Chapter.12
অদল বদল
-------------
👉Paid Answer (For Membership User)
১. অমৃতের বাবাকে জামা কিনে দেওয়ার জন্য কে রাজি করিয়েছিল?
(ক) অমৃতের
মা
(খ) অমৃতের
দাদা
(গ) ইসাবের
বাবা
(ঘ) অমৃতের
ভাই
উওব়: (ক) অমৃতের মা
2. ইসাবের বাবা
জামা সেলাইয়ের জন্য টাকা ধার নিয়েছিলেন-
(ক) তাঁর দাদার থেকে
(খ) এক
বন্ধুর থেকে
(গ) অমৃতের
বাবার থেকে
(ঘ) এক সুদখোরের থেকে
উওব়: (ঘ) এক সুদখোরের থেকে
3. অমৃত সত্যি তার বাবা-মাকে খুব জ্বালিয়েছিল-
(ক) নতুন বল
কিনে দেওয়ার জন্য
(খ) নতুন বই
কিনে দেওয়ার জন্য
(গ) মেলা
দেখতে নিয়ে যাওয়ার জন্য
(ঘ) ইসাবের
মতো জামা কিনে দেওয়ার জন্য
উওব়: (ঘ) ইসাবের মতো জামা কিনে দেওয়ার জন্য
4. জামা কিনে দেওয়ার জন্য অমৃত কাকে বা কাদের খুব জ্বালিয়েছিল?
(ক) তার
মা-বাবাকে
(খ) তার
দিদিকে
(গ) ইসাবকেক
(ঘ) ইসাবকেক বাবাকে
উওব়: (ঘ) তার মা-বাবাকে
5. গাঁয়ের একদল ছেলে ধুলো ছোড়াছুড়ি করছিল-
(ক) হোলির দিন বিকেলে
(খ) হোলির দিন সকালে
(ঘ) হোলির
দিন বিকেলে
(গ) হোলির
দিন সন্ধেবেলা
উওব়: (গ) হোলির দিন বিকেলে
6. "এসো আমরা কুস্তি লড়ি" 'আমরা'-ছিল-
(ক) অমৃত ও
ইসাব
(খ) ইসাব ও
কালিয়া
(গ) কালিয়া ও
অমৃত
(ঘ) পাঠান ও কালিয়া
উওব়: (গ) কালিয়া ও অমৃত
7. দলের একটি ছেলে অমৃত ও ইসাবকে একসঙ্গে দেখে কী করতে বলেছিল?
(ক) হোলি
খেলতে
(খ) কুস্তি
লড়তে
(গ) ফুটবল
খেলতে
(ঘ) ম্যাজিক দেখাতে
উওব়: (খ) কুস্তি লড়তে
8. অমৃতকে
কুস্তি লড়ার কথা কে বা কারা বলেছিল?
(ক) ইসাব
(খ) ছেলেদের দঙ্গল থেকে একটি ছেলে
(গ) অমৃতেব
স্কুলের এক বন্ধু
(ঘ) এদের কেউই নয়
উওব়: (খ) ছেলেদের দঙ্গল থেকে একটি ছেলে
9. ইসাব কালিয়াকে বলেছিল-
(ক) অমৃতের
সঙ্গে কুস্তি লড়তে
(খ) অমৃতকে
বাড়ি পৌঁছে দিতে
(গ) তার
সঙ্গে কুস্তি লড়তে
(ঘ) কোনোটাই নয়
উওব়: (গ) তার সঙ্গে কুস্তি লড়তে
10. ইসাব কার সঙ্গে কুস্তি লড়েছিল?
(ক) কালিয়ার
সঙ্গে
(খ) অমৃতের
সঙ্গে
(গ) স্কুলের
বন্ধুদের সঙ্গে
(ঘ) তার পাড়ার একটি ছেলের সঙ্গে
উওব়: (ক) কালিয়ার সঙ্গে
11. কুস্তি লড়ার জন্য অমৃতকে নিয়ে যাওয়া হয়েছিল-
(ক) অমৃতের
বাড়িতে
(খ) স্কুলে
(গ) খোলা
মাঠে
(ঘ) ইসাবের বাড়িতে
উওব়: (খ) খোলা মাঠে
12. ইসাবের জামা কীভাবে ছিঁড়েছিল?
(ক) কুস্তি
লড়তে গিয়ে
(খ) স্কুলে
মারপিট করে
(গ) খেতে কাজ
করতে গিয়ে
(ঘ) এর মধ্যে কোনোটাই নয়
উওব়: (ক) কুস্তি লড়তে গিয়ে
13. "ইসাবের মেজাজ চড়ে গেল।" কারণ-
(ক) কালিয়া
অমৃতকে ধাক্কা দিয়েছে
(খ) কালিয়া
অমৃতকে কুস্তিতে হারিয়ে দিয়েছে
(গ) অমৃতের
জামা ছিঁড়ে গেছে
(ঘ) কালিয়া অমৃতের গায়ে কাদা মাখিয়ে দিয়েছে
উওব়: (খ) কালিয়া অমৃতলে কুস্তিতে হারিয়ে দিয়েছে
14. ইসাবের জামা ছিঁড়ে যাওয়া দেখেছিল-
(ক) অমৃতের
মা
(খ) ইসাবের
বাবা
(গ) অমৃত
(ঘ) স্কুলের এক বন্ধ
উওব়: (গ) অমৃত
15. অমৃত তার মাকে নতুন জামা কিনতে বাধ্য করার জন্য কোথায় লুকিয়েছিল?
(ক) এক
বন্ধুর বাড়িতে
(খ) ইসাবদের
বাড়িতে
(গ) ইসাবদের
গোয়ালঘরে
(ঘ) ইমনদের গোয়ালঘরে
উওব়: (গ) ইসাবদের গোয়ালঘরে
Short Answer Question
১. 'অদল বদল' গল্পটি কে বাংলায় তরজমা করেছেন
উওব়: পান্নালাল প্যাটেলের লেখা 'অদল বদল' গল্পটির বাংলা তরজমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত।
২. “এসো, আমরা কুস্তি লড়ি।"-কে, কাকে বলেছিল?
উওব়: ছেলের দলের অন্যতম সদস্য কালিয়া অমৃতকে উদ্দেশ করে মন্তব্যটি করেছিল।
৩. 'অদল বদল'-এর গল্প গ্রামপ্রধানের কানে গেলে তিনি কী ঘোষণা করেছিলেন
উওব়: অমৃত এবং ইসাবের জামা 'অদল বদল'-এর গল্প গ্রামপ্রধানের কানে গেলে গ্রামপ্রধান ঘোষণা করেছিলেন যে, গ্রামের সকলে অমৃতকে 'অদল' আর ইসাবকে 'বদল' বলে ডাকবে।
৪. 'অমৃত ফতোয়া জারি করে দিল'-অমৃত কী 'ফতোয়া' জারি করেছিল?
উওব়: অমৃত 'ফতোয়া' জারি করেছিল যে, ইসাবের মতো নতুন জামা না পেলে সে স্কুলে যাবে না।
৫. "হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল।"-'বুদ্ধি'টা কী ছিল?
উওব়: অমৃতর লাঞ্ছনার প্রতিবাদ করতে গিয়ে ইসাবের জামা ছিঁড়ে গেছে দেখে তার মাথায়
নিজের সঙ্গে ইসাবের জামা অদল-বদল করার বুদ্ধি এসেছিল।