Chapter 7 -
ব্যবহারিক ভূগোল
MCQ (বহুনির্বাচনি প্রশ্ন)
প্রশ্ন ১: নিচের কোনটি ব্যবহারিক ভূগোলের অঙ্গ নয়?
A) মানচিত্র তৈরি
B) পর্বতের গঠন ব্যাখ্যা
C) ডায়াগ্রাম আঁকা
D) GPS বিশ্লেষণ
উত্তর: B) পর্বতের গঠন ব্যাখ্যা
প্রশ্ন ২: স্কেল কত প্রকার?
A) ২
B) ৩
C) ৪
D) ৫
উত্তর: B) ৩
প্রশ্ন ৩: সমান উচ্চতার স্থানকে যুক্ত করে যে রেখা আঁকা হয় তাকে বলে—
A) রেললাইন
B) জলবায়ু রেখা
C) কনট্যুর লাইন
D) অক্ষাংশ রেখা
উত্তর: C) কনট্যুর লাইন
প্রশ্ন ৪: টপোগ্রাফিক মানচিত্রে জলাশয় কী রঙে দেখানো হয়?
A) সবুজ
B) নীল
C) বাদামি
D) লাল
উত্তর: B) নীল
প্রশ্ন ৫: GPS ব্যবস্থার মূল উপাদান কী?
A) চুম্বক
B) রাডার
C) উপগ্রহ
D) কৃত্রিম বুদ্ধিমত্তা
উত্তর: C) উপগ্রহ
পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তর (Textbook Question Answer)
প্রশ্ন ১: ব্যবহারিক ভূগোল বলতে কী বোঝায়?
উত্তর: ব্যবহারিক ভূগোল হল ভূগোলের একটি শাখা, যার মাধ্যমে মানচিত্র, ডায়াগ্রাম, চিত্র, গ্রাফ, পরিমাপ ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে ভূগোলীয় ধারণা প্রয়োগ ও বিশ্লেষণ করা হয়।
প্রশ্ন ২: টপোগ্রাফিক মানচিত্র কী?
উত্তর: টপোগ্রাফিক মানচিত্র হল এক ধরনের মানচিত্র, যেখানে স্থলচিত্র, নদী, পাহাড়, বনভূমি, গ্রাম, শহর, রাস্তা প্রভৃতি বৈশিষ্ট্য চিহ্নিত করা থাকে। এটি স্কেলসহ তৈরি হয় এবং উচ্চতা নির্দেশ করতে কনট্যুর লাইন ব্যবহার করা হয়।
প্রশ্ন ৩: কনট্যুর লাইন বলতে কী বোঝায়?
উত্তর: কনট্যুর লাইন হল সমান উচ্চতায় অবস্থিত বিন্দুগুলিকে যুক্ত করে আঁকা রেখা। এটি টপোগ্রাফিক মানচিত্রে ভৌগোলিক উচ্চতা বা ঢাল বোঝাতে ব্যবহৃত হয়।
প্রশ্ন ৪: স্কেল কী? স্কেলের প্রকারভেদ লেখো।
উত্তর: স্কেল হল মানচিত্রের দূরত্ব ও বাস্তব দূরত্বের অনুপাত। স্কেলের তিনটি ধরন:
-
অঙ্কিক স্কেল
-
রৈখিক স্কেল
-
উক্তিগত স্কেল
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)
প্রশ্ন ১: GPS বলতে কী বোঝায়?
উত্তর: GPS (Global Positioning System) হল এক ধরনের উপগ্রহ-ভিত্তিক প্রযুক্তি, যার সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের নির্দিষ্ট অবস্থান নির্ধারণ করা যায়।
প্রশ্ন ২: মানচিত্র ও গ্লোবের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর:
মানচিত্র | গ্লোব |
---|---|
সমতলে আঁকা | গোলাকার |
বিশদ তথ্য দেয় | সামগ্রিক ধারণা দেয় |
বহনযোগ্য | তুলনামূলকভাবে কম ব্যবহারযোগ্য |
প্রশ্ন ৩: কোন কোন উপায়ে তথ্য সংগ্রহ করা যায়?
উত্তর:
-
স্যাটেলাইট চিত্র
-
মানচিত্র ও গ্লোব
-
ফিল্ড সার্ভে
-
ডেটাবেস ও গ্রাফ
-
GPS ও GIS প্রযুক্তি