Chapter 3 -
অনুমান
1. নিম্নলিখিত বাক্যগুলি প্রতিস্থাপন করুন:
(ক) শুধুমাত্র মানুষই মরণশীল।
(খ) কিছু লোক জ্ঞানী।
(c) কিছু চকচকে বস্তু সোনা নয়।
সমাধানঃ
(a) A- সব মানুষই মরণশীল
(উল্টানো যায় এমন ক্রিয়া)
∴ ই- কোন মানুষই মরণশীল নয়
(বিপরীত ক্রিয়া)
(b) আমি- কিছু লোক জ্ঞানী হয়
(উল্টানো যায় এমন ক্রিয়া)
∴ ও- কিছু মানুষ অজ্ঞ নয়
(বিপরীত ক্রিয়া)
(c) O- কিছু চকচকে বস্তু সোনার নয়
(উল্টানো যায় এমন ক্রিয়া)
∴ আমি- কিছু চকচকে বস্তু স্বর্ণবিহীন
(বিপরীত ক্রিয়া)