Chapter 5 - 

The United Nations Organization (জাতিসংঘ সংস্থা)

পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answers)

প্রশ্ন ১: জাতিসংঘ কবে গঠিত হয়?
উত্তর: জাতিসংঘ ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর গঠিত হয়। এই দিনটিকে জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়।

প্রশ্ন ২: জাতিসংঘ গঠনের উদ্দেশ্য কী?
উত্তর:

  1. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা

  2. দেশগুলির মধ্যে সহযোগিতা স্থাপন

  3. মানবাধিকার রক্ষা করা

  4. অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা

প্রশ্ন ৩: জাতিসংঘের প্রধান অঙ্গগুলি কী কী?
উত্তর: জাতিসংঘের প্রধান অঙ্গসমূহ হল —

  1. সাধারণ পরিষদ

  2. নিরাপত্তা পরিষদ

  3. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

  4. আন্তর্জাতিক বিচার আদালত

  5. ট্রাস্টি কাউন্সিল

  6. সচিবালয়

প্রশ্ন ৪: নিরাপত্তা পরিষদের ভূমিকা কী?
উত্তর: নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করে। এই পরিষদের ১৫টি সদস্য দেশ আছে, যার মধ্যে ৫টি স্থায়ী সদস্য।

প্রশ্ন ৫: জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: জাতিসংঘের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত।

অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answers)

প্রশ্ন ১: জাতিসংঘ গঠনের পেছনে প্রধান কারণ কী ছিল?
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে বিশ্বশান্তি রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন গঠনের প্রয়োজন অনুভব করা হয়। তাই জাতিসংঘ গঠন করা হয়।

প্রশ্ন ২: জাতিসংঘের ভাষাগুলি কী কী?
উত্তর: জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা আছে — ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, চীনা, রুশ এবং আরবি।

প্রশ্ন ৩: ইউনেস্কো এবং ইউনিসেফ কী জাতিসংঘের অংশ?
উত্তর: হ্যাঁ, ইউনেস্কো (শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা) এবং ইউনিসেফ (শিশুদের জন্য তহবিল) জাতিসংঘের অন্তর্ভুক্ত সংস্থা।

প্রশ্ন ৪: জাতিসংঘ কিভাবে বিশ্ব শান্তিতে অবদান রাখে?
উত্তর:

  1. সংঘর্ষে মধ্যস্থতা করে

  2. শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করে

  3. যুদ্ধবিরতি স্থাপন করে

  4. উদ্বাস্তুদের সাহায্য করে

প্রশ্ন ৫: ভারতের জাতিসংঘে ভূমিকা কী?
উত্তর: ভারত শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণ করে, মানবাধিকার রক্ষা করে এবং উন্নয়নমূলক কাজকর্মে সক্রিয়ভাবে যুক্ত থাকে।

Multiple Choice Questions (MCQs)

প্রশ্ন ১: জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
A. ১৯১৯
B. ১৯৩৯
C. ১৯৪৫
D. ১৯৪৭
উত্তর: C. ১৯৪৫

প্রশ্ন ২: জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. লন্ডন
B. প্যারিস
C. নিউ ইয়র্ক
D. জেনেভা
উত্তর: C. নিউ ইয়র্ক

প্রশ্ন ৩: জাতিসংঘের প্রধান অঙ্গ কয়টি?
A. ৩
B. ৪
C. ৬
D. ৫
উত্তর: C. ৬

প্রশ্ন ৪: জাতিসংঘের কোন অঙ্গ আন্তর্জাতিক শান্তির জন্য দায়ী?
A. সাধারণ পরিষদ
B. সচিবালয়
C. নিরাপত্তা পরিষদ
D. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
উত্তর: C. নিরাপত্তা পরিষদ

প্রশ্ন ৫: ইউনিসেফ কোন বিষয়ে কাজ করে?
A. যুদ্ধ
B. শিক্ষা
C. শিশুদের উন্নয়ন
D. খাদ্য নিরাপত্তা
উত্তর: C. শিশুদের উন্নয়ন