Chapter 1 - 

 Growth of Imperialism and Colonialism (সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিকাশ)

পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answers)

প্রশ্ন ১: সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়?
উত্তর: সাম্রাজ্যবাদ হল এমন একটি নীতি যেখানে একটি শক্তিশালী দেশ অন্য দুর্বল দেশগুলিকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবে দখল করে নিজের প্রভাব বিস্তার করে।

প্রশ্ন ২: উপনিবেশবাদের অর্থ কী?
উত্তর: উপনিবেশবাদ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি দেশ অন্য দেশের ভূমি অধিকার করে ও সেখানে নিজের শাসন কায়েম করে। এটি সাম্রাজ্যবাদের একটি রূপ।

প্রশ্ন ৩: সাম্রাজ্যবাদের বিকাশের প্রধান কারণগুলি কী ছিল?
উত্তর:

  1. কাঁচামালের প্রয়োজন

  2. শিল্প বিপ্লব

  3. নতুন বাজারের সন্ধান

  4. সামরিক ও রাজনৈতিক শক্তি বিস্তার

  5. ধর্মীয় ও সাংস্কৃতিক প্রসার

প্রশ্ন ৪: শিল্প বিপ্লব কিভাবে সাম্রাজ্যবাদকে প্রভাবিত করেছিল?
উত্তর: শিল্প বিপ্লবের ফলে ইউরোপীয় দেশগুলিতে উৎপাদন বেড়ে যায় এবং তারা কাঁচামাল ও নতুন বাজারের খোঁজে উপনিবেশ দখল করতে শুরু করে। ফলে সাম্রাজ্যবাদের প্রসার ঘটে।

 অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answers)

প্রশ্ন ১: সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের মধ্যে পার্থক্য লেখ।
উত্তর:

  • সাম্রাজ্যবাদ হলো অন্য দেশের ওপর আধিপত্য বিস্তারের নীতি।

  • উপনিবেশবাদ হলো সেই নীতির বাস্তবায়ন, অর্থাৎ অন্য দেশের ভূমি দখল করে শাসন কায়েম করা।

প্রশ্ন ২: ইউরোপীয় দেশগুলি উপনিবেশ স্থাপনের জন্য কোন কোন অঞ্চল বেছে নিয়েছিল?
উত্তর: ভারত, আফ্রিকা, চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ল্যাটিন আমেরিকা।

প্রশ্ন ৩: ‘ধর্ম প্রচার’ কিভাবে সাম্রাজ্যবাদের হাতিয়ার হয়েছিল?
উত্তর: ইউরোপীয় দেশগুলি খ্রিস্টধর্ম প্রচারের অজুহাতে বিভিন্ন দেশে গিয়ে সেখানে বসতি স্থাপন করে এবং পরে সেগুলি দখল করে উপনিবেশে পরিণত করেছিল।

প্রশ্ন ৪: উপনিবেশবাদে ভারতের কী প্রভাব পড়ে?
উত্তর:

  1. ভারতের শিল্প ও কারিগরি ধ্বংস হয়

  2. কৃষিনির্ভর অর্থনীতি গড়ে ওঠে

  3. ইংরেজি শিক্ষা চালু হয়

  4. একজাতীয় প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়

  5. ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ জাগে

Multiple Choice Questions (MCQ) with Answers

প্রশ্ন ১: সাম্রাজ্যবাদ প্রধানত কোন সময়ে বেশি বিস্তার লাভ করে?
A. প্রাচীন যুগে
B. মধ্যযুগে
C. আধুনিক যুগে
D. ভবিষ্যতে
উত্তর: C. আধুনিক যুগে

প্রশ্ন ২: কোন বিপ্লব সাম্রাজ্যবাদ বিকাশে বড় ভূমিকা রাখে?
A. রুশ বিপ্লব
B. শিল্প বিপ্লব
C. আমেরিকান বিপ্লব
D. ফরাসি বিপ্লব
উত্তর: B. শিল্প বিপ্লব

প্রশ্ন ৩: ইউরোপীয় দেশগুলি কোন কারণে উপনিবেশ দখল করত?
A. যুদ্ধের জন্য
B. উৎসবের জন্য
C. কাঁচামাল ও বাজারের জন্য
D. খেলাধুলার জন্য
উত্তর: C. কাঁচামাল ও বাজারের জন্য

প্রশ্ন ৪: উপনিবেশবাদ কী ধরনের প্রভাব ফেলে?
A. উন্নয়নমূলক
B. পরাধীনতার
C. শান্তির
D. ক্রীড়ার
উত্তর: B. পরাধীনতার

প্রশ্ন ৫: নিচের কোনটি সাম্রাজ্যবাদের উদাহরণ?
A. ভারতীয় স্বদেশী আন্দোলন
B. ব্রিটিশদের দ্বারা ভারতের দখল
C. কৃষক বিদ্রোহ
D. ভারত ছাড়ো আন্দোলন
উত্তর: B. ব্রিটিশদের দ্বারা ভারতের দখল