Chapter 14 -

বড়ো কে?

পাঠ্যবইয়ের প্রশ্নোত্তর:

(ক) এই কবিতার কবির নাম কী?
উত্তর: এই কবিতার কবির নাম হল নির্মলপ্রভা বর্ডোলই

(খ) কবির মতে বড়ো কে?
উত্তর: কবির মতে, বড়ো সেই ব্যক্তি যিনি জ্ঞানী, নম্র, সহানুভূতিশীল ও সেবামনস্ক

(গ) বড়ো কাদের বলা হয়?
উত্তর: বড়ো বলা হয় যারা গরিব-দুঃখীর উপকার করে, জ্ঞানী হয়েও অহংকারী হয় না, তাদের।

(ঘ) কীলে বড়ো হলে সংসারে বড়ো হওয়া যায়?
উত্তর: বিদ্যা, বুদ্ধি, সহানুভূতি ও নম্রতা অর্জন করলে সংসারে সত্যিকার বড়ো হওয়া যায়।

(ঙ) বড়ো হতে গেলে কী করতে হবে?
উত্তর: বড়ো হতে গেলে গরিবের পাশে দাঁড়াতে হবে, নম্র হতে হবে এবং দানশীল ও পরোপকারী হতে হবে।

অতিরিক্ত প্রশ্নোত্তর:

(১) কবিতাটির মূল শিক্ষা কী?
উত্তর: কবিতাটির মূল শিক্ষা হলো, সত্যিকারের বড়ো মানুষ হওয়ার জন্য শুধু ধন বা প্রতিপত্তি নয়, বরং ভালো ব্যবহার, দয়া, জ্ঞান ও পরোপকারের মনোভাব থাকতে হয়

(২) বড়ো হওয়া মানে কি শুধু ধনী হওয়া?
উত্তর: না, বড়ো হওয়া মানে শুধু ধনী হওয়া নয়, মানুষ হিসেবে উত্তম হওয়া

(৩) কবিতায় ‘নম্র’ হওয়ার গুরুত্ব কীভাবে দেখানো হয়েছে?
উত্তর: কবিতায় বলা হয়েছে যে নম্রতা একজন মানুষকে শ্রদ্ধাযোগ্য করে তোলে, যা বড়ো হওয়ার গুরুত্বপূর্ণ গুণ।

(৪) বড়ো হওয়ার জন্য আমাদের আচরণ কেমন হওয়া উচিত?
উত্তর: আমাদের আচরণ হওয়া উচিত ভদ্র, নম্র, সাহায্যপরায়ণ ও সহানুভূতিশীল