Chapter 4 -
The Second World War (দ্বিতীয় বিশ্বযুদ্ধ)
পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answers)
প্রশ্ন ১: দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি কী ছিল?
উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণসমূহ হল —
-
ভার্সাই চুক্তির কঠোর শর্ত
-
হিটলারের আগ্রাসী বিদেশনীতি
-
নাৎসিবাদের বিস্তার
-
লীগ অব নেশনস-এর ব্যর্থতা
-
মিউনিখ চুক্তি
-
পোল্যান্ড আক্রমণ (১৯৩৯)
প্রশ্ন ২: নাৎসি-সোভিয়েত চুক্তি কী ছিল?
উত্তর: ১৯৩৯ সালে জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত একটি অ-আক্রমণ চুক্তি। এই চুক্তি অনুসারে, উভয় দেশ একে অপরকে আক্রমণ করবে না এবং পূর্ব ইউরোপে প্রভাব বিস্তারের জন্য একমত হয়।
প্রশ্ন ৩: জার্মানির পোল্যান্ড আক্রমণের পর কোন দেশগুলি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে?
উত্তর:
জার্মানির পোল্যান্ড আক্রমণের পর ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
প্রশ্ন ৪: পার্ল হারবার আক্রমণ কবে ও কে করে?
উত্তর:
১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপান পার্ল হারবারে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে আক্রমণ করে।
প্রশ্ন ৫: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন দুটি শক্তিশালী গোষ্ঠী গড়ে ওঠে?
উত্তর:
-
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী গোষ্ঠী
-
সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক গোষ্ঠী
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answers)
প্রশ্ন ১: মিউনিখ চুক্তি কী ছিল?
উত্তর: ১৯৩৮ সালে ব্রিটেন, ফ্রান্স, ইতালি ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি। এই চুক্তির মাধ্যমে জার্মানিকে সুদেতেনল্যান্ড অঞ্চল দেওয়া হয়। হিটলারের আগ্রাসন থামাতে এই চুক্তি করা হলেও তা ব্যর্থ হয়।
প্রশ্ন ২: হিটলারের যুদ্ধনীতি কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টি করে?
উত্তর:
হিটলার লেবেনসরাউম বা ‘জীবনধারণের স্থান’ নীতির অধীনে নতুন অঞ্চল দখল করতে থাকে। পোল্যান্ড আক্রমণ করে বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। তার আগ্রাসী মনোভাব যুদ্ধের পথ সুগম করে।
প্রশ্ন ৩: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল কী ছিল?
উত্তর:
-
ইউরোপ ও এশিয়ার ধ্বংস
-
জাতিসংঘের গঠন
-
উপনিবেশবাদ হ্রাস
-
ঠাণ্ডা যুদ্ধের সূচনা
-
জার্মানির বিভাজন
-
পরমাণু বোমার ব্যবহার (হিরোশিমা ও নাগাসাকি)
Multiple Choice Questions (MCQ)
প্রশ্ন ১: দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় —
A. ১৯১৪
B. ১৯৩৯
C. ১৯৪৫
D. ১৯২০
উত্তর: B. ১৯৩৯
প্রশ্ন ২: কোন ঘটনার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়?
A. হিটলারের জন্ম
B. ভার্সাই চুক্তি
C. জার্মানির পোল্যান্ড আক্রমণ
D. হিরোশিমা বিস্ফোরণ
উত্তর: C. জার্মানির পোল্যান্ড আক্রমণ
প্রশ্ন ৩: পার্ল হারবার কোথায় অবস্থিত?
A. জাপান
B. জার্মানি
C. যুক্তরাষ্ট্র
D. হাওয়াই
উত্তর: D. হাওয়াই
প্রশ্ন ৪: হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করে —
A. জার্মানি
B. যুক্তরাষ্ট্র
C. সোভিয়েত ইউনিয়ন
D. ব্রিটেন
উত্তর: B. যুক্তরাষ্ট্র
প্রশ্ন ৫: জাতিসংঘ গঠিত হয় —
A. ১৯৩৯
B. ১৯৪৫
C. ১৯৪১
D. ১৯২০
উত্তর: B. ১৯৪৫