Chapter 13 -
বিদ্যুৎ-প্রবাহের চুম্বকীয় প্রভাব
পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answers)
প্রশ্ন ১: বিদ্যুৎ প্রবাহের চুম্বকীয় প্রভাব বলতে কী বোঝ?
উত্তর: যখন কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন তার চারপাশে একটি চুম্বকীয় ক্ষেত্র সৃষ্টি হয়। একে বিদ্যুৎ-প্রবাহের চুম্বকীয় প্রভাব বলে।
প্রশ্ন ২: ইলেক্ট্রোম্যাগনেট কি?
উত্তর: যখন একটি লোহার দণ্ডে তামার তার পেঁচিয়ে তাতে বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তখন সেটি অস্থায়ীভাবে চুম্বকে পরিণত হয়। একে ইলেক্ট্রোম্যাগনেট বলে।
প্রশ্ন ৩: ইলেক্ট্রোম্যাগনেট কোথায় ব্যবহৃত হয়?
উত্তর: ইলেক্ট্রোম্যাগনেট ব্যবহৃত হয় –
-
বৈদ্যুতিক ঘণ্টা
-
বৈদ্যুতিক ক্রেন
-
স্পিকারে
প্রশ্ন ৪: বিদ্যুৎ-প্রবাহের ফলে চুম্বকীয় ক্ষেত্রের দিক নির্ধারণে কোন নিয়ম প্রযোজ্য হয়?
উত্তর: ডান হাতের আঙুল নিয়ম (Right-hand thumb rule) ব্যবহার করে চুম্বকীয় ক্ষেত্রের দিক নির্ধারণ করা হয়।
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answers)
প্রশ্ন ১: চুম্বকীয় ক্ষেত্র বলতে কী বোঝো?
উত্তর: চুম্বকীয় ক্ষেত্র হলো চুম্বকের চারপাশের সেই অঞ্চল যেখানে চুম্বকের আকর্ষণ শক্তি কাজ করে।
প্রশ্ন ২: বিদ্যুৎ চালিত ঘণ্টা কীভাবে কাজ করে?
উত্তর: বিদ্যুৎ চালিত ঘণ্টায় একটি ইলেক্ট্রোম্যাগনেট থাকে। যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন ইলেক্ট্রোম্যাগনেট ঘণ্টার হাতলকে আকর্ষণ করে, ফলে ঘণ্টা বেজে ওঠে।
প্রশ্ন ৩: বিদ্যুৎ-প্রবাহ বন্ধ করলে ইলেক্ট্রোম্যাগনেট কী হয়?
উত্তর: বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে ইলেক্ট্রোম্যাগনেট তার চুম্বকীয় গুণাবলী হারায়।
প্রশ্ন ৪: চুম্বকের উত্তল ও অভিকর্ষীয় ধ্রুব কাকে বলে?
উত্তর: চুম্বকের দুই প্রান্তে যে দুটি দিক থাকে, সেগুলো হলো উত্তর (North) ধ্রুব ও দক্ষিণ (South) ধ্রুব।
প্রশ্ন ৫: কিভাবে চুম্বকীয় প্রভাব পর্যবেক্ষণ করা যায়?
উত্তর: লোহার খুন্তি বা পিন বিদ্যুৎ চালিত তারের কাছে রাখলে তা আকর্ষিত হয়—এভাবে চুম্বকীয় প্রভাব দেখা যায়।
Multiple Choice Questions (MCQ) with Answers
প্রশ্ন ১: বিদ্যুৎ প্রবাহিত হলে পরিবাহী তারের চারপাশে সৃষ্টি হয়—
A. আলো
B. শব্দ
C. তাপ
D. চুম্বকীয় ক্ষেত্র
উত্তর: D. চুম্বকীয় ক্ষেত্র
প্রশ্ন ২: একটি অস্থায়ী চুম্বককে বলে—
A. স্থায়ী চুম্বক
B. ইলেক্ট্রোম্যাগনেট
C. তড়িচ্চুম্বক
D. চুম্বক তার
উত্তর: B. ইলেক্ট্রোম্যাগনেট
প্রশ্ন ৩: ইলেক্ট্রোম্যাগনেট তৈরি করতে লাগে—
A. কাঠ ও তার
B. রাবার ও ব্যাটারি
C. লোহার দণ্ড, তামার তার ও ব্যাটারি
D. প্লাস্টিক ও কাগজ
উত্তর: C. লোহার দণ্ড, তামার তার ও ব্যাটারি
প্রশ্ন ৪: ডান হাতের আঙুল নিয়ম ব্যবহার করা হয়—
A. চুম্বকের ওজন পরিমাপে
B. বিদ্যুৎ প্রবাহ বন্ধ করতে
C. চুম্বকীয় ক্ষেত্রের দিক নির্ধারণে
D. ব্যাটারি চার্জ করতে
উত্তর: C. চুম্বকীয় ক্ষেত্রের দিক নির্ধারণে
প্রশ্ন ৫: ইলেক্ট্রোম্যাগনেট কোন যন্ত্রে ব্যবহৃত হয়?
A. থার্মোমিটার
B. টেলিভিশন
C. বৈদ্যুতিক ঘণ্টা
D. ছাতা
উত্তর: C. বৈদ্যুতিক ঘণ্টা