Chapter 1 -
American War Of Independence
পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তর
প্রশ্ন ১: আমেরিকান স্বাধীনতা যুদ্ধের কারণসমূহ কী কী?
উত্তর:
আমেরিকান স্বাধীনতা যুদ্ধের প্রধান কারণসমূহ হল—
-
ব্রিটিশ শাসনের অত্যাচার – ব্রিটিশ সরকার আমেরিকানদের ওপর বিভিন্ন রকমের কর আরোপ করেছিল, যা অত্যন্ত অন্যায় ছিল।
-
কর আইন (Stamp Act & Tea Act) – ব্রিটিশ সরকার আমেরিকায় স্ট্যাম্প আইন (১৭৬৫) এবং চা আইন (১৭৭৩) প্রবর্তন করে, যা আমেরিকানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।
-
প্রতিনিধিত্বের অভাব – আমেরিকানদের ব্রিটিশ পার্লামেন্টে কোনো প্রতিনিধি ছিল না, তাই তারা তাদের স্বার্থ রক্ষা করতে পারছিল না।
-
বোস্টন টি পার্টি (Boston Tea Party, 1773) – ব্রিটিশ সরকারের চা করের বিরুদ্ধে আমেরিকান উপনিবেশিকরা বোস্টন বন্দরে ব্রিটিশ চা ফেলে দেয়, যা স্বাধীনতা যুদ্ধের প্রধান কারণগুলির একটি।
-
লেক্সিংটন ও কনকর্ড যুদ্ধ (Lexington & Concord, ১৭৭৫) – এটি স্বাধীনতা যুদ্ধের প্রথম যুদ্ধ, যা ব্রিটিশ ও আমেরিকান উপনিবেশিকদের মধ্যে সংঘটিত হয়।
প্রশ্ন ২: আমেরিকান স্বাধীনতা যুদ্ধের প্রধান নেতা কারা ছিলেন?
উত্তর:
আমেরিকান স্বাধীনতা যুদ্ধের প্রধান নেতারা হলেন—
-
জর্জ ওয়াশিংটন – আমেরিকান উপনিবেশিক বাহিনীর প্রধান নেতা, পরবর্তীকালে আমেরিকার প্রথম রাষ্ট্রপতি হন।
-
থমাস জেফারসন – স্বাধীনতার ঘোষণাপত্র (Declaration of Independence, ১৭৭৬) লিখেছিলেন।
-
বেনজামিন ফ্রাঙ্কলিন – তিনি ফ্রান্সের সাহায্য পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
-
জন অ্যাডামস – ব্রিটিশদের বিরুদ্ধে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচার চালান।
-
স্যামুয়েল অ্যাডামস – বোস্টন টি পার্টির অন্যতম সংগঠক ছিলেন।
প্রশ্ন ৩: আমেরিকান স্বাধীনতা যুদ্ধের ফলাফল কী ছিল?
উত্তর:
-
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা – ১৭৮৩ সালের প্যারিস চুক্তির মাধ্যমে আমেরিকা ব্রিটেনের শাসন থেকে মুক্ত হয়।
-
গণতান্ত্রিক শাসনের বিকাশ – আমেরিকায় জনগণের দ্বারা নির্বাচিত সরকার গঠিত হয়।
-
ফ্রান্স ও অন্যান্য দেশে বিপ্লবের অনুপ্রেরণা – এই যুদ্ধের ফলে ফরাসি বিপ্লব (১৭৮৯) ও লাতিন আমেরিকার স্বাধীনতা আন্দোলন উৎসাহিত হয়।
-
ব্রিটেনের উপনিবেশিক শক্তি দুর্বল হয় – ব্রিটেনের অন্যান্য উপনিবেশ আমেরিকার পথ অনুসরণ করে বিদ্রোহ শুরু করে।
অতিরিক্ত প্রশ্নোত্তর
প্রশ্ন ৪: বোস্টন টি পার্টি কী ছিল?
উত্তর:
বোস্টন টি পার্টি ছিল ১৭৭৩ সালের ১৬ ডিসেম্বর সংঘটিত একটি প্রতিবাদী আন্দোলন। আমেরিকান উপনিবেশিকরা ব্রিটিশ সরকারের চা করের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বোস্টন বন্দরে ৩৪২ বাক্স চা ফেলে দেয়। এটি আমেরিকান স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রধান কারণ ছিল।
প্রশ্ন ৫: ‘No Taxation Without Representation’ নীতির অর্থ কী?
উত্তর:
এই স্লোগানের অর্থ হলো, আমেরিকানদের উপর কর আরোপ করা হলেও ব্রিটিশ পার্লামেন্টে তাদের কোনো প্রতিনিধি ছিল না। অর্থাৎ, প্রতিনিধি ছাড়া কোনো কর আরোপ করা যাবে না। এটি আমেরিকান বিপ্লবীদের অন্যতম প্রধান দাবি ছিল।
প্রশ্ন ৬: আমেরিকান স্বাধীনতা যুদ্ধের সময় কোন কোন দেশ আমেরিকার পক্ষে ছিল?
উত্তর:
-
ফ্রান্স – অর্থনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করেছিল।
-
স্পেন – ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল।
-
নেদারল্যান্ডস – আমেরিকাকে অর্থনৈতিক সহায়তা দিয়েছিল।