Chapter 15 -
আমাদের পরিবেশ
পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answers)
প্রশ্ন ১: পরিবেশ বলতে কী বোঝো?
উত্তর: আমাদের চারপাশের সমস্ত জীবিত ও অজীব জিনিসকে একত্রে পরিবেশ বলে। উদাহরণ – গাছ, প্রাণী, মাটি, জল, বায়ু ইত্যাদি।
প্রশ্ন ২: বাস্তুতন্ত্র (Ecosystem) কী?
উত্তর: একটি নির্দিষ্ট অঞ্চলে জীব ও অজীব উপাদানের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে গঠিত এক সম্পূর্ণ ব্যবস্থা হলো বাস্তুতন্ত্র।
প্রশ্ন ৩: খাদ্য শৃঙ্খল (Food Chain) কী?
উত্তর: জীবজগতের এক প্রকার পদ্ধতি যেখানে এক জীব অন্য জীবকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তাকে খাদ্য শৃঙ্খল বলে। যেমনঃ ঘাস → শামুক → ব্যাঙ → সাপ।
প্রশ্ন ৪: পরিবেশ দূষণ কী?
উত্তর: মানবসৃষ্ট কার্যকলাপে বায়ু, জল, মাটি ইত্যাদি প্রাকৃতিক উপাদান নষ্ট বা দূষিত হলে তাকে পরিবেশ দূষণ বলে।
প্রশ্ন ৫: পরিবেশ রক্ষার জন্য কী কী পদক্ষেপ নেওয়া উচিত?
উত্তর:
-
গাছ লাগানো
-
প্লাস্টিক কম ব্যবহার করা
-
পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করা
-
জল ও বিদ্যুৎ অপচয় না করা
-
দূষণ নিয়ন্ত্রণ করা
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answers)
প্রশ্ন ১: বাস্তুতন্ত্রে প্রযোজক (Producers) কারা?
উত্তর: যেসব জীব নিজের খাবার নিজে তৈরি করতে পারে, যেমন গাছপালা – তাদের প্রযোজক বলে।
প্রশ্ন ২: পরিবেশ দূষণের প্রধান কারণ কী কী?
উত্তর:
-
কলকারখানার ধোঁয়া
-
গাড়ির ধোঁয়া
-
প্লাস্টিক ও বর্জ্য
-
পesticide ও রাসায়নিক সারের ব্যবহার
প্রশ্ন ৩: খাদ্য জাল (Food Web) বলতে কী বোঝো?
উত্তর: একাধিক খাদ্য শৃঙ্খল একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে জটিল খাদ্য সম্পর্ক গঠন করলে তাকে খাদ্য জাল বলে।
প্রশ্ন ৪: জৈব ও অজৈব উপাদানের মধ্যে পার্থক্য লেখ।
উত্তর:
-
জৈব উপাদান: জীবিত বস্তু, যেমন গাছ, প্রাণী, মানুষ।
-
অজৈব উপাদান: অজীব বস্তু, যেমন জল, বায়ু, মাটি, রোদ।
প্রশ্ন ৫: ৩টি পরিবেশ বান্ধব কাজের নাম লেখ।
উত্তর:
-
পুনর্ব্যবহারযোগ্য বস্তু ব্যবহার করা
-
গাছ লাগানো
-
জলের অপচয় বন্ধ করা
Multiple Choice Questions (MCQ) with Answers
প্রশ্ন ১: খাদ্য শৃঙ্খল শুরু হয় —
A. ভোক্তা দিয়ে
B. পরজীব দিয়ে
C. প্রযোজক দিয়ে
D. পরিবেশ দিয়ে
উত্তর: C. প্রযোজক দিয়ে
প্রশ্ন ২: নিচের কোনটি অজৈব উপাদান?
A. গাছ
B. ব্যাঙ
C. মাটি
D. সিংহ
উত্তর: C. মাটি
প্রশ্ন ৩: পরিবেশ রক্ষার জন্য কোনটি প্রয়োজন?
A. বনভোজন
B. গাছ কাটার উৎসব
C. বৃক্ষরোপণ
D. শব্দবাজি ফোটানো
উত্তর: C. বৃক্ষরোপণ
প্রশ্ন ৪: খাদ্য জাল গঠিত হয় —
A. একটি খাদ্য শৃঙ্খল থেকে
B. অনেক খাদ্য শৃঙ্খল থেকে
C. শুধু প্রযোজক থেকে
D. শুধুমাত্র ভোক্তা থেকে
উত্তর: B. অনেক খাদ্য শৃঙ্খল থেকে
প্রশ্ন ৫: বায়ু দূষণের একটি উৎস —
A. গাছ
B. নদী
C. গাড়ির ধোঁয়া
D. পাথর
উত্তর: C. গাড়ির ধোঁয়া