Chapter 14 -

আমার মা

পাঠ্যবইয়ের প্রশ্নোত্তর:

(ক) মা আমাদের জন্য কী কী করেন?
উত্তর: মা আমাদের খাওয়ান, পরান, গল্প বলেন, আদর করেন এবং ভালোবাসেন।

(খ) কে আমাদের খাওয়ান ও চাঁদ দেখান?
উত্তর: মা আমাদের খাওয়ান এবং চাঁদ দেখান।

(গ) মা না থাকলে আমাদের কী হবে?
উত্তর: মা না থাকলে আমরা একেবারেই অসহায় হয়ে পড়তাম, আমাদের কেউ খাওয়াত না, আদর করত না।

(ঘ) কে তোমার ভীষণ আপন?
উত্তর: আমার মা ভীষণ আপন।

(ঙ) আদর ছাড়া মানুষ হলে কী হত?
উত্তর: আদর ছাড়া মানুষ কঠোর ও নির্দয় হয়ে যেত, পৃথিবীটি নিরস হয়ে পড়ত।

(চ) আমাদের যখন অসুখ হয়, তখন মায়ের মন কেমন হয়?
উত্তর: আমাদের যখন অসুখ হয়, তখন মায়ের মন ভীষণ খারাপ হয়ে যায়; তিনি খুব চিন্তায় পড়ে যান।

অতিরিক্ত প্রশ্নোত্তর:

(১) ‘মা’ শব্দটি আমাদের মনে কী ধরনের অনুভূতি জাগায়?
উত্তর: ‘মা’ শব্দটি আমাদের মনে ভালোবাসা, নিরাপত্তা ও মমতার অনুভূতি জাগায়।

(২) মায়ের ভালোবাসার কোন তুলনা আছে কি?
উত্তর: না, মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। এটি নিঃস্বার্থ ও অমূল্য।

(৩) আমরা কীভাবে মাকে খুশি রাখতে পারি?
উত্তর: আমরা পড়াশোনা করে, ভালো ব্যবহার করে, কথা শুনে এবং তাকে সাহায্য করে মাকে খুশি রাখতে পারি।

(৪) ‘মা’ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ?
উত্তর: ‘মা’ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তিনি আমাদের জন্ম দেন, বড় করে তোলেন এবং সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখেন।