Chapter 1 -
Growth of Imperialism and Colonialism (সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিকাশ)
পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answers)
প্রশ্ন ১: সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়?
উত্তর: সাম্রাজ্যবাদ হল এমন একটি নীতি যেখানে একটি শক্তিশালী দেশ অন্য দুর্বল দেশগুলিকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবে দখল করে নিজের প্রভাব বিস্তার করে।
প্রশ্ন ২: উপনিবেশবাদের অর্থ কী?
উত্তর: উপনিবেশবাদ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি দেশ অন্য দেশের ভূমি অধিকার করে ও সেখানে নিজের শাসন কায়েম করে। এটি সাম্রাজ্যবাদের একটি রূপ।
প্রশ্ন ৩: সাম্রাজ্যবাদের বিকাশের প্রধান কারণগুলি কী ছিল?
উত্তর:
-
কাঁচামালের প্রয়োজন
-
শিল্প বিপ্লব
-
নতুন বাজারের সন্ধান
-
সামরিক ও রাজনৈতিক শক্তি বিস্তার
-
ধর্মীয় ও সাংস্কৃতিক প্রসার
প্রশ্ন ৪: শিল্প বিপ্লব কিভাবে সাম্রাজ্যবাদকে প্রভাবিত করেছিল?
উত্তর: শিল্প বিপ্লবের ফলে ইউরোপীয় দেশগুলিতে উৎপাদন বেড়ে যায় এবং তারা কাঁচামাল ও নতুন বাজারের খোঁজে উপনিবেশ দখল করতে শুরু করে। ফলে সাম্রাজ্যবাদের প্রসার ঘটে।
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answers)
প্রশ্ন ১: সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের মধ্যে পার্থক্য লেখ।
উত্তর:
-
সাম্রাজ্যবাদ হলো অন্য দেশের ওপর আধিপত্য বিস্তারের নীতি।
-
উপনিবেশবাদ হলো সেই নীতির বাস্তবায়ন, অর্থাৎ অন্য দেশের ভূমি দখল করে শাসন কায়েম করা।
প্রশ্ন ২: ইউরোপীয় দেশগুলি উপনিবেশ স্থাপনের জন্য কোন কোন অঞ্চল বেছে নিয়েছিল?
উত্তর: ভারত, আফ্রিকা, চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ল্যাটিন আমেরিকা।
প্রশ্ন ৩: ‘ধর্ম প্রচার’ কিভাবে সাম্রাজ্যবাদের হাতিয়ার হয়েছিল?
উত্তর: ইউরোপীয় দেশগুলি খ্রিস্টধর্ম প্রচারের অজুহাতে বিভিন্ন দেশে গিয়ে সেখানে বসতি স্থাপন করে এবং পরে সেগুলি দখল করে উপনিবেশে পরিণত করেছিল।
প্রশ্ন ৪: উপনিবেশবাদে ভারতের কী প্রভাব পড়ে?
উত্তর:
-
ভারতের শিল্প ও কারিগরি ধ্বংস হয়
-
কৃষিনির্ভর অর্থনীতি গড়ে ওঠে
-
ইংরেজি শিক্ষা চালু হয়
-
একজাতীয় প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়
-
ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ জাগে
Multiple Choice Questions (MCQ) with Answers
প্রশ্ন ১: সাম্রাজ্যবাদ প্রধানত কোন সময়ে বেশি বিস্তার লাভ করে?
A. প্রাচীন যুগে
B. মধ্যযুগে
C. আধুনিক যুগে
D. ভবিষ্যতে
উত্তর: C. আধুনিক যুগে
প্রশ্ন ২: কোন বিপ্লব সাম্রাজ্যবাদ বিকাশে বড় ভূমিকা রাখে?
A. রুশ বিপ্লব
B. শিল্প বিপ্লব
C. আমেরিকান বিপ্লব
D. ফরাসি বিপ্লব
উত্তর: B. শিল্প বিপ্লব
প্রশ্ন ৩: ইউরোপীয় দেশগুলি কোন কারণে উপনিবেশ দখল করত?
A. যুদ্ধের জন্য
B. উৎসবের জন্য
C. কাঁচামাল ও বাজারের জন্য
D. খেলাধুলার জন্য
উত্তর: C. কাঁচামাল ও বাজারের জন্য
প্রশ্ন ৪: উপনিবেশবাদ কী ধরনের প্রভাব ফেলে?
A. উন্নয়নমূলক
B. পরাধীনতার
C. শান্তির
D. ক্রীড়ার
উত্তর: B. পরাধীনতার
প্রশ্ন ৫: নিচের কোনটি সাম্রাজ্যবাদের উদাহরণ?
A. ভারতীয় স্বদেশী আন্দোলন
B. ব্রিটিশদের দ্বারা ভারতের দখল
C. কৃষক বিদ্রোহ
D. ভারত ছাড়ো আন্দোলন
উত্তর: B. ব্রিটিশদের দ্বারা ভারতের দখল