অধ্যায় ২:
ফুল
পাঠ্যপুস্তকভিত্তিক প্ৰশ্ন-উত্তৰ (Textbook Question Answer)
প্রশ্ন ১: তুমি কোন কোন ফুলের নাম জানো?
উত্তর: আমি যে ফুলগুলির নাম জানি –
গোলাপ, জুঁই, রজনীগন্ধা, গন্ধরাজ, চামেলি, সূর্যমুখী, শাপলা, চন্দ্রমল্লিকা, বেলি।
প্রশ্ন ২: কোন ফুল তোমার সবচেয়ে প্রিয়? কেন?
উত্তর: আমার সবচেয়ে প্রিয় ফুল গোলাপ। কারণ এর গন্ধ খুব মিষ্টি এবং দেখতে খুব সুন্দর।
প্রশ্ন ৩: ফুল দিয়ে কী কী কাজ হয়?
উত্তর: ফুল দিয়ে –
-
পূজো ও উৎসবে ব্যবহার হয়।
-
ঘর সাজানো হয়।
-
মালা ও তোড়া তৈরি হয়।
-
আতর ও পারফিউম তৈরি হয়।
-
ওষুধেও কিছু ফুল ব্যবহৃত হয়।
অতিরিক্ত প্ৰশ্নোত্তর (Additional Question Answer)
প্রশ্ন ১: ফুল গাছে কোথায় ফোটে?
উত্তর: ফুল গাছের ডালে বা শাখায় ফোটে।
প্রশ্ন ২: ফুলে কী থাকে?
উত্তর: ফুলে পাপড়ি, রেণু, গন্ধ ও কখনও ফলের বীজ থাকে।
প্রশ্ন ৩: ফুল কীভাবে গাছের জন্য উপকারী?
উত্তর: ফুল গাছে ফল ধরে, আর সেই ফলে বীজ থাকে। সেই বীজ থেকে নতুন গাছ হয়।
প্রশ্ন ৪: ফুলের গন্ধ কে পছন্দ করে?
উত্তর: মানুষ, মৌমাছি, প্রজাপতি এবং অন্য অনেক পোকা ফুলের গন্ধ পছন্দ করে।
প্রশ্ন ৫: ফুল কীভাবে পরিবেশে সৌন্দর্য আনে?
উত্তর: ফুল তাদের নানা রঙ ও গন্ধে পরিবেশকে রঙিন ও সুন্দর করে তোলে।
প্রশ্ন ৬: কোন ফুলে সূর্যের দিকে মুখ করে থাকে?
উত্তর: সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে থাকে।