্দী (১৯৪১), পথের ডাক (১৯৪৩)।
২৪. বিধায়ক ভট্টাচার্যের নাটকগুলির নাম লেখো।
উত্তর মাটির ঘর, মেঘমুক্তি, তাই তো, বিশ বছর আগে, ক্ষুধা (১৯৫৭)।
২৫.প্রমথনাথ বিশীর নাটকগুলির নাম লেখো।
উত্তর ঋণং কৃত্বা (১৯৩৫), ঘৃতং পিবেৎ (১৯৩৬), মৌচাকে ঢিল (১৯৩৮), পরিহাস