Chapter 5

 ক্রেতা সুরক্ষা

-----------------



দু-এক কথায় উত্তর দাও:


(1) সৎ ব্যবসায়ী প্রতিটি বিক্রির ক্ষেত্রে কী দেবে?


উত্তর: রসিদ


(2) জিনিস কেনাবেচার ক্ষেত্রে কীসের কীসের স্বীকৃতি দরকার?


উত্তর: গ্যারান্টি ও ওয়ারান্টি


(3) চিনি/গুড় কোন্ জিনিসে ভেজাল হিসেবে মেশানো হয়?


উত্তর: মধুতে


(4) ঘি-তে মেশানো হয় এমন একটি ভেজালের নাম লেখো।


উত্তর: মার্জারিন।


(5) হলুদ গুঁড়োতে কোন্ ভেজাল দ্রব্য মেশানো হয়?


উত্তর: কাঠের গুঁড়ো


(6) বরফির তবক হিসেবে কোন জিনিস ব্যবহার করা উচিত নয়?


উত্তর: অ্যালুমিনিয়াম


(7) মুড়িতে ভেজাল হিসেবে কী ব্যবহার করা হয়?


উত্তর: ইউরিয়া



Editing By:- Lipi Medhi