Chapter 2 -
জাতীয় আয় গণনা
পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)
প্রশ্ন ১: জাতীয় আয় কাকে বলে?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে দেশের সমস্ত উৎপাদন উপাদান দ্বারা উৎপাদিত চূড়ান্ত পণ্য ও পরিষেবার মোট অর্থমূল্যই জাতীয় আয়।
প্রশ্ন ২: জাতীয় আয় পরিমাপের প্রধান তিনটি পদ্ধতির নাম লেখ।
উত্তর: ১. উৎপাদন পদ্ধতি
২. আয় পদ্ধতি
৩. ব্যয় পদ্ধতি
প্রশ্ন ৩: উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় গণনার সূত্র কী?
উত্তর: জাতীয় আয় = মোট মূল্য সংযোজন + উৎপাদন কর - ভর্তুকি
প্রশ্ন ৪: জাতীয় আয় ও ব্যক্তিগত আয়ের মধ্যে পার্থক্য কী?
উত্তর: জাতীয় আয় একটি দেশের সামগ্রিক আয় নির্দেশ করে, আর ব্যক্তিগত আয় কোনও ব্যক্তির বা পরিবারের আয় নির্দেশ করে।
প্রশ্ন ৫: GDP (Gross Domestic Product) কাকে বলে?
উত্তর: GDP হল একটি নির্দিষ্ট সময়ে দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত চূড়ান্ত পণ্য ও পরিষেবার মোট মূল্য।
প্রশ্ন ৬: GNP ও GDP-এর মধ্যে পার্থক্য লেখ।
উত্তর:
-
GDP: দেশের সীমানার মধ্যে উৎপাদিত সম্পদের মূল্য।
-
GNP: দেশের নাগরিকদের দ্বারা উত্পাদিত সম্পদের মূল্য, দেশ বা বিদেশ যেখানেই হোক না কেন।
প্রশ্ন ৭: আয় পদ্ধতিতে জাতীয় আয় গণনার উপাদান কী কী?
উত্তর: ১. মজুরি ও বেতন
২. ভাড়া
৩. সুদ
৪. মুনাফা
৫. স্ব-ব্যবসায়িক আয়
প্রশ্ন ৮: ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় গণনার সূত্র কী?
উত্তর: জাতীয় আয় = C + I + G + (X - M)
যেখানে,
C = ভোক্তার ব্যয়, I = বিনিয়োগ, G = সরকারি ব্যয়,
X = রপ্তানি, M = আমদানি
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)
প্রশ্ন ৯: ব্যক্তিগত নিট আয় (Personal Income) কী?
উত্তর: ব্যক্তিগত নিট আয় হল একটি দেশের নাগরিকদের প্রাপ্ত মোট আয়, যা করপূর্ব ও স্থানান্তর আয়সহ বিবেচনা করা হয়।
প্রশ্ন ১০: জাতীয় আয়ের পরিমাপে অন্তর্ভুক্ত নয় এমন উপাদানগুলি কী কী?
উত্তর:
-
মধ্যবর্তী পণ্যের মূল্য
-
গৃহস্থালির অ-বেতনভিত্তিক পরিষেবা
-
দ্বিতীয় হাতের পণ্য বিক্রি
-
পুঁজিবাজারে লেনদেন
প্রশ্ন ১১: 'চূড়ান্ত পণ্য' কাকে বলে?
উত্তর: যে পণ্য ভোক্তাদের ব্যবহারের জন্য প্রস্তুত এবং যা পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয় না, তাকে চূড়ান্ত পণ্য বলে।
প্রশ্ন ১২: আয় পদ্ধতিতে স্থানান্তর আয় (Transfer Income) গণনায় ধরা হয় না কেন?
উত্তর: কারণ স্থানান্তর আয় কোনো উৎপাদনের বিপরীতে প্রদান করা হয় না, তাই তা জাতীয় আয়ের অংশ নয়।
প্রশ্ন ১৩: জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে 'দ্বৈত গণনা' সমস্যা কী?
উত্তর: মধ্যবর্তী পণ্যের মূল্য বারবার গণনায় পড়লে একই পণ্যের মূল্য একাধিকবার গণনা হয়, এটিই দ্বৈত গণনার সমস্যা।
প্রশ্ন ১৪: নিট জাতীয় আয় (NNP at Factor Cost) গণনার সূত্র কী?
উত্তর: NNP at FC = GNP at Market Price - অবচয় - (পরোক্ষ কর - ভর্তুকি)
প্রশ্ন ১৫: 'মূল্য সংযোজন' বলতে কী বোঝায়?
উত্তর: পণ্য উৎপাদনের প্রতিটি ধাপে পূর্ববর্তী ধাপের মধ্যবর্তী খরচ বাদ দিয়ে যে অতিরিক্ত মূল্য তৈরি হয়, তাকেই মূল্য সংযোজন বলা হয়।
প্রশ্ন ১৬: 'অবচয়' (Depreciation) কাকে বলে?
উত্তর: সময়ের সাথে যন্ত্রপাতি বা মূলধনের কার্যক্ষমতার হ্রাস পাওয়াকে অবচয় বলে।
প্রশ্ন ১৭: নিট জাতীয় উৎপাদন (NNP) কী?
উত্তর: GNP থেকে অবচয় বাদ দিলে যা থাকে, তাকেই নিট জাতীয় উৎপাদন বলা হয়।
প্রশ্ন ১৮: জাতীয় আয় পরিমাপের তথ্যসূত্র কোনগুলি?
উত্তর:
-
জাতীয় পরিসংখ্যান সংস্থা
-
কেন্দ্রীয় ব্যাংক (RBI)
-
পরিকল্পনা কমিশন বা নীতি আয়োগ