অধ্যায় ৭: 

আমাদের উৎসব

পাঠ্যপুস্তকভিত্তিক প্ৰশ্ন-উত্তৰ (Textbook Question Answer)

প্রশ্ন ১: উৎসব কাকে বলে?

উত্তর: উৎসব হল আনন্দের দিন, যেদিন আমরা খুশিতে সময় কাটাই, নতুন জামাকাপড় পরি, মিষ্টি খাই এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করি।

প্রশ্ন ২: আমরা কোন কোন উৎসব পালন করি?

উত্তর: আমরা বহু উৎসব পালন করি, যেমন –

বিহু

দুর্গাপূজা

ঈদ

বড়দিন

গুরু নানক