Chapter 1 -

সকল দেশের সেরা 

প্রশ্ন ও উত্তর:

(ক) প্রশ্ন: ভারতের নদীগুলোর মধ্যে গঙ্গা ..................... দীর্ঘ ও ব্রহ্মপুত্র ..................... প্রশস্ত।
উত্তর: ভারতের নদীগুলোর মধ্যে গঙ্গা সবচেয়ে দীর্ঘ ও ব্রহ্মপুত্র সবচেয়ে প্রশস্ত।

(খ) প্রশ্ন: মাজুলী পৃথিবীর মধ্যে ..................... বড়ো নদীদ্বীপ।
উত্তর:
মাজুলী পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ বড়ো নদীদ্বীপ।

(গ) প্রশ্ন: কাজিরাঙার জীব-জন্তুদের মধ্যে একশৃঙ্গ গণ্ডার ..................... মূল্যবান।
উত্তর: কাজিরাঙার জীব-জন্তুদের মধ্যে একশৃঙ্গ গণ্ডার অতীব মূল্যবান।

(ঘ) প্রশ্ন: অন্যের জিনিসের ওপর লোভ ..................... খারাপ গুণ।
উত্তর: অন্যের জিনিসের ওপর লোভ করা খারাপ গুণ।

(ঙ) প্রশ্ন: ..................... আমাদের দেশ সেরা।
উত্তর: আমরা গর্ব করি যে আমাদের দেশ সেরা।

অতিরিক্ত প্রশ্নোত্তর:

প্রশ্ন ১: গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
উত্তর:
গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।

প্রশ্ন ২: মাজুলী কোথায় অবস্থিত?
উত্তর: মাজুলী অসম রাজ্যের ব্রহ্মপুত্র নদীর মাঝে অবস্থিত।

প্রশ্ন ৩: কাজিরাঙা জাতীয় উদ্যানটি কী জন্য বিখ্যাত?
উত্তর: কাজিরাঙা জাতীয় উদ্যান একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত।

প্রশ্ন ৪: আমাদের দেশের প্রতি আমাদের কী করা উচিত?
উত্তর: আমাদের দেশের প্রতি ভালোবাসা ও গর্ববোধ করা উচিত।

প্রশ্ন ৫: নদীর উপকারিতা কী কী?
উত্তর: নদী আমাদের জল দেয়, চাষাবাদের জন্য সহায়তা করে এবং পরিবহন ব্যবস্থাও সহজ করে তোলে।