Chapter 9 

সরকারি বাজেট ও অর্থনৈতিক নীতি

পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)

প্রশ্ন ১: বাজেট বলতে কী বোঝায়?
উত্তর: বাজেট হল সরকারের একটি বার্ষিক আর্থিক পরিকল্পনা, যেখানে একটি অর্থবছরে সরকারের সম্ভাব্য আয় ও ব্যয় নির্ধারণ করা হয়।

প্রশ্ন ২: সরকারি বাজেটের উপাদানগুলি কী কী?
উত্তর: 
সরকারি বাজেটের দুটি প্রধান উপাদানঃ

  1. রাজস্ব বাজেট (Revenue Budget)

  2. মূলধন বাজেট (Capital Budget)

প্রশ্ন ৩: বাজেট ঘাটতি বলতে কী বোঝায়?
উত্তর: যখন সরকারের মোট ব্যয় মোট আয়ের চেয়ে বেশি হয়, তখন তাকে বাজেট ঘাটতি (Budget Deficit) বলে।

প্রশ্ন ৪: রাজস্ব ঘাটতি ও ফিসকাল ঘাটতির মধ্যে পার্থক্য লেখো।
উত্তর:

পার্থক্যের দিকরাজস্ব ঘাটতিফিসকাল ঘাটতি
সংজ্ঞারাজস্ব আয় ও রাজস্ব ব্যয়ের মধ্যে ঘাটতিমোট আয় ও মোট ব্যয়ের মধ্যে ঘাটতি
অন্তর্ভুক্ত ব্যয়শুধুমাত্র রাজস্ব ব্যয়রাজস্ব ও মূলধন উভয় ব্যয়

প্রশ্ন ৫: অর্থনৈতিক নীতির উদ্দেশ্য কী কী?
উত্তর: অর্থনৈতিক নীতির উদ্দেশ্য হল –

  1. দারিদ্র্য দূরীকরণ

  2. আয় বৈষম্য হ্রাস

  3. অর্থনৈতিক স্থিতিশীলতা

  4. উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি

অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)

প্রশ্ন ১: ব্যয়তত্ত্ব অনুযায়ী বাজেটের শ্রেণিবিভাগ কী কী?
উত্তর: ব্যয়তত্ত্ব অনুযায়ী বাজেট তিন ধরনের হতে পারে –

  1. উদ্বৃত্ত বাজেট (Surplus Budget)

  2. ঘাটতি বাজেট (Deficit Budget)

  3. সাম্য বাজেট (Balanced Budget)

প্রশ্ন ২: উন্নয়নমূলক ও অনুন্নয়নমূলক ব্যয়ের পার্থক্য লেখো।
উত্তর:

বিষয়উন্নয়নমূলক ব্যয়অনুন্নয়নমূলক ব্যয়
উদ্দেশ্যঅর্থনৈতিক উন্নয়নরক্ষণাবেক্ষণমূলক কাজ
উদাহরণঅবকাঠামো নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্যপ্রশাসনিক খরচ, সুদের পরিশোধ

প্রশ্ন ৩: সরাসরি কর এবং পরোক্ষ করের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর:

বিষয়সরাসরি করপরোক্ষ কর
আদায়কারীসরকারবিক্রেতা বা পরিষেবা প্রদানকারী
কর প্রদানকারীকরদাতা নিজেভোক্তা
উদাহরণআয়কর, সম্পত্তি করজিএসটি, উৎপাদন কর

প্রশ্ন ৪: ফিসকাল নীতি বলতে কী বোঝায়?
উত্তর: ফিসকাল নীতি হল সরকারের রাজস্ব ও ব্যয় সংক্রান্ত নীতি, যার মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হয়।

প্রশ্ন ৫: বাজেট প্রণয়নের সময় সরকার কোন বিষয়গুলি বিবেচনা করে?
উত্তর: সরকার বাজেট প্রণয়নের সময় নিচের বিষয়গুলি বিবেচনা করে –

  1. সামগ্রিক আর্থিক পরিস্থিতি

  2. মূল্যস্ফীতির হার

  3. বেকারত্ব

  4. রাজস্ব ও ব্যয়ের ভারসাম্য

  5. উন্নয়ন লক্ষ্য