Chapter 10 -
আব্দুলদের নতুন ট্র্যাক্টর
পাঠ্যবইয়ের প্রশ্নোত্তর:
(ক) আব্দুলের বাবা নতুন কী কিনেছিলেন?
উত্তর: আব্দুলের বাবা নতুন একটি ট্র্যাক্টর কিনেছিলেন।
(খ) আব্দুলের বাবা কী কাজ করতেন?
উত্তর: আব্দুলের বাবা একজন চাষি ছিলেন।
(গ) আব্দুলের বাবা কেন সরকারি পুরস্কার পেয়েছিলেন?
উত্তর: আব্দুলের বাবা ভালোভাবে চাষাবাদ করতেন বলে তিনি সরকারি পুরস্কার পেয়েছিলেন।
(ঘ) উজ্জ্বল ও সংগীতা কেন আব্দুলদের বাড়িতে গিয়েছিল?
উত্তর: উজ্জ্বল ও সংগীতা নতুন ট্র্যাক্টরটি দেখতে আব্দুলদের বাড়িতে গিয়েছিল।
(ঙ) ট্র্যাক্টরটিতে কে কে উঠেছিল?
উত্তর: ট্র্যাক্টরটিতে আব্দুল, উজ্জ্বল ও সংগীতা উঠেছিল।
(চ) উজ্জ্বলরা কেন চমকে উঠেছিল?
উত্তর: ট্র্যাক্টরটি চালু হলে সেটির গর্জন শুনে উজ্জ্বলরা চমকে উঠেছিল।
অতিরিক্ত প্রশ্নোত্তর:
(১) আব্দুলদের গ্রামে চাষের জন্য আগে কী ব্যবহার হতো?
উত্তর: আগে চাষের জন্য গরুর গাড়ি ও লাঙল ব্যবহার হতো।
(২) ট্র্যাক্টরটি দেখতে কেমন ছিল?
উত্তর: ট্র্যাক্টরটি ছিল নতুন, বড় এবং চকচকে। সেটি দেখতে খুব আকর্ষণীয় ছিল।
(৩) আব্দুলের বাবার পরিশ্রমের ফল কী হয়েছিল?
উত্তর: আব্দুলের বাবার পরিশ্রমের ফলে তিনি ভালো ফলন পেয়েছিলেন এবং সরকারের কাছ থেকে পুরস্কারও পেয়েছিলেন।
(৪) গল্পটি থেকে আমরা কী শিখি?
উত্তর: এই গল্পটি আমাদের শেখায় যে পরিশ্রম করলে সাফল্য আসে, আর নতুন প্রযুক্তির ব্যবহার কৃষিকে আরও সহজ করে তোলে।
(৫) আব্দুলের বন্ধুরা তার নতুন ট্র্যাক্টর দেখে কেমন অনুভব করেছিল?
উত্তর: তারা খুব আনন্দিত ও উত্তেজিত হয়েছিল এবং সবাই মিলে ট্র্যাক্টরে চড়ে আনন্দ উপভোগ করেছিল।