Chapter 14 -
শক্তির উৎস
পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answers)
প্রশ্ন ১: শক্তি বলতে কী বোঝ?
উত্তর: শক্তি হলো এমন একটি ক্ষমতা যার দ্বারা কাজ করা যায়। যেমন – চলাচল, উত্তোলন, আলো জ্বালানো, তাপ উৎপাদন ইত্যাদি কাজের জন্য শক্তি প্রয়োজন।
প্রশ্ন ২: শক্তির দুটি উৎসের নাম লেখ।
উত্তর: সূর্য , জ্বালানি (যেমনঃ কয়লা, পেট্রোল)
প্রশ্ন ৩: সৌরশক্তি বলতে কী বোঝ?
উত্তর: সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলে। এটি এক ধরনের নবীকরণযোগ্য শক্তি।
প্রশ্ন ৪: অ-নবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কী বোঝ?
উত্তর: যেসব শক্তির উৎস একবার ব্যবহার করলে পুনরায় ব্যবহার করা যায় না, তাদের অ-নবীকরণযোগ্য শক্তির উৎস বলে। যেমন – কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস।
প্রশ্ন ৫: নবীকরণযোগ্য শক্তির দুটি উৎস লেখ।
উত্তর:
-
সৌরশক্তি
-
জলবিদ্যুৎ
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answers)
প্রশ্ন ১: জীবাশ্ম জ্বালানি কী? এর উদাহরণ দাও।
উত্তর:
প্রাচীন উদ্ভিদ ও প্রাণীর অবশিষ্টাংশ থেকে তৈরি হওয়া জ্বালানিকে জীবাশ্ম জ্বালানি বলে। উদাহরণ – কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস।
প্রশ্ন ২: জলবিদ্যুৎ কীভাবে উৎপন্ন হয়?
উত্তর:
জলবিদ্যুৎ উৎপন্ন হয় বাঁধে সঞ্চিত জলের গতি শক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে।
প্রশ্ন ৩: নবীকরণযোগ্য শক্তির উৎস ব্যবহারে কী কী সুবিধা আছে?
উত্তর:
-
এগুলি কখনও শেষ হয় না।
-
পরিবেশ দূষণ করে না।
-
ব্যয় সাশ্রয়ী।
প্রশ্ন ৪: সৌরশক্তির ব্যবহার কোথায় হয়?
উত্তর:
সৌরশক্তি সৌর চুল্লি, সৌর বাতি, সৌর গিজার এবং সৌর প্যানেল দ্বারা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়।
প্রশ্ন ৫: পেট্রোলিয়াম ও কয়লার ব্যবহার কীভাবে পরিবেশকে ক্ষতি করে?
উত্তর:
এইসব জ্বালানি পোড়ালে কার্বন-ডাই-অক্সাইড এবং অন্যান্য গ্যাস নির্গত হয়, যা বায়ু দূষণ ঘটায় ও গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি করে।
Multiple Choice Questions (MCQ) with Answers
প্রশ্ন ১: সৌরশক্তি হল —
A. অ-নবীকরণযোগ্য শক্তি
B. জীবাশ্ম শক্তি
C. নবীকরণযোগ্য শক্তি
D. তাপশক্তি
উত্তর: C. নবীকরণযোগ্য শক্তি
প্রশ্ন ২: নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি?
A. সূর্য
B. প্রাকৃতিক গ্যাস
C. জল
D. বাতাস
উত্তর: B. প্রাকৃতিক গ্যাস
প্রশ্ন ৩: জলবিদ্যুৎ উৎপন্ন হয় —
A. সৌরশক্তি থেকে
B. চলন্ত জলের শক্তি থেকে
C. পেট্রোল থেকে
D. হাওয়া থেকে
উত্তর: B. চলন্ত জলের শক্তি থেকে
প্রশ্ন ৪: নবীকরণযোগ্য শক্তির উৎস কোনটি?
A. কয়লা
B. খনিজ তেল
C. বায়ুশক্তি
D. প্রাকৃতিক গ্যাস
উত্তর: C. বায়ুশক্তি
প্রশ্ন ৫: সৌর প্যানেল ব্যবহার করা হয় —
A. গাড়ি চালাতে
B. বিদ্যুৎ উৎপাদনে
C. জল ফুটাতে
D. মাটি কাটতে
উত্তর: B. বিদ্যুৎ উৎপাদনে