Class 10 Bangla (WBBSE)
Lesson- 1
👉Paid Answer (For Membership User)
নির্দেশ ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
১. কাকে দেখে তপনের চোখ মার্বেলের মতন হয়ে পিসেমশাইকে গেল?
উত্তর: খ) নতুন মেসোমশাইকে
২. নতুন মেসোমশাই ছিলেন একজন-
উত্তর: ক) লেখক
৩. "ছোটোমাসি সেই দিকে ধাবিত হয়।"-ছোটোমাসি ধাবিত হয়-
উত্তর: (ক) ছোটোমেসোর দিকে
৪. তপনের লেখা গল্প তার মেসোমশাইকে কে দিয়েছিল?-
উত্তর: গ) ছোটোমাসি
৫. "তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে"-
উত্তর: ঘ) পুলকিত হয়
৬. "রত্নের মূল্য জহুরির কাছেই।”
উত্তর: (ঘ) তপনের নতুন মেসোকে
৭. "মেসোর উপযুক্ত কাজ হবে সেটা"-'উপযুক্ত কাজ'-টা হল-
উত্তর: ক) তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া
৮. যে পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল-
উত্তর: খ) সন্ধ্যাতারা
৯. ছোটোমেসোমশাই তপনের গল্প হাতে পেয়ে কী বলেছিলেন?
উত্তর: গ) এই গল্পটাই একটু কারেকশান করার কথা
১০. ছোটোমেসো শ্বশুরবাড়িতে কিছুদিন ছিলেন, কারণ-
উত্তর: (খ) তাঁর কলেজের ছুটি চলছিল
১১. লেখার আসল মূল্য বুঝবে-
উত্তর: খ) ছোটোমেসো
১২. "তপনের হাত আছে"-কথাটির অর্থ হল-
উত্তর: খ) ভাষার দখল
-----------------------------------------------------------------------------------------------------------------------------
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর
১. কখন তপনের চোখ মার্বেল হয়ে গেল? [পাঠভবন]
উত্তর: তপন যখন শুনল তার নতুন মেসোমশাই একজন লেখক তখনই তার চোখ মার্বেল হয়ে গেল।
২. "...বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে।"-কার ঘটাপটা করে বিয়ে হয়েছিল?
উত্তর: আশাপূর্ণা দেবী রচিত 'জ্ঞানচক্ষু' গল্পের প্রধান চরিত্র তপনের ছোটোমাসির ঘটাপটা করে বিয়ে হয়েছিল।
৩. "এবিষয়ে সন্দেহ ছিল তপনের”-কোন্ বিষয়ে তপনের সন্দেহ ছিল?
উত্তর: একজন লেখকও যে সাধারণ মানুষের মতো হতে পারে, তাদের আচরণও যে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই হয়ে থাকে, সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল।
৪. কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল?
উত্তর: আশাপূর্ণা দেবী রচিত 'জ্ঞানচক্ষু' গল্পে ছোটোমেসোমশাইকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল।
৫. "অনেক বই ছাপা হয়েছে"-কার অনেক বই ছাপা হয়েছে?
উত্তর: আশাপূর্ণা দেবী রচিত 'জ্ঞানচক্ষু' গল্পের প্রধান চরিত্র তপনের লেখক ছোটোমেসোর অনেক বই ছাপা হয়েছে।
৬. “তবে তপনেরই বা লেখক হতে বাধা কী?"-তপনের লেখক হতে বাধা ছিল কেন?
উত্তর: তপন মনে করত লেখকরা তার মতো সাধারণ মানুষ নন, তাঁরা হয়তো অন্য গ্রহের জীব। তাই তার নিজের লেখক হতে বাধা ছিল।
৭. তপনের লেখক হতে বাধা নেই কেন?
উত্তর: নতুন মেসোকে দেখে তপন বুঝতে পারল তিনি আর পাঁচজনের মতোই সাধারণ মানুষ, আকাশ থেকে পড়া কোনো জীব নন। তাই তার নিজেরও লেখক হতে কোনো বাধা নেই।
৮. তপনের নতুন মেসো কোন্ পেশার সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর: আশাপূর্ণা দেবী রচিত 'জ্ঞানচক্ষু' গল্পের প্রধান চরিত্র তপনের নতুন মেসো পেশায় অধ্যাপক ছিলেন।
৯. তপনের লেখা গল্প দেখে তার ছোটোমেসো কী বলেছিলেন?
উত্তর: তপনের লেখা গল্প দেখে তার ছোটোমেসো
বলেছিলেন যে, গল্পটা
ভালোই হয়েছে। শুধু একটু সংশোধন করে দেওয়া দরকার। তাহলেই তার লেখা ছাপতে দেওয়া যাবে।
১০. কী কারণে মেসোমশাই তপনের লেখা ভালো বলেছিলেন?
উত্তর: ছোটোমেসোমশাইয়ের নতুন বিয়ে হয়েছে, তাই শ্বশুরবাড়ির একটি বাচ্চাছেলেকে খুশি করতেই মূলত তপনের মেসোমশাই লেখা ভালো হয়েছে বলেছিলেন।
১১. “মেসোর উপযুক্ত কাজ হবে সেটা”-কোন্ কাজকে 'মেসোর উপযুক্ত কাজ' বলে ছোটোমাসি মনে করেন?
উত্তর: তপন একটা গল্প লিখেছিল। তার লেখক মেসোমশাই যদি সেই গল্পটিকে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন, তবেই সেটা মেসোর উপযুক্ত কাজ হবে বলে ছোটোমাসি মনে করে।
১২. "নতুন মেসোই বুঝবে।"-নতুন মেসো কী বুঝবে?
উত্তর: জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত আশাপূর্ণা দেবী রচিত 'জ্ঞানচক্ষু' গল্পে নতুন মেসো তপনের লেখার প্রকৃত মূল্য বুঝবে।
১৩. "লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে।"-লেখার প্রকৃত মূল্য কেবল নতুন মেসোই বুঝবেন কেন?
উত্তর: তপনের নতুন মেসো একজন নামকরা লেখক। তাই লেখক মানুষ হিসেবে তিনিই তপনের লেখার প্রকৃত মূল্য বুঝবেন।
১৪. "তপন প্রথমটা ভাবে ঠাট্টা"-কোন্ কথাটা তপন ঠাট্টা ভেবেছিল?
উত্তর: একটু সংশোধন করে দিলে তপনের লেখা গল্পটি ছাপানো চলে- ছোটোমেসোর এই কথাটাকেই তপন প্রথমে ঠাট্টা ভেবেছিল।
১৫. সন্ধ্যাতারা পত্রিকায় লেখা ছাপা প্রসঙ্গে তপনের মেসোমশাই কী বলেছিলেন?
উত্তর: সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক ছিলেন তপনের মেসোমশাইয়ের পরিচিত। তাই তপনের লেখা দেখে মেসোমশাই বলেছিলেন, তিনি যদি সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে লেখা ছাপানোর কথা বলেন তাহলে সম্পাদকমশাই না বলতে পারবেন না।
১৬. "তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়।”-তপনের এই অবস্থার কারণ কী?
উত্তর: নতুন মেসো তপনের লেখাটা 'কারেকশান' বা সংশোধন করে ছাপিয়ে দিতে চাইলে তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়।
১৭. "আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন-” তপন কী দেখতে পাচ্ছিল?
উত্তর: তপনের নিজের ছোটোমেসো একজন লেখক হওয়ায় সে দেখতে পাচ্ছিল, লেখক মানে আকাশ থেকে পড়া কোনো জীব নন, তিনিও তপনদের মতোই সাধারণ মানুষ।
১৮. “ছোটোমাসি সেই দিকে ধাবিত হয়।"-ছোটোমাসি কোন্ দিকে ধাবিত হয়?
উত্তর: আশাপূর্ণা দেবী রচিত 'জ্ঞানচক্ষু' গল্পে নতুন মেসোমশাই যেখানে দিবানিদ্রা দিচ্ছিলেন সেদিকে ছোটোমাসি ধাবিত হয়।
১৯. "বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা”-চায়ের টেবিলে কোন্ কথা ওঠে? [গভঃ স্পনসর্ড মাল্টিপারপাস স্কুল, টাকি হাউস]
উত্তর: তপনের গল্প লেখা আর মেসোমশাইয়ের তা ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতির কথাই চায়ের টেবিলে ওঠে।
২০. "তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়।”- তপনের এই পুলকের কারণ কী?
উত্তর: তপনের মাসি তপনের লেখা নিয়ে মেসোমশাইয়ের কাছে গিয়ে হইচই করলে সে এই ভেবে পুলকিত হয় যে তার লেখার মূল্য একমাত্র লেখক মেসোমশাইয়ের পক্ষেই বোঝা সম্ভব।
২১. "এইসব মালমশলা নিয়ে বসে।"-কীসের কথা বলা হয়েছে?
উত্তর: অল্পবয়সি ছেলেমেয়েরা গল্প লিখতে গিয়ে রাজারানির গল্প, খুনজখম, অ্যাকসিডেন্ট, না খেতে পেয়ে মরে যাওয়া ইত্যাদি যেসব বিষয়ে লেখে, সেসবের কথা বলা হয়েছে।
২২. "এটা খুব ভালো।”-বক্তার এ কথা বলার কারণ কী ছিল?
উত্তর: তপন স্কুলে তার ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে গল্প লিখেছিল বলে প্রশংসা করেই তপনের মেসোমশাই মন্তব্যটি করেন।
------------------------------------------------------------------------------------------------------------------------
ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর [শব্দসীমা কমবেশি ৬০]।
১. "কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল”-কোন্ কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল?
উত্তর:
২. "নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের"-তপন কোথায় নতুন মেসোকে দেখেছিল? কীভাবে তপনের নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল?
উত্তর:
৩. আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন।”-কোন্ সুযোগে তপন কী দেখতে পাচ্ছে?
উত্তর: ছোটোমাসির বিয়ে উপলক্ষ্যে মামার বাড়িতে তপনের আসা এবং গরমের ছুটি থাকায় থেকে যাওয়াকেই উল্লিখিত অংশে সুযোগ বলা হয়েছে।
▶ গরমের ছুটি থাকায় বিয়ের পর-পরই ছোটোমেসোমশাইও নতুন শ্বশুরবাড়িতে কয়েকদিন কাটাচ্ছিলেন। তিনি একজন লেখক। এর আগে কোনো লেখককে সামনাসামনি দেখার সুযোগ হয়নি তপনের। লেখকরা যে আকাশ থেকে পড়া কোনো জীব নয়, নিতান্তই সাধারণ মানুষ, তা এভাবেই প্রত্যক্ষ করার সুযোগ হয় তপনের।
৪ "তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়।"-মাসি কেন হইচই করছিলেন এবং তাতে তপনের পুলকিত হওয়ার কারণ কী?
উত্তর: তপনের লেখা গল্পটা হাতে পেয়ে ছোটোমাসি সেই অভাবিত ঘটনায় হইচই শুরু করে দিয়েছিল।
▶ তপনের ছোটোমাসি গল্পটা কিছুটা পড়ে তপনের নতুন মেসোর হাতে দেয়। নতুন মেসো একইসঙ্গে কলেজের অধ্যাপক এবং লেখক। প্রথমে আপত্তি করলেও লেখক ছোটোমেসো অবশ্যই তার গল্পটার ভালোমন্দ বিচার করতে পারবেন-এই ভাবনাতেই তপন রোমাঞ্চে পুলকিত হয়ে ওঠে।
৫ "রত্নের মূল্য জহুরির কাছেই"- এখানে 'জহুরি' বলতে কার কথা বোঝানো হয়েছে? কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: ▶ 'জ্ঞানচক্ষু' গল্পের অন্তর্গত আলোচ্য অংশটিতে 'জহুরি' বলতে তপনের লেখক ছোটোমেসোর কথা বলা হয়েছে।
▶ তপন জীবনে প্রথমবার গল্প লিখে তার ছোটোমাসিকে দেখায়। ছোটোমাসি লেখাটি হাতে পাওয়ামাত্র তাঁর স্বামীকে দেখাতে নিয়ে যায়। তপনের ছোটোমেসো লেখক ছিলেন। জহুরি যেমন কোন্টা আসল রত্ন আর কোন্টা নকল তা বলতে পারেন, তেমনই একজন লেখকই বলতে পারেন কোন্ লেখাটা ভালো আর কোন্ লেখাটা খারাপ। তাই তপন ভেবেছিল এই লেখার আসল মূল্য শুধু তার মেসোমশাই-ই বুঝবেন।
৬. "মেসোর উপযুক্ত কাজ হবে সেটা।”-কোন্ট্রি, কেন মেসোর উপযুক্ত কাজ হবে বলে বক্তা মনে করেছে?
উত্তর: তপনের লেখা গল্প পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করে দিলে সেটা ছোটোমেসোর উপযুক্ত কাজ হবে বলে তপনের ছোটোমাসি মনে করেছেন। তপন একটা গল্প লিখেছিল। ছোটোমাসি সেই গল্পটি ছাপাবার উদ্দেশ্যে তপনের ছোটোমেসোর হাতে দেয়। মেসো গল্পটি পড়েন এবং বলেন যে, একটু কারেকশান করে দিয়ে সেটি ছাপতে দেওয়া চলে। তপনের উদ্যোগকে উৎসাহ দিতে ছোটোমাসি তার স্বামীকে গল্পটি ছাপিয়ে দিতে অনুরোধ করে। সে মনে করে সেটাই হবে তার স্বামী অর্থাৎ তপনের ছোটোমেসোর উপযুক্ত
৭ "...সবাই তপনের গল্প শুনে হাসে।"—কখন? সবাই তপনের গল্প শুনে হাসলেও, তপনের ছোটোমেসো তাকে কী বলেছিলেন?
উত্তর:
৮. "তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়।"-কখন তপনকে এভাবে দেখা যায় এবং তপনের বিহ্বলতার কারণ কী?
উত্তর:
১. "কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের।"-কী কারণে এ কথা বলা হয়েছে? সত্যিই তার জ্ঞানচক্ষু খুলেছিল কি না আলোচনা করো।
উত্তর:
২. "লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে”- এ কথা কার, কখন, কেন মনে হয়েছিল তা আলোচনা করো।
উত্তর:
--------------------------------------------------------------------------------------------------------------------------
বহুবিকল্পীয় প্রশ্ন [MCQ] ও উত্তর
নির্দেশ ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
১. তপনের লেখা গল্পটি নিয়ে কে চলে গিয়েছিলেন?
উত্তর: তপনের মেসোমশাই
২. তপন বিয়েবাড়িতে কী নিয়ে এসেছিল?-
উত্তর: (ঘ) হোমটাস্কের খাতা
৩. তপন তার গল্পটা লিখেছিল-
উত্তর: ক) দুপুরবেলা
৪. তপনের চিরকালের বন্ধু ছিল-
উত্তর: ঘ) ছোটোমাসি
৫. তপনের ছোটোমাসি তার থেকে কত বছরের বড়ো ছিলেন?-
উত্তর: ক) আট
৬. "ছুটি ফুরিয়ে এসেছে।"-ছুটিটি ছিল-
উত্তর: খ) গরমের
৭. বাড়িতে তপনের নাম হয়েছিল-
উত্তর: গ) কবি, সাহিত্যিক, কথাশিল্পী
৮. তপন তার লেখা গল্পটা প্রথম শুনিয়েছিল-
উত্তর: ঘ) ছোটোমাসিকে
৯. মামার বাড়িতে থেকে তপন প্রথম গল্পটি লিখেছিল-
উত্তর: ক) দুপুরবেলা
১০. তপন গল্প লেখার জন্য কী নিয়ে দুপুরবেলা তিনতলার সিঁড়িতে উঠে গেল?-
উত্তর: একটা খাতা ও পেন
১১. "গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের”-এর কারণ হল-
উত্তর: খ) স্বরচিত গল্প পাঠের অনুভূতি
১২. ঠাট্টাতামাশার মধ্যে তপন যে- কটি গল্প লিখেছে-
উত্তর: খ) দুটি-তিনটি
১৩. "যেন নেশায় পেয়েছে”- যে নেশার কথা বলা হয়েছে-
উত্তর: (গ) গল্প লেখার নেশা
-----------------------------------------------------------------------------------------------------------------------------
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর [শব্দসীমা কমবেশি ২০] প্রতিটি প্রশ্নের পূর্ণমান
১. "তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে।"-তপন কেন কৃতার্থ হয়েছিল?
উত্তর: ছোটোমেসো সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তপনের গল্পটি নিয়ে গিয়েছিলেন বলে তপন কৃতার্থ হয়েছিল।
২. "সেটা জানতে তো বাকি নেই।"-কী জানতে বাকি নেই?
উত্তর: গল্প জিনিসটা কী তা জানতে তপনের বাকি নেই।
৩. “হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন।”- তপন কেন উত্তেজনা অনুভব করেছিল?
উত্তর: একটি সত্যিকারের গল্প লিখে ফেলেছিল বলে তপন উত্তেজনা অনুভব করেছিল।
৪. গল্প লেখার পর তপনের কী মনে হয়েছিল?
উত্তর: একটা গোটা গল্প সে লিখে ফেলেছে-এটা ভেবেই তপনের সারা গায়ে কাঁটা দিয়ে উঠল, তার মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে উঠল। সে ভাবল এখন তাকেও লেখক বলা যায়।
৫. তপন তার গল্প লেখার কথা প্রথম কাকে বলেছিল?
উত্তর: তপন তার গল্প লেখার কথা প্রথম তার ছোটোমাসিকে বলেছিল।
৬. "আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না..."-কোন্ ঘটনার কথা বলা হয়েছে?
উত্তর: একজায়গায় বসে তপনের একটা গোটা গল্প লিখে ফেলার প্রসঙ্গে আলোচ্য মন্তব্যটি করা হয়েছে।
৭. "যেন নেশায় পেয়েছে।"-কীসের কথা বলা হয়েছে?
উত্তর: প্রশ্নোদ্ভূত অংশটিতে তপনের গল্প লেখার অক্লান্ত চেষ্টার কথা বলা হয়েছে।
--------------------------------------------------------------------------------------------------------------------------
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন
Paid Answer Link (Membership User)
Editing By- Lipi Medhi