Chapter 10 -
আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতি
পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)
প্রশ্ন ১: আন্তর্জাতিক বাণিজ্য বলতে কী বোঝায়?
উত্তর: যখন দুটি বা তার অধিক দেশ পণ্য ও পরিষেবার লেনদেন করে, তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। এই বাণিজ্যের মাধ্যমে এক দেশ তার উদ্বৃত্ত পণ্য অন্য দেশে রপ্তানি করে এবং প্রয়োজনীয় পণ্য আমদানি করে।
প্রশ্ন ২: আন্তর্জাতিক বাণিজ্যের উপকারিতা লেখো।
উত্তর:
-
দেশভিত্তিক পণ্য উৎপাদনে দক্ষতা বৃদ্ধি
-
বৈদেশিক মুদ্রা উপার্জন
-
বিশ্বজুড়ে পণ্যের সহজলভ্যতা
-
বন্ধুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক
-
কর্মসংস্থান সৃষ্টি
প্রশ্ন ৩: ভারতে আন্তর্জাতিক বাণিজ্যের তিনটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর:
-
প্রধান রপ্তানি পণ্য – টেক্সটাইল, ওষুধ, কৃষিপণ্য
-
প্রধান আমদানি পণ্য – জ্বালানি, স্বর্ণ, মেশিনারি
-
প্রধান বাণিজ্য অংশীদার – মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, সংযুক্ত আরব আমিরাত
প্রশ্ন ৪: আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের সমস্যা কী কী?
উত্তর:
-
বৈদেশিক মুদ্রার ঘাটতি
-
আমদানি নির্ভরতা
-
উচ্চ পরিবহন খরচ
-
অবকাঠামোগত দুর্বলতা
-
বৈদেশিক প্রতিযোগিতা
প্রশ্ন ৫: বৈদেশিক মুদ্রার হার বলতে কী বোঝায়?
উত্তর: mএকটি দেশের মুদ্রার বিপরীতে অন্য দেশের মুদ্রার বিনিময় মূল্যকে বৈদেশিক মুদ্রার হার বলে। যেমন, ১ মার্কিন ডলার = ₹৮৩ (ভারতীয় টাকা)।
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)
প্রশ্ন ১: আন্তর্জাতিক বাণিজ্যের প্রকারভেদ লেখো।
উত্তর:
-
দ্বিপাক্ষিক বাণিজ্য (Bilateral Trade)
-
বহুপাক্ষিক বাণিজ্য (Multilateral Trade)
-
রপ্তানি বাণিজ্য (Export Trade)
-
আমদানি বাণিজ্য (Import Trade)
প্রশ্ন ২: আন্তর্জাতিক বাণিজ্যের ওপর প্রভাব ফেলতে পারে এমন কারণসমূহ কী কী?
উত্তর:
-
বিনিময় হার
-
আমদানি-রপ্তানি নীতিমালা
-
আন্তর্জাতিক চুক্তি
-
পরিবহন ব্যবস্থা
-
শুল্ক ও শুল্কহীন প্রতিবন্ধকতা
প্রশ্ন ৩: ভারতে বৈদেশিক বাণিজ্য ঘাটতির কারণ কী?
উত্তর:
-
আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা
-
জ্বালানির উচ্চ আমদানি খরচ
-
রপ্তানি কাঠামোর দুর্বলতা
-
মূল্যস্ফীতি
-
বিদেশি পণ্যের প্রতিযোগিতা
প্রশ্ন ৪: WTO (World Trade Organization)-এর ভূমিকা কী?
উত্তর:
-
আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম নির্ধারণ
-
সদস্য দেশগুলির মধ্যে বাণিজ্য বিরোধ মেটানো
-
শুল্ক হ্রাসে সহায়তা
-
উন্নয়নশীল দেশগুলিকে বাণিজ্যে উৎসাহ প্রদান
প্রশ্ন ৫: ভারতে আন্তর্জাতিক বাণিজ্যের উন্নয়নের উপায় কী?
উত্তর:
-
উৎপাদন দক্ষতা বৃদ্ধি
-
অবকাঠামো উন্নয়ন
-
বৈদেশিক বাণিজ্য নীতি সংস্কার
-
প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি
-
আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন